How to find out Wi-Fi Password | কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন

আশাকরি বন্ধুরা সকলে ভালো আছেন। আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Wi-Fi পাসওয়ার্ড বের করতে জানেন না।আজ আমি আপনাদের শিখাবো কিভাবে খুব সহজেই ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন।এজন্য ধৈর্য ধরে পোস্টটি পড়তে থাকুন। এই লেখাটি পড়ার পর আপনারা মোবাইলে সংযুক্ত যে কোন wi-fi এর পাসওয়ার্ড খুব সহজেই বের করতে পারবেন।

 

how to find out Wi-Fi Password


মোবাইলে সংযুক্ত থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম :

আপনি নিজেই খুব সহজেই মোবাইলে সংযুক্ত থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারেন।এটি অত্যন্ত সহজ একটি কাজ।


 আরো পড়ুন

 খুব সহজেই উপায় মোবাইল রিচার্জ
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়
My Banglalink app Login করার সহজ নিয়ম
আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়


১. সর্বপ্রথম আপনাকে Settings এ যেতে হবে। Settings এ ক্লিক করবেন।

২. যে ইন্টারফেস আসবে, ওখান থেকে Connection এ ক্লিক করবেন।

৩. তারপর যে ইন্টারফেস আসবে, সেখান থেকে Wi-Fi তে ক্লিক করবেন।

৪. যেটির পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন সেটির উপর চাপ দিয়ে ধরে রাখতে হবে।

৫. চাপ দিয়ে ধরে রাখলে নিচের দিকে বাম পাশে একটি কিওয়ার্ড কোড দেখাবেন।

৬. keyword code এ ক্লিক করব। তারপর keyword code এর ১টি স্ক্রিনশট নিব।

৭. এবার আমরা back এ যাবো।

৮. গ্যালারিতে গিয়ে যে কিওয়ার্ড কোডটি স্ক্রিনশট নিয়েছি ওটি Edit করবো।

৯. Edit এ গিয়ে কিওয়ার্ড Code টি রেখে বাকি অংশটুকু বাদ দিয়ে দিব।

১০. এবার Google play store এ গিয়ে QR code লিখে সার্চ দিব।


১১. তাহলে QR & Barcode Scanner নামে যেটি আসবে ইন্সটল করে ওপেন করব।

১২. ওপেন করার পর ওটির ইমেজের আইকনে ক্লিক করব। ওখান থেকে গ্যালারিতে যাব।

১৩. গ্যালারিতে যে Barcode টি Edit করেছিলাম সেটি নিয়ে আসব।

১৪. Barcode এ ক্লিক করার পর আমার পাসওয়ার্ডটি উপরের দিকে দেখতে পারবো।


পরিশেষে বলা যায়,এভাবে আপনি খুব সহজেই আপনার ফোনে সংযুক্ত যে কোন Wi-Fi এর পাসওয়ার্ড বের করতে পারবেন।


আরো পড়ুন
Windows 10 computer দিয়ে Wi-Fi চালানোর সহজ উপায় 

Windows 10 laptop সঠিকভাবে অন বা অফ করার নিয়ম

বিকাশ একাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম


click here



আমার সাইটে ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার সাইটে লেখালেখি করি। আপনারা আমার সাইটে ভিজিট করলে পড়তে পারবেন। আশা করি আপনাদেরই অনেক উপকার হবে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url