Present Perfect Tense Examples
আমার পূর্ববর্তী পোস্টে Present Perfect Tense সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা ঐ পোস্টটি দেখার পর এই উদাহরণগুলি বাসায় চর্চা করবেন তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আপনারা নিজেরাই sentence তৈরি করতে পারবেন।
Present Perfect Tense এর উদাহরণ নিম্নরূপ:
I have eaten - আমি খেয়েছি।
I have eaten rice - আমি ভাত খেয়েছি।
We have eaten - আমরা খেয়েছি।
We have eaten rice - আমরা ভাত খেয়েছি।
You have eaten - তুমি /তোমরা খেয়েছো।
You have eaten rice - তুমি ভাত খেয়েছো।
I have seen- আমি দেখেছি।
He has seen --সে দেখেছে।
We have seen - আমরা দেখেছি।
He has gone to Dhaka - সে ঢাকা গিয়েছে।
I have received your email in time - আমি সময় মতো তোমার ইমেইল পেয়েছি।
I have received your letter - আমি তোমার চিঠি পেয়েছি।
I have finished the work - আমি কাজটি শেষ করেছি।
I have bought a house - আমি একটি বাড়ি কিনেছি।
I have bought a car - আমি একটি গাড়ি কিনেছি।
I have finished my diner - আমি রাতের খাবার খেয়েছি।
I have finished my lunch - আমি দুপুরের খাবার খেয়েছি।
I have watched the video- আমি ভিডিওটি দেখেছি।
He has gone to khulna - সে খুলনা গিয়েছে।
He has bought a mobile - সে একটি মোবাইল কিনেছে।
I have lost the mobile - আমি মোবাইলটি হারিয়ে ফেলেছি।
We have bought a computer - আমরা একটি কম্পিউটার কিনেছি।
He has gone to college - সে কলেজে গিয়েছে।
Future perfect continuous tense formula & examples
আপনারা আবারো আমার সাইটটি ভিজিট করবেন। আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ।