Tense Definition & Classification | Tense Examples

আজ আমি আপনাদের Tense নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন। তাহলে খুব সহজেই Tense সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন।


Tense definition & classification

Tense: 

ক্রিয়ার কালকে Tense বলে। অর্থাৎ কোন কাজ সম্পাদনের সময়কে Tense বলে। সেটি তিনটি সময় কে নির্দেশ করে অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল অথবা ভবিষ্যৎ কাল হতে পারে। তাহলে বলা যায়, কোন ঘটনা, কাজ কিংবা অবস্থার সময় বোঝাতে বাক্যে ক্রিয়ার যে বিভিন্ন রকম ব্যবহার করা হয় তাকে Tense বলে।


আরো পড়ুন 

FIFA world cup football 2022
life changing helpful think 
টেলিগ্রাম ব্যবহারের সুযোগ-সুবিধা গুলি
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়



উদাহরণঃ
I go to market - আমি বাজারে যাই।   

I went to market - আমি বাজারে গিয়েছিলাম।
I will go to market - আমি বাজারে যাব।

উপরের তিনটি Sentence লক্ষ্য করলে দেখা যাবে, Sentence তিনটিতেই সময় এর কথা উল্লেখ রয়েছে।

 প্রথম sentence এ বর্তমান সময়ের কথা বলা হয়েছে। এটি present tense বা বর্তমান কাল।

২য় sentence লক্ষ্য করলে দেখা যাবে, অতীত সময়ের কথা বলা হয়েছে। এটি past tense বা অতীতকাল।

৩য় sentence লক্ষ্য করলে দেখা যাবে, ভবিষ্যত সময়ের কথা বলা হয়েছে। এটি future tense বা ভবিষ্যৎকাল।



ইংরেজিতে Tense প্রধানত তিন প্রকার।

যথাঃ
 Tense(সময়/কাল):
1. Present Tense(বর্তমানকাল )
2. Past Tense (অতীতকাল)
3. Future Tense (ভবিষ্যৎ কাল)


1.Present Tense(বর্তমান কাল):

          কোন কাজ বর্তমান সময়ে সংঘটিত হলে তাকে Present tense বলে।
যেমনঃ লিটা ক্রিকেট খেলে  -  Lita plays cricket. 

Note: কাজটি বর্তমান সময়ে সংঘটিত বোঝাচ্ছে।


2.Past Tense ( অতীতকাল ):

     কোন কাজ যদি অতীতকালে সম্পন্ন হয়েছিল বোঝালে তাকে Past Tense বলে।
যেমনঃ লিটা ক্রিকেট খেলেছিল  - Lita played cricket. Note: কাজটি অতীত সময়ে সংঘটিত হয়েছিল বোঝাচ্ছে


3. Future Tense( ভবিষ্যৎ কাল):

       কোন কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এরকম বোঝালে তাকে Future tense বলে।
যেমনঃ লিটা ক্রিকেট খেলবে- Lita will play cricket.  Note: কাজটি ভবিষ্যতে সংঘটিত হবে বোঝাচ্ছে।

তিনটি Tense এর প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা যায়।


নিচে আপনাদের বোঝানোর সুবিধার জন্য প্রত্যেকটি Tense এর শ্রেণীবিভাগ দেখানো হলো:

 * Present tense :

    1. Present Indefinite/Simple Tense
    2. Present Continuous Tense
    3. Present Perfect Tense
    4. Present Perfect Continuous Tense



* Past Tense:


   1. Past Indefinite /Simple Tense
   2. Past Continuous Tense
   3. Past Perfect Tense
   4. Past Perfect Continuous Tense


* Future Tense:

   1. Future Indefinite /Simple Tense
   2. Future Continuous Tense
   3. Future Perfect Tense
   4. Future Perfect Continuous Tense 

 

আরো পড়ুন

Important question of the world cup football 2022
নগদ কাস্টমার কেয়ার নাম্বার
Present indefinite tense definition structure exercise in bangla




আমার পূর্ববর্তী Post গুলি সকলকে দেখার অনুরোধ রইল।কারণ আমি উপরে বর্ণিত ১২টি Tense সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছি। যাতে আপনারা অতি সহজেই প্রত্যেকটি Tense সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারেন। আশা করি, আমার সকল পোস্টগুলি পড়ার পর Tense সম্পর্কে আর কোন সমস্যাই থাকবে না। আপনারা আবারো আমার সাইটটি ভিজিট করবেন। সকলকে ধন্যবাদ।



     



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url