Blog Post এ Internal link যুক্ত করার নিয়ম | How to add internal link in blog post

আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি । ব্লগের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ আমি আপনাদের ব্লগ পোস্টে কিভাবে Internal link যুক্ত করতে হয়। এই বিষয়টি নিয়ে আলোচনা করব।এটি অত্যন্ত সহজ একটি কাজ। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন। 

 
Blog Post এ Internal link যুক্ত করার নিয়ম
 

Blog Post এ Internal link যুক্ত করার নিয়ম:

আমরা ব্লগ পোস্টে অন্য একটি পোস্টকে একসাথে হাইলাইট করতে ইন্টারনাল লিংক ব্যবহার করে থাকি। Internal link এ ক্লিক করলে আপনার ব্লগ সাইটের ভিতরের অন্য একটি পোস্ট ওপেন হয়। যদি আপনার পোস্টটিতে Internal link করা থাকে। তবে যে পোস্টের সাথে Internal link করা থাকবে উক্ত পোস্টটিই ওপেন হবে। একটি পোস্ট পড়ার পর একই সাথে আপনি ঐ সাইটের আরেকটি পোস্ট পড়তে পারবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধরুন, আপনি একটা Post পড়ছেন ঐ পোস্টটি আপনার খুব ভালো লেগেছে ঐ রিলেটেড কিছু তথ্য  আরেকটি post এর সাথে ইন্টারনাল লিংক এর মাধ্যমে করা থাকলে আপনি যদি ওই লিংকে ক্লিক করেন তাহলে বাকি তথ্যগুলিও আপনি পড়তে পারবেন। এতে করে আপনারই সুবিধা হবে। বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন। সেজন্য ব্লগের ক্ষেত্রে Internal link খুবই গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন 

থাই জামরুল গাছ চেনার সহজ উপায় 
দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

Blog Post এ Internal link যুক্ত করার নিয়ম নিম্নরূপঃ

১. Blog Post এ Internal link যুক্ত করার জন্য সর্বপ্রথম আপনাকে যেকোনো ব্রাউজারে গিয়ে যে পোস্টে Internal link করবেন উক্ত পোস্ট এর লিংক কপি করে নিতে হবে।

আপনারা যদি blog post link কিভাবে কপি করতে হয় না জানেন তাহলে নিচের লিংকে ক্লিক করে সেখান থেকে শিখতে পারেন।

Blog post এর Link বা URL copy করার নিয়ম

২. তারপর blogger এ এসে একটি পোস্ট ওপেন করবেন। অর্থাৎ যে পোস্টটির সাথে অন্য একটি পোস্ট এর Internal link করতে চান।

৩. Internal link যে কোন জায়গায় করতে পারেন। তবে, উপরের অংশে অথবা নিচের অংশে দিলে ভালো হয়।

৪.  উপরের অংশে বা নিচের অংশে যে পোস্টটির Internal link করতে চান উক্ত পোস্টের Title টি লিখবেন।

Note: Title টি copy করেও দিতে পারেন।

৫. লেখার পর বা copy করার পর সিলেক্ট করে উপরের দিকে লিংক অপশন আছে।

৬. সিলেক্ট করে লিংকে ক্লিক করবেন।

৭. লিংকে ক্লিক করার সাথে একটি বক্স দেখতে পারবেন।

৮. প্রথম লাইনে লেখা থাকবে, Text to display এখানে আপনি যে টাইটেলটি  সিলেক্ট করেছেন উক্ত টাইটেলটি দেখতে পারবেন।

৯. তার নিচের লাইনে দেখতে পারবেন Paste or search for a link এখানে আপনি যে লিংকটি ল করে এনেছেন উক্ত লিংকটি দিবেন।

১০. Paste or search for a link লেখার ওখানে ক্লিক করে ধরে রাখবেন তাহলে paste কথাটা লেখা আসবে।

১১. Paste কথাটি লেখা আসলে paste এর উপরে ক্লিক করবেন। তাহলে copy করা লিংকটি ওখানে paste হয়ে যাবে।

১২. তারপর ওখান থেকে Apply লেখাতে ক্লিক করবেন।

১৩. তারপর দেখতে পারবেন আপনি যে লেখাটি সিলেক্ট করে Internal link করেছেন উক্ত লেখার উপরে নীল কালার হয়েছে।

১৪. link সঠিকভাবে করা হয়েছে কিনা এটি দেখার জন্য যে কোন ব্রাউজারে প্রবেশ করবেন।

১৫. যে পোস্টটিতে লিংক করেছেন। উক্ত পোস্টটি ওপেন করবেন।

১৬. ওই পোস্টটিতে যে অংশে লিংক করেছেন উক্ত লেখায় ক্লিক করবেন।

১৭.  ক্লিক করার পর যদি Internal link করা পোস্টটিই ওপেন হয়। তাহলে বুঝবেন আপনার Internal link করাটা সঠিক হয়েছে।

 

 পরিশেষে বলা যায়, এভাবে খুব সহজেই Internal link করা যায়। প্রথম প্রথম বিষয়টি কঠিন মনে হলেও এটি অত্যন্ত সহজ। আশা করি, মনোযোগ দিয়ে পোস্টটি কয়েকবার পড়লে আপনার কাছে Internal link তৈরি করাটা খুবই সহজ হবে।

 

 মুখে বলবেন বাংলা লেখা হবে নিচের এই link এর পোস্টটি পড়বেন।

Ridmik keyboard settings
থাই পেয়ারা গাছে কলম করার সহজ উপায়
how to Banglalink new internet offer


click here



আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো প্রয়োজনীয় অনেক তথ্য আপনারা পাবেন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url