টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড | How to add teletalk SIM code

টেলিটক সিমে অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। যে সুযোগ সুবিধার কারণে আপনারা অনেকেই টেলিটক সিম ব্যবহার করে থাকেন। তবে কেউ কেউ টেলিটক সিমের যে সহজ কিছু কোড রয়েছে যেগুলি জানেন না। তাই আজ আমি টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন। আপনাদেরই উপকারে আসবে।


টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড


 টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোডঃ

টেলিটক সিমের প্রয়োজনীয় যে কোডগুলি আছে আপনার যদি এগুলি জানা থাকে। তাহলে অতি সহজেই খুব দ্রুত আপনি আপনার টেলিটক সিমের ব্যালেন্স চেক,MB ব্যালেন্স চেক, মিনিট ব্যালেন্স চেক, SMS চেক, ইন্টারনেট ব্যালেন্স চেক,কাস্টমার কেয়ার নাম্বার, ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড, ব্যালেন্স ট্রান্সফার বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন এবং সেগুলি ব্যবহারের মাধ্যমে উপকৃত হতে পারবেন।


 আরো পড়ুন

দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন
life changing helpful think 
টেলিটকে ১৭ টাকায় ২ জিবি অফার
আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়


টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড নিম্নরূপঃ

Balance চেক করার কোড  =   *152#

MB ব্যালেন্স চেক                =    *152#

Minute ব্যালেন্স চেক         =   *152#

Teletalk এর SMS চেক      =  *152#   

Internet ব্যালেন্স চেক        =   *152#   
       


Note: মোবাইলের ডায়াল এ গিয়ে *152# লিখে ডায়াল করবেন তখন আপনার ফোনে কোন ইন্টারনেট ব্যালেন্স, MB ব্যালেন্স, মিনিট ব্যালেন্স বা অন্য কোন ব্যালেন্স থাকলে তা সাথে সাথে sms এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।


Teletalk SIM number চেক     =  *551#
                             
Note: আপনি যদি উপরের কোডটি ডায়াল করেন তাহলে আপনার Teletalk SIM number টি দেখতে পারবেন।



OR



Teletalk SIM number চেক  =  message
                                                 option এ
                                                 WHOAMI
                                                 লিখে   321
                                               নাম্বারে send



Emergency balance    =    *1122* টাকার

নিতে                                         পরিমান #



Teletalk কাস্টমার কেয়ারের নাম্বার =  121



Teletalk এর easy manu code    = *121#


Teletalk balance 

ট্রান্সফার করার কোড = *124*1234*টাকার             
                                      পরিমান * যে ব্যক্তি
                                      টাকাটা পাবে তার
                                      নাম্বার #

OR



যেহেতু দুইটি ডিফল্ট পিন থাকে। এই দুটি পিন অপরিবর্তনীয়। তাই এই কোডটি কাজ না করলে। নিচের পিনটি ব্যবহার করে দেখবেন।



Teletalk balance
ট্রান্সফার করার কোড   = *124*12345678
                                       * টাকার পরিমান*
                                     যে ব্যক্তি টাকা পাবে
                                      তার নাম্বার #



MB pack চেক করতে  = message option
                                       U লিখে 111 নাম্বার
                                      এ send করবেন

 

 

পরিশেষে বলা যায়, টেলিটক সিম যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে উপরে বর্ণিত গুরুত্বপূর্ণ যে কোডগুলো রয়েছে এগুলি জানা আপনার একান্ত প্রয়োজন। এ বিষয়গুলো জানলে আপনার টেলিটক সিম ব্যবহার করা আরো অনেক বেশি সহজ হবে।তাই বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় টেলিটক সিম ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় কোডগুলি জেনে আপনি সেই সুযোগ সুবিধাগুলি পেতে পারেন।



আরো পড়ুন

টেলিগ্রাম একাউন্ট স্থায়ী ভাবে ডিলিট করার উপায়
গাছের চারা কেনার সময় করণীয় বিষয়গুলি
Blog Post এর Link বা URLটি copy করার নিয়ম 

Blog post এ Internal link যুক্ত করার নিয়ম 


   click here

আমার সাইটে ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি, আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম গুরুত্বপূর্ণ নানা বিষয়ের তথ্য আমার সাইটটিতে পাবেন। আশা করি আপনাদের কোন না কোন উপকারে আসবে।

Next Post Previous Post
1 Comments
  • Jubayer Hasan
    Jubayer Hasan June 29, 2023 at 5:25 AM

    টেলিটক ব্যালেন্স ট্রান্সফার এর সহজ পদ্ধতি স্বল্প সময়ে শিখে নিন - আমাদের Sohobangla iT ব্লগ থেকে। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে কমেন্ট করে আপনাদের মতামত ও লিংক বিল্ড করতে পারেন। ধন্যবাদ আপনাকে।

Add Comment
comment url