Future Perfect Tense Examples | 15 Examples Of Future Perfect Tense
আপনাদের সহজভাবে বোঝানোর সুবিধার জন্য পূর্বেই Future Perfect Tense নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা ঐ পোস্টটি দেখার পর এই পোস্টটি বাসায় চর্চা করবেন।
Future Perfect Tense এর উদাহরণ নিম্নরূপঃ
I will have done the homework before dad comes - বাবা আসার আগে আমি বাড়ির কাজটি সম্পন্ন করে থাকবো।
The meeting will have ended by 8 o'clock - মিটিংটা আটটার মধ্যে শেষ হয়ে থাকবে।
They will have finished the work before you reach - তুমি পৌঁছানোর আগে তারা কাজটি শেষ করে ফেলবে।
I shall have gone there before you come - তুমি আসার আগে আমি সেখানে চলে যাব।
At 8o'clock I will have left - আমি ৮ টার সময় চলে যেয়ে থাকবো।
He will have reached home by this time - সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে।
I shall have done the work by the next month - আগামী মাসের মধ্যে আমি কাজটি করে ফেলব।
I will have finished the cook by 7am - আমি সকাল সাতটার মধ্যে রান্না শেষ করে থাকবো।
He will have gone there before I come - আমি আসার আগে সে সেখানে চলে যাবে।
They will have finished the work before you reach - তুমি পৌঁছানোর আগে তারা কাজটি শেষ করে ফেলবে।
We shall have met him before he leaves - সে চলে যাওয়ার আগে আমরা তার সাথে দেখা করব।
Kaya will have told before Lily tells - কেয়া বলার আগে লিলি বলবে।
I shall have finished my lesson before they come - তারা আসার আগে আমি পড়া শেষ করব।
আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন।