টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড | How to add teletalk SIM code
টেলিটক সিমে অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। যে সুযোগ সুবিধার কারণে আপনারা অনেকেই টেলিটক সিম ব্যবহার করে থাকেন। তবে কেউ কেউ টেলিটক সিমের যে সহজ কিছু কোড রয়েছে যেগুলি জানেন না। তাই আজ আমি টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন। আপনাদেরই উপকারে আসবে।
টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোডঃ
টেলিটক সিমের প্রয়োজনীয় যে কোডগুলি আছে আপনার যদি এগুলি জানা থাকে। তাহলে অতি সহজেই খুব দ্রুত আপনি আপনার টেলিটক সিমের ব্যালেন্স চেক,MB ব্যালেন্স চেক, মিনিট ব্যালেন্স চেক, SMS চেক, ইন্টারনেট ব্যালেন্স চেক,কাস্টমার কেয়ার নাম্বার, ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড, ব্যালেন্স ট্রান্সফার বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন এবং সেগুলি ব্যবহারের মাধ্যমে উপকৃত হতে পারবেন।
টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড নিম্নরূপঃ
Balance চেক করার কোড = *152#
MB ব্যালেন্স চেক = *152#
Minute ব্যালেন্স চেক = *152#
Teletalk এর SMS চেক = *152#
Internet ব্যালেন্স চেক = *152#
Note: মোবাইলের ডায়াল এ গিয়ে *152# লিখে ডায়াল করবেন তখন আপনার ফোনে কোন ইন্টারনেট ব্যালেন্স, MB ব্যালেন্স, মিনিট ব্যালেন্স বা অন্য কোন ব্যালেন্স থাকলে তা সাথে সাথে sms এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
Teletalk SIM number চেক = *551#
Note: আপনি যদি উপরের কোডটি ডায়াল করেন তাহলে আপনার Teletalk SIM number টি দেখতে পারবেন।
OR
Teletalk SIM number চেক = message
option এ
WHOAMI
লিখে 321
নাম্বারে send
Emergency balance = *1122*টাকার
নিতে পরিমান#
Teletalk কাস্টমার কেয়ারের নাম্বার = 121
Teletalk এর easy manu code = *121#
Teletalk balance
ট্রান্সফার করার কোড = *124*1234*টাকার
পরিমান * যে ব্যক্তি
টাকাটা পাবে তার
নাম্বার #
OR
যেহেতু দুইটি ডিফল্ট পিন থাকে। এই দুটি পিন অপরিবর্তনীয়। তাই এই কোডটি কাজ না করলে। নিচের পিনটি ব্যবহার করে দেখবেন।
Teletalk balance
ট্রান্সফার করার কোড = *124*12345678
* টাকার পরিমান*
যে ব্যক্তি টাকা পাবে
তার নাম্বার #
MB pack চেক করতে = message option
U লিখে 111 নাম্বার
এ send করবেন
পরিশেষে বলা যায়, টেলিটক সিম যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে উপরে বর্ণিত গুরুত্বপূর্ণ যে কোডগুলো রয়েছে এগুলি জানা আপনার একান্ত প্রয়োজন। এ বিষয়গুলো জানলে আপনার টেলিটক সিম ব্যবহার করা আরো অনেক বেশি সহজ হবে।তাই বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় টেলিটক সিম ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় কোডগুলি জেনে আপনি সেই সুযোগ সুবিধাগুলি পেতে পারেন।
আমার সাইটে ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি, আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন।