How to do image SEO in mobile | মোবাইল দিয়ে ব্লগ পোস্টে image SEO করার নিয়ম

ব্লগ পোস্টে Image SEO করা অত্যন্ত সহজ। খুব সহজেই আপনি এই কাজটি করতে পারেন। এর জন্য সহজ কিছু বিষয় রয়েছে। যে বিষয়গুলি আপনাকে লক্ষ্য করলেই আপনি খুব সহজেই মোবাইল দিয়ে ব্লগ পোস্টে Image SEO করতে পারবেন। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে খুব সহজেই ব্লগ পোস্টে মোবাইল দিয়ে Image SEO করবেন। আপনারা সকলে মনোযোগ দিয়ে পোস্টটি পড়তে থাকুন।

 

How to do image SEO in mobile

মোবাইল দিয়ে ব্লগ পোস্টে Image SEO  করার নিয়মঃ

মোবাইল দিয়ে ব্লগ পোস্টে Image SEO করা অত্যন্ত সহজ। কিন্তুু প্রথম প্রথম এই সহজ বিষয়টি অনেকের কাছে কঠিন মনে হতে পারে।আপনারা যাতে মোবাইল দিয়ে খুব সহজেই Image SEO করতে পারেন। সে জন্যই আমার পোস্টটি লেখা। যে কোন Post rank করার ক্ষেত্রে Image SEO খুবই গুরুত্বপূর্ণ। 


 আরো পড়ুন

how to GP minute balance 
নগদ কাস্টমার কেয়ার নাম্বার 
জীবন বদলে দেওয়ার মতো বাণী

Important question of the world cup football 2022


মোবাইল দিয়ে ব্লগ পোস্টে Image SEO করার নিয়ম নিম্নরূপঃ

১. ইমেজ আপলোড দেওয়ার পর ইমেজ এর উপর ক্লিক করবেন।

আপনারা যদি ইমেজ কিভাবে আপলোড করতে হয় এই বিষয়টি না জেনে থাকেন। তাহলে নিচের লিংকে ক্লিক করে উক্ত লেখাটি পড়ে বিস্তারিত জেনে নিতে পারেন।


মোবাইল দিয়ে ব্লগ পোস্টে ছবি সংযুক্ত করার নিয়ম

২. ইমেজের উপর ক্লিক করলে ইমেজের নিচের দিকে সংলগ্ন কয়েকটি অপশন দেখা যাবে।

৩. প্রথম যে অপশনটি আছে এটিতে ক্লিক করলে ইমেজ দিয়ে বাম দিকে আসবে।

৪. তারপর যে অপশনটি আছে এটিতে ক্লিক করলে ইমেজটি মাঝামাঝি অবস্থানে থাকবে।

৫. তারপর যে অপশনটি আছে এটিতে ক্লিক করলে ইমেজটি ডান দিকে থাকবে।

৬. তারপরের অপশনে ক্লিক করলে আপনি ছবিটি কেমন আকৃতিতে রাখতে চান অর্থাৎ small,medium, large, extra large,original যেভাবে image টি সেট করতে চান সেটিতে টিক দিবেন।

৭. টিক দিলে ইমেজটি সেরকম দেখাবে।

৮. তারপরের অপশন caption.

৯. ক্যাপশনে ক্লিক করে কিছু লিখলে সেটি ইমেজের নিচে দেখা যাবে।

১০. সর্বশেষ যে অপশনটি সেটি হল সেটিং

১১. সেটিং এ ক্লিক করে Edit image লেখা দেখা যাবে।

১২. এখানে Alt text এ ক্লিক করে ইমেজের লেখা অংশটি দিবেন অর্থাৎ টাইটেল ও ইমেজের লেখা এক হতে হবে। তাহলে, পোস্টটি সহজেই গুগলের সার্চ ইঞ্জিন খুঁজে পাবে।

Note:  Alt text এর লেখাটি টাইটেল থেকে কপি করে paste করে দিতে পারেন।

১৩. তারপর Title text এ Alt text এর লেখা টি paste করবেন।

১৪. Alt text এর নিচে দেখবেন size.

১৫.  small, medium, large, x-large, original size

১৬. আপনি এখান থেকে যে কোন size সিলেক্ট করে দিতে পারেন।

১৭. তবে, x-large সিলেক্ট করলে ইমেজটিকে অনেক সুন্দর দেখায়।

১৮. size সিলেক্ট করার পর Update এ ক্লিক করবেন।

 

এভাবে আপনারা খুব সহজেই Image SEO  করতে পারেন।মোবাইল দিয়ে ব্লগ পোস্টে Image SEO করা অত্যন্ত সহজ। আপনারা যদি আমার লেখাটা খুব মনোযোগ সহকারে পড়েন। তাহলে আমি আশা করি, আপনাদের এটি নিয়ে আর কোন সমস্যায়ই থাকবে না। আপনারা খুব সহজেই ব্লগ পোস্টে মোবাইল দিয়ে Image SEO করতে পারবেন।


click here

আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়
Blog post এর link বা url টি copy করার নিয়ম 
What is an Html Tag


click here


আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। তাহলে এরকম অনেক বিষয়ের তথ্য আপনারা জানতে পারবেন। আশা করি এতে আপনাদের উপকারে আসবে। আপনাদের ভালো লাগলে আমার লেখার সার্থকতা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url