Merchant Bkash App Payment | কেনাকাটার পর বিকাশ অ্যাপ থেকে পেমেন্টের নিয়ম।

বিকাশ হচ্ছে লেনদেনের সবচেয়ে সহজ ও দ্রুততম মাধ্যম। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কেনাকাটার পেমেন্ট বিকাশ অ্যাপ এর মাধ্যমে করবেন। এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করছি। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন।


merchant bkash app payment


বিকাশ অ্যাপ এর মাধ্যমে কেনাকাটার পেমেন্ট সিস্টেম:

কোন শপিংমলে বা দোকানে গিয়ে কোন পণ্য কেনাকাটার মূল্য বিকাশ অ্যাপ এর মাধ্যমে পরিশোধ করতে পারেন । বিকাশের অনেক সুযোগ সুবিধা রয়েছে । যেমন :- ব্যালেন্স চেক, মোবাইল রিচার্জ, টাকা পাঠানো, বিদ্যুৎ বিল  পরিশোধ, শপিংমলে কেনাকাটা প্রকৃতি ক্ষেত্রে বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এই সকল সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য বর্তমানে অধিকাংশ মানুষই বিকাশ ব্যবহার করে থাকেন।

 আরো পড়ুন

নগদ কাস্টমার কেয়ার নাম্বার 
জীবনে করণীয় বিষয়
দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন

থাই জামরুল গাছ চেনার সহজ উপায়

শপিং করার পর বিকাশ অ্যাপ এর মাধ্যমে পেমেন্ট করার নিয়ম নিম্নরূপঃ

১. বিকাশের মাধ্যমে কেনাকাটার পেমেন্ট করার জন্য বিকাশ অ্যাপ এর প্রয়োজন হয়।

২. এই জন্য সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করতে হবে।

৩. বিকাশ অ্যাপ এ আপনার বিকাশ একাউন্টটি লগইন করুন।

৪. এরপর যে ইন্টারফেস আসবে, আপনি বিকাশের সকল ফিচারগুলো দেখতে পাবেন।

৫. এখান থেকে যেহেতু আপনি make payment  করবেন। সেহেতু make  payment বক্সটিতে ক্লিক করবেন।

৬. যে ইন্টারফেস আসবে সেখানে, অর্থাৎ আপনি  শপিং করার পর দোকানে যে নাম্বারে পেমেন্ট করতে চান অর্থাৎ মার্চেন্ট নাম্বার উক্ত নাম্বারটি লিখতে হবে।

৭. যদি Contact এ নাম্বারটি পূর্ব থেকে save করা থাকে তাহলে নাম সহ নাম্বার চলে আসবে।

৮.  একটি লেখা দেখতে পাবেন Tap to scan QR code এ ক্লিক করবেন।

৯.  Tap to scan QR code এ ক্লিক করার সাথে সাথে ক্যামেরা অন হবে। তারপর দোকানদারের QR code টি স্ক্যান করে নিবেন।

১০.স্ক্যান করা হলে নাম্বারটি মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন।

 Note:  আপনি নাম্বারটি To এর নিচে লিখে দিতেও 

পারেন।
তারপর next এ ক্লিক করবেন।

১১. এবার আপনি দোকানের একাউন্টটিতে কত টাকা সেন্ড করতে চাচ্ছেন উক্ত টাকাটি দিয়ে Next এ ক্লিক করবেন।

Note: এখানে কোন বাড়তি চার্জ দিতে হবে না।

১২. একটু নিচে রিফারেন্স একটি অপশন দেখতে পাবেন। এখানে চাইলে নাম বা অন্য  কিছু লিখে দিতে পারেন আবার না দিলেও কোন সমস্যা নাই।

১৩. এরপর যে ইন্টারফেস আসবে, ডিজিটের বিকাশ পিন নাম্বারটি দিবেন এবং next এ ক্লিক করবেন।

১৪. Payment টি সম্পন্ন করতে, আপনাকে নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখতে হবে।অর্থাৎ নিচের দিকে Tap করতে হবে।

এরপর, পেমেন্টের success মেসেজ পাবেন।


 এভাবে খুব সহজেই আপনারা বিকাশ অ্যাপসের মাধ্যমে কোথাও কেনাকাটা করলে টাকাটি পরিশোধ করতে পারেন উক্ত স্থানে যদি বিকাশ সিস্টেম থেকে থাকে। বর্তমানে অধিকাংশ শপিংমলেই বিকাশ সিস্টেম রয়েছে।

 

পরিশেষে বলা যায়,আপনারা আমার লেখাটি  মনোযোগ দিয়ে ভালোভাবে পড়বেন। তাহলে আপনারা নিজেরাই বিকাশ অ্যাপ ব্যবহারের মাধ্যমে কেনাকাটার পেমেন্ট করতে পারবেন।

 

 আরো পড়ুন

জামরুলের মোরব্বা 
how to send money from upay very easily 
টেলিগ্রাম ব্যবহারের সুযোগ-সুবিধা গুলি

How To Open Nagad Account 2022
বিকাশে টাকা পাঠানোর দুইটি উপায়



click here



আমার সাইটিতে ভিজিট করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বিকাশ অ্যাপ এর ব্যবহার ও সুযোগ সুবিধা নিয়ে আমার সাইটে অনেকগুলি পোস্ট দিয়েছি। ভিজিট করলে আপনাদেরই অনেক উপকারে আসবে। বিকাশ সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন। আপনারা আবারও আমার সাইটিতে ভিজিট করবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url