Bkash PIN Reset | বিকাশ পিন ভুলে গেলে /লক হলে নিজেই ঠিক করুন।

আপনি যদি আপনার ভুলে যাওয়া মেনু PIN টি সেট করতে চান তাহলে আপনার কিছু সহজ করনীয় বিষয় রয়েছে। আপনি নিজেই তার  সমাধান করতে পারেন। আজ আমি বিকাশ PIN ভুলে গেলে বা লক হলে নিজেই কিভাবে Bkash PIN Reset করবেন এ সম্পর্কে আলোচনা করব। এর জন্য আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন।

 

bkash pin reset

বিকাশ পিন ভুলে গেলে  বা লক হলে করণীয় বিষয় নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলোঃ

কোন কারনে বিকাশ পিন যদি ভুলে যান তাহলে অতি সহজেই কিছু নিয়ম মেনে আপনি নিজেই তা সমাধান করতে পারেন অর্থাৎ বিকাশ পিন রিসেট করতে পারেন।

 আরো পড়ুন 

 আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়

 থাই জামরুল গাছ চেনার সহজ উপায়

 থাই সফেদা গাছে বেশি ফলন পেতে করনীয়

Bkash PIN Reset :

১. আপনি যদি আপনার ভুলে যাওয়া মেনু PIN টি সেট করতে চান, তাহলে প্রথমে আপনাকে সেই সিম থেকে *274# লিখে ডায়াল করতে হবে।
Note : শুধুমাত্র কোড ডায়াল করে মেনু PIN টি Reset করতে পারবেন। কিন্তুু বিকাশ অ্যাপ এর মাধ্যমে এটি করতে পারবেন না।



২. যে ইন্টারফেস আসবে, সেখানে Reset PIN লেখা কত নাম্বারটিতে আছে। যে নাম্বারটিতে লেখা থাকবে উক্ত নাম্বারটি cancel লেখার উপরে লিখবেন এবং send এ ক্লিক করবেন।

Note: আমার Reset Pin কথাটি 9 নম্বরে লেখা আছে তাই cancel লেখার উপরে 9 লিখে send এ ক্লিক করব।

৩. তারপর যে ইন্টারফেস আসবে, আপনি বিকাশ একাউন্ট এ কি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটি দিয়ে send এ ক্লিক করবেন।

Note: আমি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম। তাই এনআইডি নাম্বারটি cancel লেখার উপরে লিখে send এ ক্লিক করব।

৪. এরপর যে ইন্টারফেস আসবে, সেখানে আপনার জন্ম সাল চাইবে সেটি লিখে দিয়ে send এ ক্লিক করবেন।

৫. এরপর যে ইন্টারফেস আসবে, আগের ৯০ দিনে আপনি কোন ট্রানজেকশনটি করেছেন। এই ইন্টারফেস এর তথ্যগুলি থেকে  select করে দিয়ে দিবেন।

Note: আমি মোবাইল রিচার্জ করেছিলাম এটি 2 নাম্বার অপশনে আছে। Cancel লেখার উপরে 2 লিখে Send এ ক্লিক করব।

৬.  যে ইন্টারফেস আসবে সেখানে বলা থাকবে আপনি কত টাকা রিচার্জ করেছিলেন।


Note: আমি ৫০ টাকা রিচার্জ করেছিলাম। তাই cancel লেখার উপরে ৫০ লিখে Send এ ক্লিক করব।

৭.  আপনার সেটে দুইটি ম্যাসেজ চলে আসবে।

৮. প্রথম মেসেজে লেখা থাকবে, Your Account  PIN has been Reset successfully. অর্থাৎ আপনার অ্যাকাউন্ট PIN টি পুনরায় সেট করা হয়েছে।

৯.  আরেকটি মেসেজে লেখা থাকবে, আপনাকে অস্থায়ী PIN Number দিয়ে দিবে এটি আপনি ব্যবহার করবেন। এই পিনটা কে আপনি old pin হিসাবে ব্যবহার করবেন।

১০. এবার *247# লিখে ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন।

১১. তারপর দেখবেন 1 নম্বরে লেখা আছে, 1.My bKash.  cancel  লেখার উপরে 1 লিখে send এ ক্লিক করবেন।

১২. তারপর যে ইন্টারফেস আসবে,  1. Change mobile PIN লেখা দেখতে পাবেন। cancel  লেখার উপরে 1 লিখে send এ ক্লিক করবেন।


১৩. যে ইন্টারফেস আসবে, এখানে Old PIN দিতে বলবে। অর্থাৎ SMS এর মাধ্যমে যে PIN টি আপনাকে দিয়েছিল। Cancel লেখার উপরে PIN টি লিখে  send এ ক্লিক করবেন।

১৪. যে ইন্টারফেস আসবে, সেখানে  ডিজিটের নতুন PIN দিতে হবে।

Note : মনে রাখতে হবে New PIN অবশ্যই ৫ ডিজিটের হতে হবে। অর্থাৎ শুধু  টি সংখ্যা ব্যবহার করতে হবে। পূর্বে ব্যবহৃত হয়েছে এমন কোন PIN দেওয়া যাবে না।

১৫. যে ইন্টারফেস আসবে, এখানে এইমাত্র যে New PIN  নাম্বারটি দিয়েছেন সেই একই PIN আবারও লিখে দিবেন এবং Send এ  ক্লিক করবেন।ক্লিক করার পর একটি লেখা দেখতে পারবেন।অর্থাৎ Your mobile  manu PIN has been changed successfully.  অর্থাৎ আপনার মোবাইল মেনু পিন সফলভাবে পরিবর্তন করা হয়েছে।

আপনার বিকাশ পিন নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে এবং এটি দিয়েই এখন বিকাশের সকল কার্যক্রমও চালাতে পারবেন।

 

পরিশেষে বলা যায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যদি আমার লেখাটি  মনোযোগ দিয়ে ভালোভাবে পড়েন তাহলে আপনারা নিজেরাই  bkash PIN Reset করতে পারবেন। অর্থাৎ এই সমস্যাটি সমাধান করতে পারবেন।


 আরো পড়ুন

My Gp App login system 2022

Gp Internet Offer 2022

টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়




click here



আমার সাইটিতে ভিজিট করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আরো অনেক বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমার সাইটে পোস্ট করি। আমার সাইটে ভিজিট করলে আপনাদেরই অনেক উপকারে আসবে। অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। আপনারা আবারও আমার সাইটিতে ভিজিট করবেন।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url