Present Indefinite Tense Examples | 50 Examples Of Tense

আমার পূর্বের পোস্টটিতে Present Indefinite Tense সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ওই পোস্টটি দেখার পর আপনারা নিচের উদাহরণ গুলি বাসায় চর্চা করবেন। তাহলে Present indefinite tense সম্পর্কে আর কোন সমস্যাই থাকবে না। আশা করি, আপনারা নিজেরাই বাক্য গঠন করতে পারবেন।

present indefinite tense examples

Present Indefinite Tense এর উদাহরণ নিম্নরূপ :

* বর্তমান কালে সংগঠিত কাজের উদাহরণ নিম্নরূপ  :

I eat rice - আমি ভাত খাই।
I go to market - আমি বাজারে যাই।
I go to college - আমি কলেজে যাই।
She reads a poem - সে একটি কবিতা পড়ে।
He reads a novel  - সে একটি উপন্যাস পড়ে।
She dances - সে নাচে।
Father calls me a fool - বাবা আমাকে বোকা বলেন।


আরো পড়ুন

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

Important question of the world cup football 2022

World cup football important matches 2022

FIFA world cup football 2022


* অভ্যাসগত বর্তমান সময়ের উদাহরণ নিম্নরূপ:

Lita goes to Library everyday - লিটা প্রতিদিন লাইব্রেরীতে যায়।

She exercises regularly - সে নিয়মিত ব্যায়াম করে।

She goes to school everyday  -সে প্রতিদিন স্কুলে যায়।

I get up at 5 am. everyday  - আমি প্রতিদিন সকাল পাঁচটায় উঠি।

I go to bed at eleven pm. everyday - আমি প্রতিদিন রাত এগারোটায় ঘুমাতে যাই।

My mother reads the holy Quran everyday -  আমার মা প্রতিদিন কোরআন পড়েন।

Tama participates in every dance competition - তমা প্রত্যেকটি নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।


* চিরন্তন সত্য বা Universal truth ঘটনার উদাহরণ নিম্নরূপঃ

 The sun rises in the east - সূর্য পূর্ব দিকে উদিত হয়।

The sun sets in the west - সূর্য পশ্চিম দিকে অস্ত যায়।

পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে  - The earth moves round the sun.

The moon gives us light - চন্দ্র আমাদেরকে আলো দেয়।

Water freezes at 0° centegrade - পানি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে।

 - The Himalayas are in the north of India - হিমালয় ভারতের উত্তরে।

* ঐতিহাসিক সত্য ঘটনার উদাহরণ নিম্নরূপঃ

Sahjahan builds the Taj -  শাহজাহান  তাজমহল তৈরি করেন।

Alexander conquers India  - আলেকজান্ডার ভারত জয় করেন।


নিকট ভবিষ্যৎ ঘটনার উদাহরণ নিম্নরূপঃ

Our final exam begins next week - আমাদের বার্ষিক পরীক্ষা পরের সপ্তাহে শুরু।

I sell the book tomorrow - আমি আগামীকাল বইটি বিক্রি করে দেব।

The exam starts on the 25th - পরীক্ষা ২৫ তারিখে শুরু হবে।

He comes on the 10th of this month - সে এই মাসের ১০ তারিখে আসবে।

Present Indefinite Tense এর আরো কিছু উদাহরণ নিম্নে দেয়া হলোঃ

I like you - আমি তোমাকে পছন্দ করি।
Lita knows it - লিটার এটা জানে।
Who is your friend?   - কে তোমার বন্ধু?
I am in office - আমি অফিসে।
Lita loves fruit- লিটা ফল ভালোবাসে।
She reads a Novel- সে একটি নোবেল পড়ে।
I like to learn - আমি শিখতে পছন্দ করি।
I go to school  - আমি স্কুলে যাই।
You are lucky - তোমরা ভাগ্যবান।
Minoti speaks the truth - মিনতি সত্য কথা বলে।
Man is Mortal- মানুষ মরণশীল।
He knows English well-সে ভালো ইংরেজি  জানে।
Obey your parents - মা-বাবাকে মান্য করো।
Honesty is the best policy - সততা সর্বোৎকৃষ্ট পন্থা।
Does he know English?  - সে কি ইংরেজি জানে?
Do you know his name?   -  তুমি কি তার নাম জান?
Do you want? - তুমি কি চাও?
I like him - আমি তাকে পছন্দ করি।
I write a letter - আমি একটি চিঠি লিখি।
They love to read - তারা পড়তে ভালোবাসে।
Who is honest?  - কে সৎ?
Lita reads a book - লিটা একটি বই পড়ে।
Lita writes a letter - লিটা একটি চিঠি লেখে।
The boys plays cricket - বালকেরা ক্রিকেট খেলে।
Lita likes sweets  - লিটা মিষ্টি পছন্দ করে।



উদাহরণগুলি লক্ষ্য করলে দেখা যাবে, Present indefinite tense এ প্রথমে Subject, তারপরে Verb এর Present form বসে, Subject যদি third person singular number হয় তাহলে verb এর সাথে s/es  যোগ করতে হয়, তারপর object বসে।


আরো পড়ুন

মাগুরা পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার
Tense definition and classification
থাই জামরুল গাছ চেনার সহজ উপায়

জীবন বদলে দেওয়ার মতো বাণী

 

click here


পরিশেষে বলা যায়, আমার সাইটে
Present Indefinite Tense নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা আমার সাইটটি ভিজিট করে পোস্টটি পড়বেন তারপর এই উদাহরণ গুলি দেখবেন। তাহলে সহজ মনে হবে। সকলকে ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url