জীবনে করনীয় বিষয় | লেখকের উক্তি | How to mind change

 জীবনের প্রতিকূল অবস্থায় আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা উচিত। আপনাকে বিশ্বাস করতে হবে তাহলে আপনি প্রতিকূল অবস্থাকে কাটিয়ে উঠতে পারবেন।

আজ আমি আপনাদের বিভিন্ন মনীষীদের গুরুত্বপূর্ণ উক্তি বর্ণনা করছি। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন।

 

জীবনে করনীয় বিষয়

জীবনে করনীয় বিষয়:

আপনাদের জীবনটা পরিবর্তন করতে হলে অবশ্যই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে বিভিন্ন লেখক বা মনীষীদের উক্তি অনুসরণ করতে হবে। তাহলে আপনার জীবনে খারাপ সময় থাকলেও আস্তে আস্তে পার হয়ে যাবে। কারণ খারাপ সময় প্রত্যেকটা মানুষের জীবনে আসে আবার এক সময় সঠিক কর্মের দ্বারা চলেও যায়। তাই জীবন চলার পথটা বুঝতে হবে।


 আরো পড়ুন

খুব সহজেই উপায় মোবাইল রিচার্জ

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

ছাদে টবে থাই জামরুলের অধিক ফলন


মনীষীদের উক্তি নিম্নরূপঃ

"বুদ্ধিমানেরা তখন কথা বলে
    যখন তাদের কিছু বলার থাকে।
  বোকারা কথা বলে কারণ
তারা ভাবে তাদের কথা বলতে হবে"

                    প্লেটো



গতকাল তোমায় কে আঘাত করেছে
 ভুলে যাও, কিন্তুু যাঁরা তোমাকে
 প্রতিদিন ভালোবাসে,
তাদের কখনো ভুলে যেও না।
 অতীতের দুঃখ কষ্ট ভুলে গিয়ে
 বর্তমানে মন দাও।
 সমস্ত যন্ত্রণা ভুলে যাও,
 কিন্তুু সেখান থেকে যে অভিজ্ঞতা
তোমার হয়েছে তা ভুলো না।

                 আব্দুল কালাম



অল্প বয়সে কাউকে পাওয়ার আশায়
নিজের জীবন নষ্ট করো না
তুমি নিজের মতো করে তোমার
 জীবন সাজাও
সময় বলে দেবে তুমি কার হবে আর
কে তোমার হবে।


                     আব্দুল কালাম


জীবনে কঠিন বাধাগুলো আসে
 তোমাকে ধ্বংস করতে নয় বরং
 তোমার ভিতরে লুকানো অমিত
শক্তি অসম্ভাবনাকে অনুধাবন
 করাতে, বাধাসমূহকে দেখাও যে
 তুমিও কম কঠিন নয়।
      
            আব্দুল কালাম

 

পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন
 হতে পারে, জীবনে কাউকে কষ্ট
 দিওনা।
 আজ হয়তো তুমি শক্তিশালী
কিন্তুু একটা কথা জেনে রেখো, সময়
তোমার থেকেও বেশি শক্তিশালী।

           আব্দুল কালাম


I am not
handsome but
I can give my
hand to
someone who
need help....
Because beauty
is required  in
heart not in
face....
              এ.পি.জে আব্দুল কালাম


"আপনি যদি আজ থেকেও
একটুকু চিন্তা করেন যে
আপনার সকল কর্ম
ঈশ্বর দেখছেন,
তবে দেখবেন আপনার জীবনে
 একটু একটু করে হলেও
 অনেক উন্নতি হচ্ছে।"

            ড.বিলাস ফিলিপ্স


আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি
 খোঁজার চেষ্টা করি,
 কিন্তুু কেউ যোগ্য হওয়ার
 চেষ্টা করি না।
             এ.পি.জে, আব্দুল কালাম


সুখের নাম জীবন নয়
 কষ্টকে জয় করে বেঁচে
 থাকার নামই জীবন।

             আজাদ


আঘাত
মানুষকে কষ্ট দেয় না
 মানুষকে বদলে দেয়।

             আজাদ



 আরো পড়ুন

  জীবন বদলে দেয়ার মত বাণী

  Life changing helpful think 

 থাই জামরুল গাছ চেনার সহজ উপায়

  

click here



পরিশেষে বলা যায়, সৃষ্টিকর্তা আপনাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন সেটুকুর যথাযথ সদ্ব্যবহার করলে একসময় আপনার জীবনের খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাকে কর্ম করে যেতে হবে তাহলে একসময় জীবন পরিবর্তন হবেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url