Future Perfect Continuous Tense Formula & Examples

আজ আমি আপনাদের সহজভাবে Future Perfect Continuous Tense নিয়ে আলোচনা করব আপনারা সবাই মনোযোগ সহকারে লেখাটি পড়তে থাকুন। আশা করি, সকলের উপকারে আসবে।

 

Future perfect continuous tense formula & examples
 

Future Perfect Continuous Tense(পুরাঘটিত বর্তমান ভবিষ্যৎ কাল): 

ভবিষ্যৎ কালে কোন কাজ অনেক সময় ধরিয়া চলিতে থাকিবে বা ঘটিতে থাকিবে এরূপ বোঝালে তাকে Future perfect continuous tense  বলে। অর্থাৎ বর্তমানকালে বা অতীতকালে যে কোন সময়ে শুরু হয়ে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে।


আরো পড়ুন  

Degree English grammar 
আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায় 
FIFA world cup football 2022

দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন


বাংলা চেনার উপায়ঃ

মূল ক্রিয়া পদের সাথে তে বিভক্তি থাকবে। অর্থাৎ  বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে থাকবে, তে থাকব, তে থাকবেন ইত্যাদি উল্লেখ থাকবে।



Structure : Subject + shall have been/will have been + verb এর সাথে ing + extention (বাকী অংশ)



উদাহরণঃ
আমি ইংরেজি শিখতে থাকবো - I will have been learning English.

সে কাজটি করতে থাকবে - He will have been doing the work.

আমি ইতিহাস পড়তে থাকব - I will have been reading History.


* দুইটি ঘটনার মধ্যে, যেটি ভবিষ্যতে ঘটার ক্ষেত্রে, প্রথম ঘটনাটি যেটি ঘটবে সেটি Future perfect continuous tense হবে এবং অন্যটি Present indefinite tense করতে হবে।


উদাহরণঃ

তুমি পৌঁছানোর আগে আমি কাজটি করতে থাকবো  - I shall have been doing the work before you reach.

সে আসার আগে আমি পড়তে থাকবো  - I shall have been reading before he comes.


মূল ক্রিয়া পদের সাথে তে বিভক্তি থাকবে এবং নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। অর্থাৎ since/for থাকবে।

Since  -  হইতে, থেকে
For   -     ধরে, যাবত



Structure : Subject + shall have been/will have been + verb এর সাথে ing + object + since/for + extension ( বাকি অংশ)



উদাহরণ :
 It will have been raining for all the day -সারাদিন ধরিয়া বৃষ্টি হইতে থাকিবে।

I shall have been cooking for  three  hours  -  আমি তিন ঘন্টা ধরিয়া রান্না করিতে থাকিব।

I shall have been working for two years -  আমি দুই বছর ধরিয়া কাজ করিতে থাকিব।

We shall have been reading the Novel for 4 hours -  আমরা চার ঘন্টা ধরিয়া উপন্যাসটি পড়িতে থাকিব।

He will have been playing  since morning -  সে সকাল থেকে খেলতে থাকবে।

 I will have been playing  for 2 years  - আমি ২ বছর ধরে খেলতে থাকব।

 He will have been learning English since morning - সে সকাল থেকে ইংরেজি শিখতে থাকবে।

 সে সকাল থেকে কাজটি করতে থাকবে-  He will have been doing the work  since morning.

He will have been doing the work for two years  -  সে দুই বছর ধরে কাজটি করতে থাকবে।

 I shall have been learning English for 3 years   - আমি তিনবছর ধরে ইংরেজি শিখতে থাকবো।


 পরিশেষে বলা যায়, ভবিষ্যৎ কালে কোন কাজ অনেক সময় ধরে চলতে থাকবে বা ঘটতে থাকবে এরূপ বোঝালে তাকে Future Perfect Continuous Tense বলে।


Click here

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়
Future perfect continuous tense examples
বিকাশ একাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম

What is an Html Tag  


Click here


আশা করি, Future Perfect Continuous Tense সম্পর্কে আপনারা সহজেই বুঝতে পেরেছেন। তবে বাসায় চর্চা করতে হবে তাহলে বিষয়টি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। যদিও এই Tense এর ব্যবহার খুবই কম করা হয়ে থাকে। তারপরেও ক্ষেত্রবিশেষে এর প্রয়োজন রয়েছে। আমার সাইটে ভিজিট করার জন্য সবাইকে ধন্যবাদ। আমার সাইটটি  আবারও সকলে ভিজিট করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url