মোবাইল দিয়ে ব্লগ পোস্টে ছবি সংযুক্ত করার নিয়ম | How to add image in blog post from mobile

ব্লগ পোস্টে ছবি যুক্ত করা অত্যন্ত সহজ। খুব সহজেই আপনি এই কাজটি করতে পারেন। এর জন্য সহজ কিছু বিষয় রয়েছে। যে বিষয়গুলি আপনাকে লক্ষ্য করলেই আপনি খুব সহজেই মোবাইল দিয়ে ব্লগ পোস্টে ছবি যুক্ত করতে পারবেন। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে খুব সহজেই ব্লগ পোস্টে মোবাইল দিয়ে ছবি সংযুক্ত করা যায়।

 

মোবাইল দিয়ে ব্লগ পোস্টে ছবি সংযুক্ত করার নিয়ম

মোবাইল দিয়ে ব্লগ পোস্টে ছবি সংযুক্ত করার নিয়মঃ

মোবাইল দিয়ে ব্লগ পোস্ট এর ছবি সংযুক্ত করা অত্যন্ত সহজ। কিন্তুু প্রথম প্রথম এই সহজ বিষয়টি অনেকের কাছে কঠিন মনে হতে পারে।যেমন আমার কথাই বলি, আমি যখন প্রথমদিকে ব্লগ পোস্টে মোবাইল দিয়ে ইমেজ সেট করতে যাই। তখন আমার সমস্যা হয়। আমি কিছুতেই মোবাইল দিয়ে ইমেজ সেট করার বিষয়টি বুঝতে পারছিলাম না। তারপর অনেকবার চেষ্টা করার পর আমি পেরেছি। তারপর আস্তে আস্তে সে সমস্যার সমাধানটা আমি করেছি। তখনই আমি ভেবেছিলাম এরকম অনেকের ক্ষেত্রেও সমস্যা হতে পারে বিশেষ করে আপনারা যারা মোবাইল ব্যবহার করেন।আপনারা যাতে মোবাইল দিয়ে খুব সহজেই ব্লগ পোস্টে ইমেজ যুক্ত করতে পারেন সে জন্যই আমার পোস্টটি লেখা।

 আরো পড়ুন

How to open Nagad account 2022
জামরুলের মোরব্বা
খুব সহজেই উপায় মোবাইল রিচার্জ
খুব সহজেই মোবাইলের ব্যাটারি ভালো রাখুন

মোবাইল দিয়ে ব্লগ পোস্টে ছবি সংযুক্ত করার নিয়ম নিম্নরূপঃ

১. আপনাকে সর্বপ্রথম এর জন্য মোবাইলটাকে Desktop site করে দিতে হবে।
 
 ২. Desktop site করার জন্য যে কোন ব্রাউজারে গিয়ে আপনার পোস্টটি যখন ওপেন করবেন তখন উপরের দিকে অথবা নিজের দিকে থ্রি ডট মেনু(...) দেখতে পাবেন।

৩. ফ্রি ডট মেনুতে ক্লিক করে যে অপশন গুলি দেখবেন। ওখান থেকে Desktop site on করে দিবেন।

৪. Desktop site এ ক্লিক করলে ডেক্সটপ সাইড অন হবে।
৫. তারপর ব্লগ পোস্টের আপনি যেখানে ইমেজটি সেট করতে চান। ঐ স্থানটিতে একটু স্পেস দিয়ে ইমেজ সেট করার মত জায়গা করে নিবেন।

৬. তারপর ওপরে দেখবেন লিংক অপশনের পরে ইমেজ এড করার অপশন।

৭. আপনি ইমেজ অ্যাড করার অপশনে ক্লিক করবেন।

৮. ক্লিক করার পর কয়েকটি অপশন দেখতে পারবেন।

৯. ওখান থেকে Upload from computer এ ক্লিক করবেন।

১০. এরপর যে ইন্টারফেস আসবে, সেখানে Choose files লেখা স্থানে ক্লিক করবেন।

১১. ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইলের ফটো, ক্যামেরা, ফাইল, অ্যালবাম এরকম যদি আরও কোন অপশন থেকে থাকে প্রত্যেকটি অপশনই আপনি দেখতে পারবেন।

১২. এখান থেকে আপনি, যেখান থেকে ইমেজটি ব্লগ পোস্টে দিতে চান উক্ত ফাইলে অর্থাৎ আপনার যেখানে ছবিটি রাখা আছে উক্ত ফাইলে ক্লিক করে ইমেজটিতে ক্লিক করবেন।

১৩. ক্লিক করার পর উক্ত ইমেজটি Choose files এ দেখতে পারবেন।

১৪. Choose files এ দেখবেন ছবিটি আপলোড হচ্ছে।

১৫. ওখান থেকে ইমেজটি ব্লগ পোস্টে যুক্ত করার জন্য Select এ ক্লিক করবেন।

১৬. ক্লিক করার পর এই  ইমেজটি সরাসরি ব্লগ পোস্টে যেখানে আপনি স্পেস দিয়েছেন ওখানে যুক্ত হবে।

১৭. তারপর আপনি ছবিটি ওখানে যুক্ত করতে পারেন বা ঐ স্থানে একটু উপরের দিকে বা একটু নিচের দিকে স্পেস দিয়ে ছবিটি সেট করতে পারেন।


মোবাইল দিয়ে ব্লক পোস্টে ছবি সংযুক্ত করা অত্যন্ত সহজ।আপনারা যদি আমার লেখাটা খুব মনোযোগ সহকারে পড়েন।তাহলে আমি আশা করি, আপনাদের এটি নিয়ে আর কোন সমস্যায়ই থাকবে না। তাই আপনারা খুব সহজেই ব্লগ পোস্টে মোবাইল দিয়ে ইমেজ সংযুক্ত করতে পারবেন।


আরো পড়ুন

 বিকাশে টাকা পাঠানোর দুইটি উপায়
 
how to select title in blog post 
ব্লগিং এর জন্য গুরুত্বপূর্ণ তিনটি বিষয়
How to do image SEO in mobile
আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়

 

click here


আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন।  এরকম আরো অনেক বিষয়ের তথ্য আমার সাইটটিতে পাবেন। আশা করি তথ্যগুলি আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের উপকারে আসলেই আমার লেখার সার্থকতা।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url