Past continuous tense rules and example

আজ আমি আপনাদের Past Continuous Tense সম্পর্কে আলোচনা করব আপনারা যদি ধৈর্য ধরে পোস্টটি পড়তে থাকেন তাহলে অতি সহজেই এবিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন।


past continuous tense rules and example

Past Continuous Tense (অতীত চলমান কাল )

অতীতকালে কোন কাজ চলছিল কিন্তুু এখনো শেষ হয়নি এরূপ বোঝালে Past Continuous Tense হয়। যে verb এর কাজ অতীতে হইতেছিল বা চলতেছিল বোঝায় তাকে Past Continuous Tense বলে।

সহজ ভাষায় বলা যায়, অতীতে কোন কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে Past Continuous Tense হয়।


আরো পড়ুন

Present perfect tense examples

Present perfect continuous tense examples

Degree English grammar 

Past continuous tense rule and examples

Important question of the world cup football 2022
মাগুরা পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার


বাংলায় চেনার উপায়ঃ

     বাংলা  ক্রিয়াপদের শেষে তেছিল,তেছিলে,তেছিলাম,তেছিলেন,ছিল, ছিলাম,ছিলে, ছিলেন ইত্যাদি যুক্ত থাকে।


উদাহরণ :

রাম কাজ করেছিল - Ram was working.
সে পড়ছিল - He was reading.
আমি পড়ছিলাম - I was reading.


Structure : Subject + was/were + verb এর সাথে ing + Object.


আপনাদের বোঝানোর সুবিধার জন্য উদাহরণ প্রয়োগের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হলো:

I was reading - আমি পড়ছিলাম।
He /She was working - সে কাজ করছিল।

 Ram was going to office -  রাম অফিসে যাচ্ছিল।
Meta was reading a book - মিতা একটি বই পড়ছিল।
we were discussing the matter - আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম।
They were playing football - তারা ফুটবল খেলছিল।
They were walking together on the road - তারা একসাথে রাস্তায় হাটছিল।
The birds were flying in the sky- পাখিরা আকাশে উড়ছিল।



উপরের উদাহরণ লক্ষ্য করলে দেখা যাবে,

প্রথমে subject বসেছে, তারপর be verb- was/were, তারপর মূলভাব verb-এর সাথে ing form, তারপর  object বা বাকি অংশ বসেছে।


মনে রাখতে হবে,

   Subject first person এবং  third person  হলে was বসবে।

   You/we/they এবং অন্যান্য  plural subject এর ক্ষেত্রে were বসবে।


Note : অতীতকালে দুইটি কাজ বা ঘটনা একই সাথে চলছিল বোঝালে ২টিই past continuous tense হয়।


যেমনঃ
I was reading book while he was sleeping - আমি যখন বই পড়ছিলাম তখন সে ঘুমাচ্ছিল।

I was reading book while my son was sleeping - আমি যখন বই পড়ছিলাম তখন আমার ছেলে ঘুমাচ্ছিল।

When they were eating dinner,I was driving - যখন তারা রাতের খাবার খাচ্ছিল তখন আমি চালাচ্ছিলাম।


Note:  অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল বুঝালে যেটি চলছিল সেটি past continuous এবং অন্যটি past indefinite tense হয়।


যেমনঃ

When he came to me, I was reading a Novel - সে যে সময় আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম।
Note:  অতীতে কোনো কাজ চলছিল অবস্থায় আরেকটি নতুন কাজ শুরু হয়েছে বোঝাতে, ১ম অংশ  -  Past continuous  tense এবং পরের অংশ -  Past indefinite tense হয়।


যেমন:

 I was eating  when she called me - আমি খাচ্ছিলাম তখন সে আমাকে ডাকলো।


While they were studying, I knocked on the door - যখন তারা পড়ছিল তখন আমি দরজায় শব্দ করলাম।


উদাহরণ দুটি লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে,

 আগের সংঘটিত কাজ- Past Continuous


 পরে সংঘটিত কাজ    - Past Indefinite  
Tense হয়েছে।

 

পরিশেষে বলা যায়, অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল কিন্তুু এখনো শেষ হয়নি এরূপ বোঝাতে Past Continuous Tense ব্যবহার করা হয়।


  
Click here
Past continuous tense examples
বিকাশ একাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম
How to want change your life

FIFA world cup football 2022


Click here



আশা করি, উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন Past Continuous Tense  সম্পর্কে। আমার সাইটে আবারো ভিজিট করবেন সকলকে ধন্যবাদ।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url