Future Indefinite Tense Structure And Examples

আজ আমি আপনাদেরকে Future Indefinite Tense নিয়ে আলোচনা করব।মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন। তাহলে অতি সহজেই বুঝতে পারবেন বিষয়টি।


Future indefinite tense structure and examples

Future Indefinite Tense (সাধারণ ভবিষ্যৎ কাল):

   যে সকল verb দ্বারা কোন কাজ অনির্দিষ্টভাবে ভবিষ্যতে হইবে বা ঘটবে এরূপ বোঝালে তাকে Future Indefinite Tense বলে।
      সাধারণত যে verb ভবিষ্যতে ঘটবে এমন কোন কাজকে বোঝালে তাকে Future Indefinite Tense বলে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝাতে ব্যবহৃত হয়।


 আরো পড়ুন

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

Important question of the world cup 2022
FIFA world cup football 2022


বাংলায় চেনার উপায়ঃ  

বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বা,বি,বেন  ইত্যাদি থাকে।


উদাহরণঃ
আমি তাকে কল করব  - I shall call him.
তুমি মেলায় যাবে - You will go to fair.
তিনি আমাদেরকে ইতিহাস পড়াবেন -  He will teach us History.



Structure : Subject + shall/will + মূল verb (V1) + extention (বাকী অংশ)


নিম্নে উদাহরণ প্রয়োগের মাধ্যমে আপনাদের বোঝানোর সুবিধার জন্য বিস্তারিত আলোচনা করা হলো :

We shall go tomorrow.  - আমরা আগামী কাল যাব।
Lita will play. - লিটা খেলবে।
He will help you. - সে তোমাকে সাহায্য করবে।
You will do the work.  - তুমি কাজটি করবে।
 Kaya will dance.  - কেয়া নাচবে।
I will write a letter. - আমি একটি চিঠি লিখব।
I will do the work. - আমি কাজটি করব।
I shall go to school.  - আমি স্কুলে যাব।
 They will go to the Market -তারা বাজারে যাবে।
He/she will eat.  - সে খাবে।
I shall read.  - আমি পড়বো।
He will read.  -  সে পড়বে।
He/She will read.  -  সে বই পড়বে।
He will teach us English.  - তিনি আমাদেরকে ইংরেজি পড়াবেন।
The teacher will come to class shortly.   -  শিক্ষক মহোদয় শীঘ্রই ক্লাসে আসবে।
We shall play football  in this field.  - আমরা এই মাঠে ফুটবল খেলবো।
My father will come today.   - আমার বাবা আজ আসবে।


উপরের উদাহরণগুলো লক্ষ্য করলে দেখা যাবে, sentence এ প্রথমে Subject বসেছে,  তারপর shall/will বসেছে, তারপর মূল verb-এর present form অর্থাৎ (V1), তারপর বাকি অংশ বসেছে।


মনে রাখতে হবে,

* Future Indefinite Tense এ সবসময় মূল verb এর Present form হবে।

* [I,we -  subject first person হলে - Shall]

* [You,he,she,it,they - second এবং third person হলে - Will বসবে]

* [ আমি, আমরা - Shall

এবং অন্য সব জায়গায় - Will বসবে]



উদাহরণ:

( I, we)

আমি পড়বো  - I shall read.
আমরা ক্রিকেট খেলবো  - We shall play cricket.



উদাহরণ:

(You, he, she,it, they)

তুমি মেলায় যাবে - You will go to fair.
সে তোমাকে সাহায্য করবে - He will help you.
সে বই পড়বে - She will read book.
তারা আসবে - They will come.

 

 পরিশেষে বলা যায়, যে verb ভবিষ্যতে ঘটবে এমন কোন কাজকে নির্দেশ করে তাকে  Future Indefinite Tense বলে।


আরো পড়ুন

 how to Banglalink new internet offer
টেলিগ্রাম একাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার উপায়
Future perfect tense examples

টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড


click here



আশাকরি, সকলে Future Indefinite Tense  সম্পর্কে অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনাদের ভালো লাগলেই আমার লেখার স্বার্থকতা। আমার সাইটে আবারও আপনারা ভিজিট করবেন। সকলকে ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url