Past perfect tense structure | tense examples

 আশা করি বন্ধুরা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে Past Perfect Tense নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। আপনারা সহজে যাতে বিষয়টি বুঝতে পারেন। এর জন্য মনোযোগ সহকারে লেখাটি পড়তে থাকুন।


past perfect tense structure

Past Perfect Tense(পুরাঘটিত অতীত কাল ) :

       অতীতকালের সংঘটিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয়েছিল সেটি Past Perfect Tense  এবং যেটি পরে সংঘটিত হয়েছিল সেটি Past Indefinite Tense.
 
পূর্বে অথবা পরে কথাটি উল্লেখ থাকে তাই  Sentence টিতে before অথবা  after বসাতে হয়।
 
      পূর্বে কথাটি থাকলে   -  before
      পরে কথাটি থাকলে    - after


আরো পড়ুন

My Banglalink app login করার সহজ নিয়ম 

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়
Important question of the world cup football 2022


Structure : Past Perfect Tense এর সাথে তিনটি বিষয় জড়িত। যথা:


1. [Subject + had + মূল verb এর past participle form (V3)]

2. [ Past simple ( গঠন: Subject +  verb এর past অর্থাৎ V2)]
 

3. Before/After

বাংলায় চিনিবার উপায় :

    কোন কাজটি আগে ঘটেছে। সাধারণত কোন অতীত ঘটনার আগে ছিল, ছিলাম, ছিলে,ছিলেন, ল,লে,লাম,ত,তে,তাম,তেন ইত্যাদি থাকে।

উদাহরণঃ
সূর্য উঠার পূর্বে আমরা বাড়ি পৌঁছেছিলাম।
We had reached home before the sun rose.



ব্যাখ্যা : এই বাক্যে  দুইটি কাজের মধ্যে প্রথম এ যে কাজটি সংগঠিত হবে সেটি দিতে হবে, আমরা বাড়ি পৌঁছেছিলাম-
we had reached home. প্রথম কাজটি আগে লিখতে হবে, তারপর before(পূর্বে ), তারপর বাকি কাজটি দিতে হবে - সূর্য উঠার--the sun rose.

The train had left the station before he reached - সে স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিল।

I had come before the bell rang -  ঘন্টা বাজার পূর্বে আমি এসেছিলাম।

I had reached the school before the class started - আমি স্কুলে পৌঁছানোর পূর্বেই ক্লাস শুরু হয়েছিল।

The patient had died before the doctor  came - ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল।

I had gone to market before he came -  সে আসার পূর্বে আমি বাজারে গিয়েছিলাম।

 (Past perfect+ before + Past indefinite)



                   
       After


সূর্য উঠার পর আমরা বাড়ি পৌঁছেছিলাম।
We reached home after the sun had risen.

I knew everything  after I had gone there - আমি সেখানে যাওয়ার পরে আমি সমস্ত কিছু জানলাম।

(Past indefinite + after + Past perfect)



     verb এর present, past ও past participle form দেওয়া হলো :
     

present               past            past participle
reach(পৌঁছানো ) -    reached   -      reached
rise(
উঠা )     -            rose       -       rosen
leave (ত্যাগ করা)     -  left       -        left
come
(আসা) -            came   -          come
write
(লেখা)  -            wrote     -      written
retire(
কর্ম ত্যাগ করা) -  retired  -        retired
start
(শুরু)    -          started    -      started


* Since, as, when, while, before, after, as soon as, till, until, once, now than/ that ইত্যাদি সময়ব্যাপক conjunction দ্বারা যুক্ত খন্ডবাক্য এর একটি past indefinite tense হলে অপরটি past perfect tense হয়।


উদাহরণ :
As soon as  the rain had stopped,  they went home - বৃষ্টি থামার সাথে সাথে তারা বাড়ি চলে গেল।

As soon as he had seen me, he laughed aloud - আমাকে দেখার সাথে সাথে সে জোরে হেসে উঠল।

Now that they had completed  their work,  they started for home - তখন তারা তাদের কাজ শেষ করেছে তারা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।


* No sooner had I reached  the station than the train left - আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি ছেড়ে দিল।


 
(No sooner + had + subject + V3+ object+ than+ subject +V2)

No sooner had/hardly/ Scarcely had একই Structure হবে।



উদাহরণ :
Hardly had my uncle  touched the bird when it flew away - পাখিটি উড়ে যাওয়ার সময় আমার চাচা খুব কমই পাখিটিকে স্পর্শ করেছিলেন।


* অতীতের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা প্রকাশ করতে কখনো কখনো want,expect,hope,intend ইত্যাদি এর ক্ষেত্রে Past perfect tense ব্যবহৃত হয়।



উদাহরণঃ
l had wanted to help them but I did not -  
আমি তাদের সাহায্য করতে চেয়েছিলাম কিন্তুু করিনি।

We had expected that he would  able to do this - আমরা আশা করেছিলাম যে তিনি এটি করতে সক্ষম হবেন।

* Just এর ক্ষেত্রে একটি Past perfect tense হলে অপরটি Past indefinite tense হয়।



উদাহরণঃ
When I came he had just finished eating -  যখন আমি এলাম সে ঠিক তখনই খাওয়া শেষ করল।


 পরিশেষে বলা যায়, অতীতকালে সংগঠিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয়েছিল তাকে Past perfect tense  বলে।


Click here

টেলিটক সিম 4G করার নিয়ম 2022

Examples of past perfect tense

Windows 10 computer দিয়ে Wi-Fi চালানোর সহজ উপায়


click here

 

আশা করি, আপনারা সকলে Past perfect tense সম্পর্কে সুন্দর ভাবে বুঝতে পেরেছেন।আমার সাইটে আবারও ভিজিট করবেন সকলকে ধন্যবাদ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url