Ridmik keyboard settings | Voice Typing বা মুখে বলবেন বাংলা লেখা হবে।
আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হাতে লিখে মেসেজ পাঠানো টা অনেক ঝামেলার মনে করেন। তাদের জন্য এটি একটি অভিনব প্রক্রিয়া বটে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি Ridmik keyboard নিয়ে। এটি এমন একটি বিষয় যেটি আপনাদের অনেক উপকারে আসবে। আপনি শুধুমাত্র মুখে বলবেন তা অটোমেটিকালি মেসেজ আকারে লেখা আসবে। আপনাকে সেটি কষ্ট করে টাইপ করে লিখতে হবে না। সুন্দর করে বাংলায় কথা বলবেন লেখা হবে এবং সেন্ড করতে পারবেন। এই সেটিংগুলি খুবই সহজ। তাই মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন।
Ridmik keyboard settings /Voice typing / মুখে বলবেন লেখা হবে এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলোঃ
১. সর্বপ্রথম আপনাকে Net Connection অন করতে হবে।
২. মুখে বলবেন বাংলা টাইপ হয়ে যাবে এটি করার জন্য আপনাকে দুইটি অ্যাপ এর সাহায্যে নিতে হবে।
যথাঃ
ক. Ridmik keyboard
খ.Google
আরো পড়ুন
জামরুলের মোরব্বা
থাই জামরুল গাছ চেনার সহজ উপায়
আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়
থাই পেয়ারা গাছে কলম করার সহজ উপায়
৩. সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে Ridmik keyboard লিখে সার্চ দিবেন।
Note: Ridmik keyboard যারা আগে থেকে ব্যবহার করছেন তারা এটিকে আপডেট করে নিবেন।
৪.Ridmik keyboard ইন্সটল হলে open করবেন।
৫.open এ ক্লিক করবেন। কারণ Ridmik keyboard টিকে সেট করতে হবে।
৬. যে ইন্টারফেস আসবে, Setup and Get started এ ক্লিক করবেন।
৭. যে ইন্টারফেস আসবে, Enable in settings এ ক্লিক করবেন।
৮.যে ইন্টারফেস আসবে, Ridmik keyboard টা on করে ok করে দিবেন।
৯. যে ইন্টারফেস আসবে, switch input methods এ ক্লিক করবেন।
১০. যে ইন্টারফেস আসবে, Ridmik keyboard টা সিলেক্ট করে দিবেন।
১১. যে ইন্টারফেস আসবে, সেখানে Finished লেখায় ক্লিক করবেন।
এখানের সেটিং শেষ।
১২. এবার সরাসরি back এ যাবেন। Ridmik keyboard এর setting গুলি শেষ করার পর আপনাকে আবার গুগল প্লে স্টোরে যেতে হবে।
১৩. গুগল প্লে স্টোরে গিয়ে google লিখে সার্চ দিবেন।
১৪. সর্বপ্রথম Google লিখলে যেটি চলে আসবে।এটিকে আপডেট করে নিবেন। এটি আগে থেকে আপনার ফোনে থাকলে আপনারা Update এ ক্লিক করবেন। Update হয়ে যাবে।
১৫. আপডেট হলে open এ ক্লিক করবেন। কারণ গুগল থেকেও সেটআপের বিষয় রয়েছে।
১৬.Open এ ক্লিক করার পর যে ইন্টারফেস আসবে, নিচের ডান দিকে থ্রিডট মেনু অর্থাৎ ... এ ক্লিক করতে হবে।
১৭. যে ইন্টারফেস আসবে, এখান থেকে settings এ ক্লিক করবেন।
১৮. যে ইন্টারফেস আসবে, voice লেখা অপশনটিতে ক্লিক করবেন।
১৯. তারপর যে ইন্টারফেস আসবে, languages এ ক্লিক করবেন।
২০. বাংলা সিলেক্ট করলে বাংলা লেখা হবে। কথা যে ভাষা সিলেক্ট করে দিবেন উক্ত ভাষায় লেখা হবে।
২১.languages এ ক্লিক করে নিচের দিকে গেলে দেখবেন English(US) সিলেক্ট করা আছে। এটি উঠিয়ে দিবেন।
Note: টিক মার্ক উঠিয়ে দেওয়ার জন্য টিক মার্ক এ ক্লিক করবেন।
২২. আমরা যেহেতু মুখে বাংলা বললে বাংলা লেখা হবে এমনটি সেট করতে চাই এজন্য বাংলা (বাংলাদেশ) লেখায় ঠিক দিব।
Note: যে যে দেশের উক্ত দেশ সিলেক্ট করে দিবেন।
২৩. সিলেক্ট করার পর নিচের দিকে ডান পাশে save লেখায় ক্লিক করবেন।
২৪. যে ইন্টারফেস আসবে, voice search on Bluetooth devices লেখাটিতে on করে দিবেন।
২৫. আমাদের সেটিং এ সব কাজই শেষ হয়েছে। এবার back এ চলে আসব। তবে বিষয়টি সঠিকভাবে সেটিং হয়েছে কিনা তার জন্য যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যম । যেমনঃ facebook, messenger, whatsapp, imo ইত্যাদি যেকোনো একটিতে মেসেজ লেখার অপশনে ক্লিক করব।
২৬. মেসেজ অপশান ওপেন করলে একটি মাইক্রোফোন দেখতে পারবেন মেসেজ লেখার নিচের লাইনের ডান পাশে।
২৭. মাইক্রোফোনে ক্লিক করব এবং এখানে Allow দিতে বলবে Allow তে ক্লিক করব।
২৮. এবার আপনি যা বলবেন তাই লেখা হবে।
২৯. আপনি বাংলায় কথা বললে বললে সাথে সাথে বাংলায় লেখা হবে। তারপর সেন্ড বাটনে ক্লিক করে সেটা সেন্ড করতে পারবেন।
Note: লেখাটি যদি কয়েকটি ওয়ার্ড ভুল হয়ে থাকে তাহলে সেটি আপনি ঠিক করে নিবেন।
পরিশেষে বলা যায়, গুগলের এটি অনেক সুন্দর একটা মাধ্যম। যেটি লেখার ঝামেলা ছাড়া মুখে বলেই যে কোন বাংলা টাইপ করতে পারেন। হাতে মেসেজ কষ্ট করে লেখার প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র মুখে বললেই অটোমেটিক সেটি বাংলায় লেখা হয়ে যাবে।
আরো পড়ুন
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়
Gboard App Setting
how to check GP minute balance
click here
আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশাকরি, আপনারা আবারো আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে আমার সাইটে লেখা পাবেন। আপনাদেরই অনেক উপকারে আসবে।