বিকাশ অ্যাপ ওপেন করে লগইন করার নিয়ম | How to bKash app log in

বর্তমানে বিকাশ খুবই জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিষেবার একটি নাম। বিকাশ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। কিন্তুু অনেকেই বিকাশ অ্যাপ কিভাবে চালু করতে হয় এটি সম্পর্কে জানেন না। বিকাশ অ্যাপ চালু করা অত্যন্ত সহজ। তাই আজ আমি আপনাদের শেখাবো কিভাবে বিকাশ অ্যাপ ইনস্টল করে ওপেন দিয়ে কিভাবে লগইন করতে হয়। এর জন্য মনোযোগ সহকারে আমার পোস্টটি পড়তে থাকুন। আপনাদেরই উপকারে আসবে।

 

বিকাশ অ্যাপ ওপেন করে লগইন করার নিয়ম

বিকাশ অ্যাপ ওপেন করে লগইন করার নিয়ম নিম্নরূপ:

বিকাশে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকার কারণে বর্তমানে অনেকেই এটি ব্যবহার করছে। তাই বর্তমানে বিকাশের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আরো পড়ুন 

জীবনে করণীয় বিষয়

My Banglalink app login করার সহজ নিয়ম

নগদ কাস্টমার কেয়ার নাম্বার


১.বিকাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে বিকাশ লিখে সার্চ দিবেন।

২.সার্চ দিলে বিকাশ অ্যাপটি দেখতে পারবেন।

৩.এখান থেকে ইনস্টল এ ক্লিক করবেন। তারপর আপনাকে অ্যাপ ডাউনলোডের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ।

৪.ডাউনলোড প্রক্রিয়াটি শেষ হলে বিকাশ অ্যাপটি আমাদের মোবাইলে ইন্সটল হবে।

৫.অ্যাপটি ইন্সটল হলে open লেখায় ক্লিক করবেন।

৬.Open এ ক্লিক করলে আপনার কাছে কিছু পারমিশন চাইবে। আপনি সবগুলি allow তে ক্লিক করবেন।

৭. তারপর এখান থেকে No thanks এ ক্লিক করব।

৮.যে ইন্টারফেস আসবে, সেখানে লগইন বাটনে ক্লিক করবেন।

৯.যে ইন্টারফেস আসবে, সেখানে মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী লেখায় ক্লিক করবেন।

১০.তখন আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড এর SMS আসবে।

১১.যে এসএমএসটি আসবে সেখানে একটি পিন কোড দিবে

১২.এই পিন কোডটি রেজিস্ট্রেশন কোড লেখার নিচে লিখে দেবেন।

১৩.যদি লিখতে না চান তাহলে allow তে ক্লিক করবেন তাহলে অটোমেটিক্যালি কোডটি বসে যাবে।

১৪.তারপর কনফার্ম করুন এই বাটনে ক্লিক করবেন।

১৫.তারপর আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বারটি দিয়ে পরবর্তী লেখাতে ক্লিক করুন।

১৬.যে ইন্টারফেস আসবে, আপনার নাম ঠিক করুন লেখা থাকবে এই ইন্টারফেস থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন।

১৭.এরপর যে ইন্টারফেস আসবে, বিকাশ প্রোফাইল এ আপনার যে ছবিটি দেওয়া আছে উক্ত ছবিটি অন্য বিকাশ একাউন্ট ব্যবহারকারীর  কাছে শেয়ার করতে চাইলে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি শেয়ার করতে না চান তাহলে টিকটি উঠিয়ে দিবেন।
 
 Note:আবার বিকাশ প্রোফাইলে আপনি ছবি ব্যবহার নাও করতে পারেন।

১৮.তারপর শুরু করুন এই বাটনটিতে ক্লিক করবেন।

১৯.তাহলে বিকাশ অ্যাপ এর যে ইন্টারফেসটি আছে সেটি open হবে। অর্থাৎ সেখানে বিকাশের সকল সার্ভিস গুলি দেখতে পাবেন।

২০.এখান থেকে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, পে বিল সহ আরো অন্যান্য বিকাশ সার্ভিসগুলি ব্যবহার করতে পারবেন।

 

পরিশেষে বলা যায় বিকাশ হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী সংস্থা। বিকাশ এ অনেক সুযোগ-সুবিধা প্রদান করার কারণে অধিকাংশ মানুষই বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকে।


 আরো পড়ুন

টেলিটকে ১৭ টাকায় ২ জিবি অফার
How to check GP minute balance
থাই জামরুল গাছ চেনার সহজ উপায়             
Upay account balance check


CLICK HERE


আমার সাইটিতে ভিজিট করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বিকাশ এর ব্যবহার ও সুযোগ সুবিধা নিয়ে আমার সাইটে অনেকগুলি পোস্ট দিয়েছি। ভিজিট করলে আপনাদেরই অনেক উপকারে আসবে। বিকাশ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন। আপনারা আবারও আমার সাইটিতে ভিজিট করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url