Gboard App Setting | বাংলা লিখলে খুব সহজেই ইংরেজি লেখা হয়ে যাবে।

আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইংরেজিতে সুন্দর করে মেসেজ পাঠাতে পারেন না। তাদের জন্য আজকে আমার এই লেখাটি। যারা ইংরেজিতে মেসেজ লিখতে পারেন না বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদেরকে আলোচনা করব কিভাবে বাংলা লিখলেই সাথে সাথে ইংরেজি লেখা হয়ে যাবে এবং এটি আপনি send করতে পারবেন। এর জন্য আপনাকে কিছু সেটিং ঠিক করে নিতে হবে। এই সেটিংগুলি খুবই সহজ। তাই মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন।


Gboard app setting

বাংলা লিখলে সাথে সাথে ইংরেজি লেখা হয়ে যাবে এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলোঃ

১. সর্বপ্রথম আপনাকে Net Connection on করতে হবে।

২.বাংলা লিখলে সাথে সাথে ইংরেজি লেখা হয়ে যাবে এটি করতে আপনাকে একটি অ্যাপ এর দরকার হবে।

৩.তাই গুগল প্লে স্টোরে গিয়ে Gboard লিখে সার্চ দিবেন।

৪.এরপর Gboard লেখা চলে আসবে। এটি install এ ক্লিক করবেন।

৫.এরপর দেখবেন ইনস্টল হলে open লেখাটি লেখা আছে। আপনারা open এ ক্লিক করবেন।

৬.open  এ ক্লিক করার পর যে ইন্টারফেস আসবে, ওটাকে বামদিকে ঠেলে দিবেন।

৭.তারপর DONE  লেখা একটি অপশন পাবেন। DONE এ ক্লিক করবেন।

৮.তারপর যে ইন্টারফেস আসবে, সর্ব প্রথমে Languages লেখা দেখতে পাবেন।

৯. Languages এ ক্লিক করবেন।

১০.ওখানে একটু নিচের দিকে  ADD KEYBOARD লেখা আছে। ADD KEYBOARD এ ক্লিক করবেন।

১১. তারপর একটু নিচের দিকে যে ইন্টারফেস দেখবেন, সেখানে বাংলা লেখা কোথায় আছে সেটি খুঁজবেন।

১২. সরাসরি Bangla লেখায় ক্লিক করবেন।

১৩. যে ইন্টারনেট আসবে, Bangla(Bangladesh) এ সিলেক্ট করব। অর্থাৎ ক্লিক করব।

Note: অন্য দেশের হলে সেটি সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বাংলাদেশের সেহেতু বাংলাদেশ সিলেক্ট করেছি।

১৪. তারপর যে ইন্টারফেস আসবে, লক্ষ্য করবেন নিচের ডান দিকে DONE লেখা আছে। Done এ ক্লিক করবেন।

১৫. তারপর উপরের দিকে ফোনের ব্যাক বাটন আছে, ব্যাগ বাটনে ক্লিক করবেন।

১৬. এরপর যে ইন্টারফেস পাবেন অর্থাৎ settings. settings এর নিচের অপশনগুলিতে Advanced নামে একটি  option পাবেন এটিতে ক্লিক করবেন।

১৭.যে ইন্টারফেস আসবে, সেখানে share snippets অপশন দেখতে পাবেন। এই অপশনটি অন করে আমরা ওখান থেকে ব্যাক করব।

১৮. তারপর আমরা যেকোনো একটি সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে প্রবেশ করবো। আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যম। যেমনঃ facebook, messenger, whatsapp, imo ইত্যাদি।

১৯. আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম।

২০. তারপর মেসেজ টাইপের উপরে ক্লিক করব। ক্লিক করার পর যে কীবোর্ড দেখাবে সেটিতে হবে না। আপনাকে Gboard সিলেক্ট করতে হবে।

২১. তাই আমরা মেসেজে ক্লিক করব। মেসেজে ক্লিক করলে নিচের দিকে যখন কিবোর্ডটি আসবে তখন উপরে স্ক্রিন টেনে নামাবো।

