Future Continuous Tense Definition,Structure & Examples

 

আজ আমি আপনাদেরকে Future Continuous Tense সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে  সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন। তাহলে অতি সহজেই  এ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। 


Future continuous tense definition, structure & examples
 

Future Continuous Tense ( ঘটমান ভবিষ্যৎ কাল ):

           ভবিষ্যতে কোন কাজ হতে থাকবে বোঝালে তাকে Future Continuous Tense বলে। অর্থাৎ কোন কাজ ভবিষ্যৎকালে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে তাকে Future Continuous Tense বলে। তাহলে বলা যায়, ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলমান থাকবে।


 আরো পড়ুন

FIFA world cup football 2022

জীবন বদলে দেওয়ার মতো বাণী
 

বাংলায় চেনার উপায়ঃ

বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ব, বে, বেন ইত্যাদি থাকে।


উদাহরণঃ
আমি সত্য কথা বলিতে থাকিব - I shall be telling the truth.

 
আমি তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব  -
I will be waiting for you.


আমি ইতিহাস পড়িতে থাকিব - I shall be reading history.

Structure : Sub + shall be/ will be + verb  এর সাথে ing + Extension( বাকি অংশ)


নিম্নে উদাহরণ প্রয়োগের মাধ্যমে Future Continuous Tense সম্পর্কে আলোচনা করা হলো:


Rime will be reading the book - রিমি বইটি পড়িতে থাকবে।


They will be playing in the field  - তারা মাঠে খেলিতে থাকবে।

 Lita will be doing the work - লিটা কাজটি করিতে থাকবে।

We shall be doing the work - আমরা কাজটি করিতে থাকবো।

I will be writing the book  - আমি বইটি লিখিতে থাকবো।

Mom will be cooking - মা রান্না করিতে থাকবে।

Kaya and Nepa will be playing  - কেয়া ও নিপা খেলিতে থাকবে।

He will be studying for his exam -  সে তার পরীক্ষার জন্য অধ্যায়ন করিতে থাকবে।

I will be writing  a letter - আমি একটি চিঠি লিখিতে থাকব।

Nipa will be going to College -  নিপা কলেজে যাইতে থাকবে।

Runa will be attending the meeting tomorrow -  রুনা কালকের  মিটিংটা অংশগ্রহণ করিতে থাকবে।

উপরে উল্লেখিত উদাহরণগুলি লক্ষ্য করলে দেখা যাবে, প্রথমে Subject বসেছে, তারপর shall be/will be বসেছে, তারপর verb-এর সাথে ing form , সর্বশেষ extension অর্থাৎ বাকি অংশ বসেছে।


আমি, আমরা থাকলে  - Shall
তুমি, তোমরা থাকলে  -   Will  বসবে।

First person হলে  -  Shall
Second person হলে - will বসবে।


মনে রাখতে হবে,

বাংলায় 'তে' শব্দ যুক্ত থাকবে। যেমনঃ পড়িতে, খেলিতে, লিখিতে, করিতে, যাইতে, বলিতে ইত্যাদি থাকবে।


উদাহরণঃ
রিপা বইটি পড়িতে থাকবে।
রিপা মাঠে খেলিতে থাকবে।
রিপা সত্য কথা বলিতে থাকবে।
দীপা স্কুলে যাইতে থাকবে।

 

পরিশেষে বলা যায়, ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকিবে বা হইতে থাকিবে বোঝালে তাকে Future Continuous Tense বলে।



আরো পড়ুন

পরাজিত না হওয়া
My Banglalink app login করার সহজ নিয়ম
Future indefinite tense examples 
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

 

click here



আশা করি,আমার লেখা পোষ্টটি  সকলের ভাল লেগেছে।আপনাদের ভালো লাগাটাই আমার লেখার স্বার্থকতা। আমি আপনাদের উদাহরণ প্রয়োগের মাধ্যমে সুন্দর ভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশাকরি সকলেই বুঝতে পেরেছেন। আমার সাইটে ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশা রাখি, আবারও আমার সাইটে ভিজিট করবেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url