Future Perfect Tense Definition, Structure & Examples

 আজ আমি আপনাদের Future Perfect Tense  নিয়ে আলোচনা করব। আপনাদের মনোযোগ সহকারে পোস্টটি পড়তে হবে তাহলে অতি সহজেই এ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন।

Future perfect tense definition, structure &examples

Future Perfect Tense( পুরাঘটিত ভবিষ্যৎ কাল):

ভবিষ্যতে কোন কাজ শুরু করে আমরা কোন একটা সময়ের আগে শেষ করে থাকব বুঝালে তা Future Perfect Tense হয়। অর্থাৎ ভবিষ্যৎকালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হবে বা হয়ে থাকবে এরূপ বোঝালে তাকে Future perfect tense বলে।

Click here

 জীবন বদলে দেওয়ার মতো বাণী



বাংলায় চেনার উপায়বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ব, বে,বো ইত্যাদি থাকবে।



উদাহরণঃ
সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে।
আপু রাতে রান্না করে থাকবে।



Structure : Subject  +  shall have/will have  +  verb এর past participle(V3)+ extention ( বাকি অংশ)



উদাহরণ:
The meeting  will have ended  by 9 o'clock - মিটিংটা নয়টার মধ্যে শেষ হয়ে থাকবে।

I will have finished the work  by 7am -
আমি সকাল সাতটার মধ্যে কাজ শেষ করে থাকবো।

He will have reached home by this time - সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে।

Note:  দুইটি কাজের মধ্যে , যে কাজটি আগে হবে সেই কাজটি Future perfect tense করতে হবে এবং অন্যটি Present indefinite tense করতে  হবে।


উদাহরণ নিম্নরূপঃ

The students will have entered the class before the teacher enters- শিক্ষক প্রবেশের আগেই শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করবে।

I shall have finished my lesson before they come- তারা আসার আগে আমি পড়া শেষ করব।

He will have gone there before I come- আমি আসার আগে সে সেখানে চলে যাবে।

We shall have met him before he leaves  - সে চলে যাওয়ার আগে আমরা তার সাথে দেখা করব।


They will have finished the work before you reach- তুমি পৌঁছানোর আগে তারা কাজটি শেষ করে ফেলবে।

I shall have gone there before you come- তুমি আসার আগে আমি সেখানে চলে যাব।


পরিশেষে বলা যায়, ভবিষ্যৎকালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হবে বা হয়ে থাকবে এরূপ বোঝালে তাকে Future perfect tense বলে।


Click  here

Past indefinite tense examples
What is an Html Tag

Windows 10 Computer দিয়ে Wi-Fi চালানোর সহজ উপায়

 

 Click here


অবশ্যই আপনারা পোস্টটি পড়ে future perfect tense সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পেরেছেন আমার পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। আমার সাইটটি আবারও ভিজিট করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url