২২. মোবাইলের উপরের স্ক্রিন টেনে নামালে আমাদের জিবোর্ড নামে একটি অপশন চলে আসবে।

২৩. Gboard এর উপর ক্লিক করবেন।

২৪. তারপর যে ইন্টারফেস আসবে, step 1 লেখার একটু নিচে Enable In setting এ ক্লিক করবেন।

২৫. তারপর Gboard একটি অপশন দেখতে পাবেন। সেটি on করে Ok করে দিবেন। তাহলে এটি enable হয়ে যাবে।

২৬. তারপর যে ইন্টারফেস আসবে, Step 2 লেখা দেখবেন। একটু নিচে select input method এ ক্লিক করবেন। এখান থেকে Gboard এর উপরে ক্লিক করবেন, তারপর DONE.

২৭. তারপর হোয়াটসঅ্যাপ মেসেজে গিয়ে মেসেজ লেখার অপশনের বাম পাশের নিচের লাইনে G লেখা অপশনে ক্লিক করবেন।

২৮. ক্লিক করলে দেখতে পারবেন Translator একটি অপশন চলে এসেছে।Translator অপশনটি GIF লেখার ডান পাশে দেখতে পারবেন।

২৯. এ অপশনটিতে ক্লিক করে ওকে দিবেন।

৩০. এরপর দেখতে পারবেন উপরে একটি ও নিচে একটি মেসেজ লেখার বক্স লাইন চলে এসেছে।

৩১. মেসেজ লেখা নিচের লাইনে Detect Language লেখা অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করবেন।

৩২. যেহেতু আমরা চাই বাংলায় লিখলে ইংরেজি হবে তাই Bengali তে ক্লিক করবেন।

৩৩. তারপর দেখতে পারবেন মেসেজ লেখার বাম দিকে Bengali লেখা ও ডান দিকে English লেখা। অর্থাৎ আপনি বাংলায় লিখবেন সাথে সাথে ইংরেজি হয়ে যাবে।

৩৪. এবার আমরা বাংলা লিখে দেখব ইংরেজি হয় কিনা।

৩৫. আমি নিচে বাংলায় লিখছি উপরে ইংরেজি হয়ে যাচ্ছে। তারপর ডান পাশে সেন্ড অপশনে ক্লিক করে সেন্ড করব মেসেজটি।

৩৬. দেখতে পেলাম মেসেজটি বাংলায় লিখেছি ইংরেজিতে সেন্ড হয়েছে।

৩৭. আমার সেটিং টা সঠিকভাবে করা হয়ে গেছে যার কারণে বাংলা লিখছি সেন্ড করলে ইংলিশে সেন্ড হচ্ছে।

৩৮. মেসেজ সেন্ড করার পর দেখবেন দুইটি বক্স কিন্তুু চলে গেছে।

৩৯. এর জন্য আপনাকে নতুন করে মেসেজ পাঠানোর জন্য G অপশনে ক্লিক করবেন। তারপরে translate অপশনে ক্লিক করবেন।তাহলে আপনি বাংলায় লিখবেন ইংরেজি হয়ে যাবে।

Note: আপনি যতবার মেসেজ পাঠাতে যাবেন ততবারই G অপশনে ক্লিক করবেন। তারপর translate অপশনে ক্লিক করবেন। তাহলে বাংলায় মেসেজ লিখে send  করলে তা ইংরেজি হয়ে যাবে।


পরিশেষে বলা যায়, যে কোন মেসেজ বাংলায় লিখলে দ্রুত ইংরেজি হয়ে যাবে আপনারা যদি উপরে লেখাটি যথাযথভাবে পড়েন এবং জিবোর্ড অ্যাপটি আমি যেভাবে লিখেছি তা পড়ে সুন্দর করে সেটিং করেন। তাহলে খুব সহজে বাংলা লিখলে ইংরেজি হয়ে যাবে এবং অন্যকে সেন্ড করতে পারবেন।


আরো পড়ুন

Ridmik keyboard settings
How to check GP minute balance

 


Click here


আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশাকরি, আপনারা আবারো আমার সাইটটি ভিজিট করবেন।






 








Next Post Previous Post
No Comment
Add Comment
comment url