Past Perfect Continuous Tense Examples | 20 Examples Of Past Continuous Tense

আপনাদের সহজভাবে বোঝানোর সুবিধার জন্য পূর্বেই Past perfect continuous tense নিয়ে বিস্তারিত  আলোচনা করেছি। আপনারা ঐ পোস্টটি দেখার পর এই পোস্টটি বাসায় চর্চা করবেন।

past perfect continuous tense examples

Past Perfect Continuous tense এর উদাহরণ নিম্নরূপ:

We had been living there for Twenty years -  আমরা ২০ বছর ধরে সেখানে বাস করছিলাম।

I had been waiting  for one hour - আমি এক ঘন্টা যাবত অপেক্ষা করছিলাম।

They had been watching television at that time- সে সময়ে তারা টেলিভিশন দেখতেছিল।

Lily had been playing  football for two hours - লিলি ২ ঘন্টা ধরে ফুটবল খেলছিল।

He had been working  in a non-government organisation since 1998 - তিনি ১৯৯৮ সাল থেকে একটি  বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।

The farmer  had been working  in the field since  sunrise  -  কৃষক সূর্যোদয়ের পর থেকেই মাঠে কাজ করছিলেন।

It had been raining since  morning - সকাল থেকে বৃষ্টি হচ্ছিল।

The boys had been reading Bangla  since evening - বালকেরা বিকাল থেকে বাংলা পড়ছিল।  

I had been working - আমি কাজ করছিলাম।

He had been sleeping since morning -
সে সকাল থেকে ঘুমাচ্ছিল।

Lita had been sleeping since evening -
লিটা সন্ধ্যা থেকে ঘুমাচ্ছিল।

She had been living  there for eleven  years  when he met me-  সে সেখানে ১১বছর যাবত বসবাস করছিল যখন সে আমার সাথে দেখা করেছিল।

When I reached home, I found  my sister  had been reading - যখন আমি বাড়ি পৌঁছেছিলাম তখন আমি দেখেছিলাম আমার বোন পড়ছিল।

Brother had been reading since  morning -  ভাইয়া সকাল থেকে পড়ছিল।

Brother had been playing football since evening - ভাইয়া সকাল থেকে ফুটবল খেলছিলেন।

Mom had been cooking since morning - মা সকাল থেকে রান্না করছিলেন।

Mom had been cooking since evening - মা সন্ধ্যা থেকে রান্না করছিলেন।

We had been crossing the road for one hour - আমরা ১ ঘন্টা ধরে রাস্তাপার হচ্ছিলাম।

He had been studying  for 3 hours - সে তিন ঘন্টা ধরে পড়াশোনা করছিল।

They had been playing since  morning - তারা সকাল থেকে খেলছিল। 

 

Click here

 টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

 Future indefinite tense examples
 জীবনে করনীয় বিষয়
 How to want change your life


 Click here


আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন।আশা করি বিভিন্ন বিষয়ের তথ্য আমার সাইটটিতে পাবেন এবং সেগুলি আপনাদের কোন না কোন উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url