My Gp App Login System 2022 | how to login My Gp App

আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের My Gp App নিয়ে  আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা App টি ব্যবহার করে থাকেন এর সুযোগ-সুবিধা সম্পর্কে অনেকেই জানেন। যারা এই App এর সুযোগ-সুবিধা সম্পর্কে শুনেছেন কিন্তুু এখনো এটি login করতে জানেন না। তাদের জন্য আমাদের এই লেখাটি। তাই আজ আমি শেখাবো কিভাবে My Gp App লগইন করবেন। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন। আশা করি এ বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন। আমার লেখাটি পড়ার পর আপনি খুব সহজেই নিজে নিজে My Gp App আজকেই ওপেন করে লগইন করতে পারবেন।

 

My Gp App Login System 2022

My Gp App লগইন করার নিয়মঃ

আপনি নিজেই খুব সহজে মাই জিপি অ্যাপটি লগইন করতে পারেন। মাই জিপি App এর অনেক সুযোগ সুবিধা থাকায় আপনার যদি এই অ্যাপটি লগইন করা থাকে। তাহলে আপনার ইন্টারনেট ব্যালেন্স, মিনিট ব্যালেন্স সহ অনেক ধরনের তথ্য দেখতে পারবেন এবং অনেক সুযোগ সুবিধা আছে সেটি নিতে পারবেন। এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ আমি মনে করি। আপনি যেহেতু গ্রামীন সিম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এরকম একটি অ্যাপ হাতে থাকলে প্রত্যেকটা মুহূর্তের জন্য আপনি বিভিন্ন ইন্টারনেটের সুযোগ-সুবিধা গুলি জানতে পারবেন এবং সেটি নিতে পারবেন খুব সহজে অল্প টাকায়। এই অ্যাপটি আপনার জিপি সিম ব্যবহারকে অনেক বেশি সহজ করে দিয়েছে।

আরো পড়ুন

টেলিটক একাউন্ট তৈরি করার উপায়

নগদ কাস্টমার কেয়ার নাম্বার
how to open Nagad account 2022
How to send money from upay very easily

My Gp App লগইন করার নিয়ম নিম্নরূপঃ

মাই জিপি অ্যাপ লগইন করা খুবই সহজ। এজন্য আপনাকে কয়েকটি নিয়ম মানলেই হবে।

১. সর্বপ্রথম আপনাকে google প্লে স্টোরে যেতে হবে My Gp App টি ডাউনলোড করার জন্য।

২. My Gp App লিখে সার্চবারে সার্চ দিবেন।

৩. দেয়ার পর আপনি দেখতে পাবেন  App টি চলে এসেছে। এখন এটি ইন্সটল করবেন। এজন্য ইনস্টল এ ক্লিক করবেন।

৪. ইন্সটল হয়ে গেলে open এ ক্লিক করবেন।

৫. যে ইন্টারফেস আসবে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। বাংলা রাখতে চাইলে বাংলা আর যদি ইংরেজি রাখতে চান ইংরেজি।

৬. এর নিচে দেখবেন Sign in with my Gp ID তে ক্লিক করবেন।

৭. যে ইন্টারফেস আসবে যে জিপি সিম দিয়ে লগইন করবো উত্তর জিপি সিম নাম্বারটি দিবেন।

৮. নাম্বারটি দেওয়ার পর সাইন ইন এ ক্লিক করবেন।

৯. এরপর দেখবেন আপনার মোবাইলে চার ডিজিট এর একটি ভেরিফিকেশন কোড এসেছে।

১০. আপনাকে করতে দিতে হবে এবং ডান পাশের এরো চিহ্নে ক্লিক করতে হবে।

১১. তাহলে আপনি এবার My Gp App এর
ভিতরের ইন্টারফেস দেখতে পারবেন।


১২. যে ইন্টারনেট অফারগুলি আছে,MB অফারগুলি, মিনিট ব্যালেন্স, এরকম বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা গুলি আছে সবকিছু আপনি দেখতে পারবেন এবং এর থেকে আপনি অফার নিতে পারবেন।

 

পরিশেষে বলা যায়, My Gp App জিপি সিম ব্যবহারের মাধ্যম থেকে অনেক সহজ করে দিয়েছে এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই Gp ইন্টারনেটের বিভিন্ন অফার বা তথ্যগুলি পেতে পারেন।

 

আরো পড়ুন

জীবন বদলানো বাণী

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

Clipboard history app settings

How to check GP minute balance



আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ।আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে আমি পোস্ট করে থাকি। আশা করি বিষয়গুলি আপনাদের অনেক উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url