How to cash out from bkash | এজেন্ট থেকে ক্যাশ আউট করার নিয়ম।

মোবাইলে কোড ডায়াল করে Agent এর মাধ্যমে Bkash Account এর টাকা Cash out করা অনেক সহজ একটি বিষয়। আজ আমি এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করছি। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন।


How to cash out from bKash

মোবাইলের কোড ডায়াল করে এজেন্ট এর মাধ্যমে cash out পদ্ধতি :

আরো পড়ুন 

খুব সহজেই উপায় মোবাইল রিচার্জ
দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন

খুব সহজেই নগদ উপবৃত্তির টাকা দেখুন


 ১. আপনি যদি মোবাইলে কোড ডায়াল করে cash out করতে চান। প্রথমে আপনাকে সেই সিম থেকে *274# লিখে ডায়াল করতে হবে।

২.যে ইন্টারফেস আসবে, সেখানে Cash out অপশনটি দেখতে পাবেন।

৩. তারপর Cash out অপশনটি কত নাম্বারটিতে আছে সেটি cancel লেখার উপরের লাইনে লিখে send এ ক্লিক করবেন।

note: আমার Cash out লেখাটি নম্বরে আছে। তাই cancel লেখার উপরের লাইনে লিখে send এ ক্লিক করব।

২. যে ইন্টারফেস আসবে, সেখানে দুটি পদ্ধতি চলে আসবে।
1. From Agent
2. From ATM

Note: এজেন্টের মাধ্যমে প্রায় সব স্থানেই প্রচালিত। তাই আমরা Agent এর মাধ্যমে Cash out করব।


৪. তারপর যে ইন্টারফেস আসবে, সেখানে আপনি যার মাধ্যমে টাকাটা তুলতে চাচ্ছেন অর্থাৎ Agent এর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা Agent এর কাছ থেকে নিয়ে উক্ত number টি cancel লেখার উপরের লাইনে লিখে send এ ক্লিক করবেন।

৪. এরপর যে ইন্টারফেস আসবে, সেখানে আপনি কত টাকা cash out করতে চান উক্ত টাকার পরিমান লিখে send এ ক্লিক করবেন।

৫. এরপর যে ইন্টারফেস আসবে, সেখানে আপনার bKash PIN টি দিয়ে send এ ক্লিক করবেন।

৬. Agent এর account এ টাকাটি চলে যাবে এবং আপনাকে টাকাটা দিবে।

Note: বিকাশ পিন নাম্বারটি কাউকে জানাবেন না।


পরিশেষে বলা যায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজেন্ট এর নিকট থেকে ক্যাশ আউট করতে গিয়ে আপনার পিন নাম্বারটি তাকে  দিবেন না। দিলে পরবর্তীতে আপনারই সমস্যা হবে। আমার লেখাটি  মনোযোগ দিয়ে ভালোভাবে পড়েন তাহলে আপনারা নিজেরাই এজেন্টের থেকে পিন নাম্বারটি নিয়ে আপনার মোবাইলের কোড ডায়ালের মাধ্যমে এজেন্ট এর কাছ থেকে টাকাটি পেতে পারেন। 


আরো পড়ুন
বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট করার নিয়ম
লুকলুকি ফলের পুষ্টিগুণ
জামরুলের মোরব্বা
My Banglalink app login করার নিয়ম


click here



আমার সাইটিতে ভিজিট করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আরো অনেক বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমার সাইটে পোস্ট করি। আমার সাইটে ভিজিট করলে আপনাদেরই অনেক উপকারে আসবে। অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। আপনারা আবারও আমার সাইটিতে ভিজিট করবেন।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url