Present Perfect Tense Examples

 আমার পূর্ববর্তী পোস্টে Present Perfect Tense সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা ঐ পোস্টটি দেখার পর এই উদাহরণগুলি বাসায় চর্চা করবেন তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আপনারা নিজেরাই sentence তৈরি করতে পারবেন।

 

Present perfect tense examples

Present Perfect Tense এর উদাহরণ নিম্নরূপ:

 I have eaten  - আমি খেয়েছি।

I have eaten rice - আমি ভাত খেয়েছি। 

We have eaten - আমরা খেয়েছি।

We have eaten rice  - আমরা ভাত খেয়েছি।

You have eaten - তুমি /তোমরা খেয়েছো।

You have eaten rice - তুমি ভাত খেয়েছো।

I have seen-  আমি দেখেছি।

He has seen --সে দেখেছে।

We have seen - আমরা দেখেছি।

He  has gone to Dhaka - সে ঢাকা গিয়েছে।

I have received your email in time - আমি সময় মতো তোমার ইমেইল পেয়েছি।

I have received your letter - আমি তোমার চিঠি পেয়েছি।
I have finished the work - আমি কাজটি শেষ করেছি।

I have bought a house - আমি একটি বাড়ি কিনেছি।

I have bought a car -  আমি একটি গাড়ি কিনেছি।

I have finished my diner - আমি রাতের খাবার খেয়েছি।
I have finished my lunch - আমি দুপুরের খাবার খেয়েছি।

I have watched the video- আমি ভিডিওটি দেখেছি।

He has gone to khulna - সে খুলনা গিয়েছে।

He has bought a mobile - সে একটি মোবাইল কিনেছে।

I have lost the mobile - আমি মোবাইলটি হারিয়ে ফেলেছি।

We have bought a computer - আমরা একটি কম্পিউটার কিনেছি।

He has gone to college - সে কলেজে গিয়েছে।

 

Click here

Important question of the world cup football 2022

টেলিটকে ১৭ টাকায় ২ জিবি অফার
Future perfect continuous tense formula & examples

বিকাশ একাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম
 

 click here



আপনারা আবারো আমার সাইটটি ভিজিট করবেন। আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। এরকম আরো অনেক বিষয়ের তথ্য আমার সাইটটিতে পাবেন। আশা করি আপনাদের ভাল লাগবে এবং উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url