How to registration my teletalk app 2022 | My Teletalk App A to Z

My teletalk app সকলকে টেলিটক সিম ব্যবহারের ক্ষেত্রে খুবই সহজ করে দিয়েছে। মাই টেলিটক অ্যাপ থেকে আপনি বিভিন্ন ধরনের তথ্য ও সুযোগ সুবিধা পেতে পারেন। আজ আমি My teletalk app কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন।

How to registration my teletalk app 2022

 

My teletalk app রেজিস্ট্রেশন করার নিয়মঃ

My teletalk app রেজিস্ট্রেশন করা অত্যন্ত সহজ। আপনি ঘরে বসেই নিজেই কাজটি করতে পারেন এবং এই app এর সকল সুযোগ সুবিধাগুলি পেতে পারেন।


 আরো পড়ুন

How to open Nagad account 2022
বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জ করার নিয়ম
how to check GP minute balance 
নোয়াল ফলের উপকারিতা


My teletalk app রেজিস্ট্রেশন করার নিয়ম নিম্নরূপঃ

১.সর্বপ্রথম আপনাকে My teletalk app  রেজিস্ট্রেশন করার জন্য google প্লে স্টোরে যেতে হবে।

২. google play store এ গিয়ে my teletalk লিখে সার্চ দেবেন।

৩. আপনাকে my teletalk app টি ইন্সটল করতে হবে।

৪. ইন্সটল হলে open এ ক্লিক করবেন।

৫. আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট করা থাকে তাহলে উক্ত একাউন্টে লগইন করতে পারবেন। আর যদি একাউন্ট করা না থাকে তাহলে নতুন করে একাউন্ট তৈরি করতে হবে। my teletalk app এ একাউন্ট করা  অত্যন্ত সহজ একটি কাজ।

৬. আপনার যেহেতু একাউন্ট করা নেই। সেহেতু আপনাকে রেজিস্ট্রেশন লেখায় ক্লিক করতে হবে।

৭.যে ইন্টারফেস আসবে, এখানে আপনার টেলিটক মোবাইল নাম্বারটি লিখে দিবেন।

৮.তারপর রেজিস্ট্রেশন প্রসেস এ ক্লিক করবেন।

৯.তারপর যে ইন্টারফেস আসবে,sms এর মাধ্যমে আপনাকে ৬ ডিজিটের কোড মোবাইলে দিবে উক্ত কোডটি এখানে দিতে হবে।

১০. ৬ ডিজিটের কোডের নিচের অপশনে পাসওয়ার্ড দিবেন।

১১. তার নিচে উক্ত পাসওয়ার্ড টি আবারো দিবেন।

১২. এরপর submit এ ক্লিক করবেন।

১৩. এরপর দেখতে পাবেন সাকসেসফুল লেখা এসেছে।

১৪. এবার যে ইন্টারফেস আসবে, এখানে টেলিটক মোবাইল নাম্বার দিয়ে, তার নিচে পাসওয়ার্ড দিবেন এরপর লগইনে ক্লিক করবেন।

১৫. তাহলে লগইন হয়ে যাবে অর্থাৎ লগইন করার পর my teletalk app এর আপনারা হোম পেজটা দেখতে পারবেন।

১৬. আপনি চাইলে ছবি আপলোড করতে পারেন।

১৭. বাংলা ভাষা ব্যবহার করতে চাইলে বাংলা সিলেক্ট করে দিবেন।

১৮. উপরের দিকে বাম পাশে সিলেক্টের অপশন আছে।

১৯. my teletalk অ্যাপ থেকে মিনিট ব্যালেন্স, Sms balance, MB balance, internet balance, internet  pack, ইমারজেন্সি ব্যালেন্স, মোবাইল রিচার্জ,জব সার্কুলার, বিভিন্ন অফার সংক্রান্ত বিষয় ইত্যাদি যাবতীয় তথ্য পাবেন।

 

টেলিটক সিমের অনেক ধরনের সুযোগ সুবিধা থাকায় 

টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড রয়েছে যা ডায়াল করে আপনারা সুযোগ সুবিধা গুলি পেতে পারেন। 



পরিশেষে বলা যায়, my teletalk app এ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আপনি যদি app টি ডাউনলোড করে লগইন করে রাখেন। তাহলে আপনি খুব সহজেই এই অফারগুলি দেখতে পারেন এবং অফার গুলির সুযোগ-সুবিধা নিতেও পারবেন। my teletalk app এর মাধ্যমে বিষয়টি আপনার কাছে খুবই সহজ মনে হবে।



আরো পড়ুন

থাই জামরুল গাছ চেনার সহজ উপায় 
দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন
খুব সহজেই নগদ উপবৃত্তির টাকা দেখুন
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়


click here


আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন।এরকম আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমার সাইটটিতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url