Past Indefinite Tense Structure and example

আজ আমি আপনাদের Past Indefinite Tense  নিয়ে আলোচনা করব। এটি অত্যন্ত সহজ। আপনারা মনোযোগ সহকারে পড়লে অতি সহজেই বুঝতে পারবেন। তাহলে পোস্টটি ধৈর্য ধরে পড়তে থাকুন। আশা করি আপনাদেরই উপকারে আসবে।

 

Past indefinite tense structure & examples

 



Past Indefinite Tense : 

 অতীতকালে কোন কাজ সম্পাদিত হয়েছিল বোঝালে past indefinite tense  হয়। অতীতের কোনো কাজ সম্পাদিত হয়েছিল বোঝাতে অর্থাৎ যার ফল এখন আর বিদ্যমান নেই তাকে  Past Indefinite Tense বলে।


    সহজভাবে বলতে গেলে,  অতীতকালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝালে যার ফল এখন আর বিদ্যমান নেই তাকে Past lndefinite Tense  বলে।


আরো পড়ুন

Present perfect tense examples

Past Indefinite Tense Examples

Present perfect continuous tense examples

জীবন বদলে দেওয়ার মতো বাণী

আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়
How to Banglalink new internet offer 
how to want change your life


  বাংলা চেনার উপায়ঃ

           বাংলায় ক্রিয়ার শেষে ল, লে, লাম, ত, তে, তাম,  ছিল, ছিলাম ইত্যাদি থাকে।


উদাহরণ:
    সে এসেছিল - He came.
    আমি গিয়েছিলাম - I went.
    আমি বিশ্বাস করেছিলাম - I believed.
    সে কলেজে গিয়েছিল - He went to College.

Structure : Subject + Verbএর past form(V2) + Object.

নিম্নে উদাহরণ প্রয়োগের মাধ্যমে Past Indefinite Tense বিস্তারিত আলোচনা করা হলো:

I ate - আমি খেয়েছিলাম।
I ate rice - আমি ভাত খেয়েছিলাম।
He came - সে এসেছিল।
Meta went - মিতা গিয়েছিল।
we believed - আমরা বিশ্বাস করেছিলাম।
He bought a book - সে একটি বই কিনেছিল।
We had a business - আমাদের একটি ব্যবসা ছিল।
He had a mobile - তার একটি মোবাইল ছিল।
We were busy - আমরা ব্যস্ত ছিলাম।
He went to school - সে স্কুলে গিয়েছিল।
You did the work - তুমি /তোমরা কাজটি করেছিলে।
I was present there - আমি সেখানে উপস্থিত ছিলাম।


মনে রাখতে হবে,

    1. Subject যদি Singular Number হয়  তাহলে  was বসে।
I, he, she, it = was বসবে।

যেমনঃ আমি স্কুলে ছিলাম--I was at school.
   
   2. Subject যদি plural number হয় তাহলে were বসবে।
You,they,we = were বসবে।

যেমনঃ  আপনি লন্ডনে ছিলেন - You were in London.
আমরা ব্যস্ত ছিলাম - We were busy.

 নিম্নে কিছু main verb-এর present, past এবং past participle form দেখানো হলো:

        
Present   - Past    -     Past participle
   ( V1)     
    (V2)            ( V3)

eat              ate                eatten
come        came            come
go               went             gone
play          played           played
believe     believed        believed
buy            bought          bought
have           had                 had
do                did                done


লক্ষ্য করতে হবে,

      past indefinite tense এ সবসময়  verb এর past form  বসবে।
      যদি main verb না থাকে তাহলে সেখানে be verb ই main verb হিসাবে  ব্যবহার  করতে হবে।

উপরে বর্ণিত verb গুলি main verb  এবং

 

Be verb( সাহায্যকারী ক্রিয়া):

 be, am, is, are, was, were, been, being.


(be verb গুলিকে helping verb বা auxiliary verb ও বলা হয়  )

     

   Present       past             Past participle
      (V1 )          ( V2)                   (V3 )

     am/is/are  -   was/were  -     been


উদাহরণ:
I was at college- আমি কলেজে ছিলাম।
we were busy- আমরা ব্যস্ত ছিলাম।

Past indefinite tense তাই  be verb এর past form বসেছে।

 

পরিশেষে বলা যায়, অতীতকালের কোন সম্পাদিত কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে অর্থাৎ যার ফল এখন আর বিদ্যমান নেই এরূপ বোঝালে Past Indefinite Tense হয়।


Click here
Past indefinite tense examples
What is an Html Tag
ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করার নিয়মpresent perfect tense examples

 

 Click here


আশা করি, সবাই  Past Indefinite Tense সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তবে বাসায় চর্চা করতে হবে তাহলে এটি আরও অনেক সহজ মনে হবে। আপনারা নিজেরাই বাক্য গঠন করতে পারবেন। পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। আমার সাইটে  আবারও ভিজিট করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url