Future Perfect Tense Examples | 15 Examples Of Future Perfect Tense

আপনাদের সহজভাবে বোঝানোর সুবিধার জন্য পূর্বেই Future Perfect Tense নিয়ে বিস্তারিত  আলোচনা করেছি। আপনারা ঐ পোস্টটি দেখার পর এই পোস্টটি বাসায় চর্চা করবেন।


Future perfect tense examples

Future Perfect Tense এর উদাহরণ নিম্নরূপঃ

I will have done the homework before dad comes - বাবা আসার আগে আমি বাড়ির কাজটি সম্পন্ন করে থাকবো।

The meeting will have ended by 8 o'clock - মিটিংটা আটটার মধ্যে শেষ হয়ে থাকবে।

They will have finished the work before you reach - তুমি পৌঁছানোর আগে তারা কাজটি শেষ করে ফেলবে।

I shall have gone there before you come - তুমি আসার আগে আমি সেখানে চলে যাব।

At 8o'clock I will have left - আমি ৮ টার সময় চলে যেয়ে থাকবো।

He will have reached home  by this time -  সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে।

I shall have done the work by the next month - আগামী মাসের মধ্যে আমি কাজটি করে ফেলব।

I will have finished the cook by 7am - আমি সকাল সাতটার মধ্যে রান্না শেষ করে থাকবো।

He will have gone there before I come - আমি আসার আগে সে সেখানে চলে যাবে।

They will have finished  the work  before you reach -  তুমি পৌঁছানোর আগে তারা কাজটি শেষ করে ফেলবে।

We shall have met him before he leaves - সে চলে যাওয়ার আগে আমরা তার সাথে দেখা করব।

Kaya will have told before Lily tells -  কেয়া বলার আগে লিলি বলবে।

I shall have finished my lesson before they come -  তারা আসার আগে আমি পড়া শেষ করব।


Click here

Present perfect tense examples

Present indefinite tense examples

FIFA world cup football 2022

Important question of the world cup football 2022

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

Future indefinite tense examples

মোবাইলে কোড ডায়াল করে বিকাশ পিন পরিবর্তন

 

Click here


আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম বিভিন্ন বিষয়ের তথ্য প্রথম আমার সাইটটিতে পাবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url