Past Indefinite Tense Examples | 40 Examples Of Past Tense
আপনাদের সহজভাবে বোঝানোর সুবিধার জন্য পূর্বেই past indefinite tense নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা ঐ পোস্টটি দেখার পর এই পোস্টটি বাসায় চর্চা করবেন।
Past Indefinite Tense এর উদাহরণ নিম্নরূপ :
I ate - আমি খেয়েছিলাম।
I ate rice - আমি ভাত খেয়েছিলাম।
He came - সে এসেছিল।
I came - আমি এসেছিলাম।
Lita went- লিটা গিয়েছিল।
I went - আমি গিয়েছিলাম।
I played - আমি খেলেছিলাম।
He played - সে খেলেছিল।
He Played football -সে ফুটবল খেলেছিল।
They played cricket - তারা ক্রিকেট খেলেছিল।
I acquired - আমি অর্জন করেছিলাম।
We believed - আমরা বিশ্বাস করেছিলাম।
I bought - আমি কিনেছিলাম।
We bought a book - আমরা একটি বই কিনেছিলাম।
I bought a mobile - আমি একটি মোবাইল কিনেছিলাম।
Lita had a mobile - লিটার একটি মোবাইল ছিল।
We had a business - আমাদের একটি ব্যবসা ছিল।
I called you - আমি তোমাকে কল করেছিলাম।
I catch a fish - আমি একটি মাছ ধরেছিলাম।
You finished the work - তুমি কাজটি শেষ করেছিলে।
He went to school - সে স্কুলে গিয়েছিল।
He went to College - সে কলেজে গিয়েছিল।
You did the work - তুমি /তোমরা কাজটি করেছিলে।
I cleaned my room - আমি আমার রুমটি পরিস্কার করেছিলাম।
Click here How to want change your life
We were busy - আমরা ব্যস্ত ছিলাম।
I was at school - আমি স্কুলে ছিলাম।
I was at college - আমি কলেজে ছিলাম।
You were in London - আপনি লন্ডনে ছিলেন।
We were busy - আমরা ব্যস্ত ছিলাম।
They were busy - তারা ব্যস্ত ছিল।
I wrote - আমি লিখেছিলাম।
I wrote a letter - আমি একটি চিঠি লিখেছিলাম।
Lita wrote a letter - লিটা একটি চিঠি লিখেছিল।
I read a book - আমি একটি বই পড়েছিলাম।
I commented her post - আমি তার লেখায় মন্তব্য করেছিলাম।
I saw the bird - আমি পাখিটি দেখেছিলাম।
I helped him - আমি তাকে সাহায্য করেছিলাম।
I knew him - আমি তাকে চিনেছিলাম।
You followed me - তুমি আমাকে অনুসরণ করেছিলে।
I liked him - আমি তাকে পছন্দ করেছিলাম।
I enjoyed the game - আমি খেলাটি উপভোগ করেছিলাম।
Click here
Past continuous tense examples
জীবন বদলে দেওয়ার মতো বাণী
Life Changing Helpful Think
Click here
আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ।আশা করি, আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন।