নগদ কাস্টমার কেয়ার নাম্বার | নগদ ব্যাংকিং এর সাথে যোগাযোগের ৬টি মাধ্যম

আশাকরি বন্ধুরা সকলে ভালো আছেন। আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আজ আমি নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য বিভিন্ন মাধ্যম নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন।

 

নগদ কাস্টমার কেয়ার নাম্বার

নগদ কাস্টমার কেয়ার নাম্বার:

নগদ হল বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিষেবার একটি নাম। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের নগদ অ্যাকাউন্ট খোলা আছে। নগদের মাধ্যমেই বিভিন্ন লেনদেন করে থাকেন। কিন্তুু অনেক সময় এমন হয়ে থাকে সামান্য একটি বিষয় নিয়ে সমস্যার সৃষ্টি হল। সে ক্ষেত্রে আপনার নগদের কাস্টমার কেয়ারে যোগাযোগের প্রয়োজন হয়ে পড়ে। আপনার যদি নগদ কাস্টমার কেয়ারের নাম্বার জানা থাকে। তাহলে আপনি আপনার সমস্যার খুব সহজেই সমাধান পাবেন নিশ্চত। তাই অবশ্যই আপনার নগদ কাস্টমার কেয়ার নাম্বার জেনে রাখা জরুরি।


 আরো পড়ুন

  মাগুরা পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার

 টেলিটক সিম 4G করার নিয়ম 2022

 খুব সহজেই ফোনের ব্যাটারি ভালো রাখুন


নগদ কাস্টমার কেয়ার নাম্বার জেনে রাখা জরুরি :

আপনার যদি নগদ একটি অ্যাকাউন্ট খুলে থাকেন এবং কোন সময় কোন ধরনের সমস্যায় পড়ে যান সে ক্ষেত্রে কাস্টমার কেয়ারে কথা বলে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন বা আরো কয়েকটি মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলি দিয়ে আপনি খুব সহজেই আপনার সমস্যার সমাধান করতে পারেন। 

নগদের সাথে যোগাযোগ করার জন্য বেশ কয়েকটি মাধ্যম নিম্নরূপঃ

১. যেকোনো মোবাইল সিম থেকে কথা বলতে পারবেন 16167 নাম্বারে কল করে।

২. নগদের টেলিফোন নাম্বার- 09609616167

৩. নগদের কল সেন্টার নাম্বার
     - 0960961616

৪. নগদের ইমেইল নাম্বার-
     info@nagad.com.bd

আপনি নগদে ইমেইল করতে পারেন।
অর্থাৎ
ক. আপনার সমস্যাটা জানানোর জন্য যেকোনো একটি ব্রাউজারে গিয়ে আপনার ইমেইল নাম্বার লিখবেন।

খ. তারপর To অপশনে
 info@nagad.com.bd লিখবেন।

গ. তারপর subject এ প্রবলেমের শিরোনাম

ঘ. তার নিচে আপনার নগদ একাউন্টের বিস্তারিত সমস্যা লিখে সেন্ড করবেন।

ঙ. আপনি বাংলা বা ইংলিশ যেকোনো একটিতে লিখতে পারেন।

৫. Facebook এর মাধ্যমে নগদের সাথে যোগাযোগ করতে পারেন।

ক. ফেসবুকে সার্চ বক্সে nagad official page লিখে search দিবেন।

খ. nagad official page এ ক্লিক করবেন।

গ. ওখানে মেসেজ অপশন দেখতে পাবেন।

ঘ. ওখানে ক্লিক করে আপনি মেসেজে আপনার সমস্যাটি লিখে দিবেন।

ঙ.তাহলে নগদ থেকে আপনাকে সমস্যার সমাধান মেসেজ আকারে লিখে দিবে। অর্থাৎ আপনাকে মেসেজে বলে দিবে আপনার সমস্যার জন্য করণীয় কি।

৬. আপনার যদি নগদ অ্যাপস থাকে। তাহলে আপনি নগদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন।

ক. আপনার যদি নগদ অ্যাপ না থাকে তাহলে এর জন্য আপনি গুগল প্লে স্টোরে গিয়ে নগদ অ্যাপস ইনস্টল করবেন।

খ.  নগদ অ্যাপ লগইন করে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে যোগাযোগ করুন একটি অপশন আছে উক্ত অপশনে ক্লিক করবেন।

গ. তিনটি অপশন দেখতে পাবেন।

... প্রথম অপশনটিতে 16167 এই নাম্বারে ডায়াল করে কথা বলতে পারবেন।

... দ্বিতীয় অপশনটিতে নগদের লং কোড দেয়া থাকবে। অর্থাৎ long code - 09609616167

... নগদের ইমেইল এড্রেস দেওয়া থাকবে। এখান থেকেও আপনি নগদের সাথে যোগাযোগ করতে পারবেন। নগদের ইমেইল এড্রেস - info@nagad.com.bd


পরিশেষে বলা যায়, আপনার যদি নগদ একাউন্ট খোলা থাকে। তাহলে আপনি নগদ একাউন্ট নিয়ে যদি কখনো কোন সমস্যায় পড়েন। তাহলে খুব সহজেই উপরে উল্লেখিত তথ্যগুলি জানা থাকলে এর সমাধান করতে পারবেন।


আরো পড়ুন 

 ছাদে টবে থাই জামরুলের অধিক ফলন

 দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন

 টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড
 
My Banglalink app login করার সহজ নিয়ম


click here


আমার সাইটে ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার সাইটে লেখালেখি করি। আপনারা আমার সাইটে ভিজিট করলে পড়তে পারবেন। আশা করি আপনাদেরই অনেক উপকার হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url