বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ | পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম।


বিকাশ হচ্ছে লেনদেনের সবচেয়ে সহজ ও দ্রুততম মাধ্যম। বিকাশের অনেক সুযোগ সুবিধা রয়েছে। বিকাশ ব্যবহারের মাধ্যমে সকলেই অনেক উপকৃত হচ্ছে। তাই বিকাশের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিকাশ আমাদেরকে অনেক সুযোগ সুবিধা প্রদান করে থাকে। তার মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ অন্যতম। ঘরে বসেই আমরা খুব সহজেই, অতি দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি। এটি অত্যন্ত সহজ একটি বিষয়। আজ আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন।


বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ

বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নিয়মঃ

বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা অত্যন্ত সহজ। আপনাদের মধ্যে অনেকেই আছেন বিদ্যুৎ বিল পরিশোধের জন্য ব্যাংকে যেতে চান না ঘরে বসেই এই কাজটি করতে চান। এর জন্য সহজ একটি উপায় বা মাধ্যম বের করেছে বিকাশ। বিকাশের মাধ্যমে আপনি অতি দ্রুত খুব সহজেই ঘরে থেকেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। বিকাশের মাধ্যমে  যে কোন মাসের বিদ্যুৎবিল পরিশোধ করা যায়। আর যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি ঘরে বসেই বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন।


 আরো পড়ুন

Upay account balance check

দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন

 জামরুলের মোরব্বা

 আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়

বিকাশ অ্যাপ এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ এর নিয়ম নিম্নরূপঃ

১. সর্বপ্রথম আপনাকে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

২. এরপর বিকাশ অ্যাপ এ আপনার বিকাশ একাউন্টটি লগইন করুন।

৩. এরপর আপনার ব্যালেন্সটা দেখে নিবেন কত টাকা আছে।

৪. বিকাশ অ্যাপ এ লগইন করার পর বিকাশের সকল সার্ভিস গুলি দেখতে পারবেন।

বিকাশ অ্যাপ ওপেন করে লগইন করার নিয়ম

৫. যেহেতু আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করব সেহেতু এখান থেকে pay bill অপশন এ ক্লিক করবো।

৬. যে ইন্টারফেস আসবে, সেখানে দেখতে পাবেন  Enter organisation name of type. এখানে আপনি কিসের বিল পরিশোধ করবেন তা লিখে দিতে হবে।

৭. নিচের দিকে লক্ষ্য করবেন কিছু অপশন আছে। ওখান থেকে যে বিল সংক্রান্ত উক্ত বিলটি সিলেক্ট করবেন।

৮. যেহেতু আমরা বিদ্যুৎ বিল সংক্রান্ত বিলটি পরিশোধ করব সেহেতু  electricity তে ক্লিক করব।

৯. যে ইন্টারফেস আসবে,একটু নিচের দিকে গেলে দেখতে পারবো অনেকগুলো অপশন আছে। যেমনঃ পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এরকম আরো অপশন।

এর সবগুলোই আপনি বিকাশ এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

১০. আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ এর পোস্ট পেইড বিল দিব। সেজন্য পোস্টপেইড সিলেক্ট করে দিলাম।

১১. যে ইন্টারফেস আসবে, সেখানে bill period এর মাস ও বছর লেখা আছে।

১২. মাস ও বছরে ক্লিক করে আপনি যে মাসের বিদ্যুৎ বিল টি পরিশোধ করবেন উক্ত  মাসবছর select করে দিবেন।

১৩. এরপর যেখানে Enter SMS Account  Number লেখা আছে, সেখানে SMS Account Number টি দিতে হবে।

১৪. নাম্বারটি দেওয়ার জন্য আপনার বিদ্যুৎ বিলটি হাতে নিয়ে দেখবেন উপরে
SMS Bill No.
SMS Account No.    থাকবে।

১৫. ওখান থেকে SMS Account No. টি লিখে দিবেন।

১৬. লিখে দেওয়ার পর প্রসেস টু পে একটি অপশন থাকবে। উক্ত option টিতে ক্লিক করব।

১৭. যদি বিল সম্পর্কিত যাবতীয় তথ্য না জানা থাকে তাহলে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিলেই ওই মাসে যাবতীয় তথ্য সবকিছু দেখা যাবে। যেমনঃ কত তারিখের মধ্যে বিল পরিশোধ করতে হবে,  বিলে টাকার পরিমাণ কত, কোন মাসের বিল, বিলটি পরিশোধ করা হয়েছে কিনা প্রভৃতি।

১৮. এরপর, Tap to continue তে ক্লিক করতে হবে।

১৯. যে ইন্টারফেস আসবে সেখানে বিকাশ একাউন্টের ৫ সংখ্যার পিন নাম্বারটি দিতে হবে যেটি দিয়ে আপনি লগইন করেছেন।

২০. এরপর যে ইন্টারফেস আসবে, সেখানে সকল তথ্যই থাকবে আপনাকে আবারো দেখে নিতে হবে তথ্যগুলি সঠিক দিয়েছেন কিনা তারপর, এরো বাটনে ক্লিক করব।

২১. যে ইন্টারফেস আসবে, সেখানে Confirm to pay bill এ মোট টাকা কত, নতুন ব্যালেন্স কত, এসএমএস বিল, অ্যাকাউন্ট নাম্বার প্রভৃতি থাকবে।

২২. এখান থেকে একেবারে নিচের দিকে লেখা
Tap and hold to pay Bill চাপ দিয়ে ধরে রাখবো।

তারপর দেখতে পারবেন Your pay Bill is successful

২৩. কখন, কোন সময়ে, কোন মাসে, কত টাকা,  কত তারিখে জমা করেছেন তার বিস্তারিত তথ্য লেখা আসবে।
অর্থাৎ আপনার টাকাটা জমা দেওয়া হয়েছে।

২৪. যে ইন্টারফেস আসবে, সেখানে দেখতে পাবেন Get your Bill Receipt.

২৫. উক্ত বিলটি নিতে চাইলে আপনি download Recept এক্লিক করবেন।

২৬. ক্লিক করলে Bill information যেমনঃ  Organisation name, Bill month, Bill Account Number, Bill Amount তথ্য চলে আসবে। এবং

Payment information যেমনঃ Payment date, bKash Account Number, Transaction id ইত্যাদি।

এটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখবেন।

২৭. এরপর, আমাদের মোবাইলে  Bill paid successfully লেখার SMS চলে আসবে। এসএমএসে আপনি যেখানে আপনি বিল পরিশোধ করেছেন প্রতিষ্ঠানের নাম এর নাম, এসএমএস অ্যাকাউন্ট number,ডেট, টাইম ইত্যাদি বিষয়ে দেখতে পারবেন।

এবার আপনি ১০০% নিশ্চিত হবেন, আপনার বিলটি পরিশোধ করা হয়েছে।

 

 পরিশেষে বলা যায়,আপনারা আমার লেখাটি  মনোযোগ দিয়ে ভালোভাবে পড়বেন। তাহলে আপনারা নিজেরাই বাসায় থেকে bkash App এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এর জন্য আপনাদের কষ্ট করে ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই।


 Click here

বিকাশ একাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম
টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়


Click here


আমার সাইটিতে ভিজিট করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বিকাশ অ্যাপ এর ব্যবহার ও সুযোগ সুবিধা নিয়ে আমার সাইটে অনেকগুলি পোস্ট দিয়েছি। ভিজিট করলে আপনাদেরই অনেক উপকারে আসবে। বিকাশ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন। আপনারা আবারও আমার সাইটিতে ভিজিট করবেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url