পাট শাকের উপকারিতা | পাট শাকের ১৮টি উপকারিতা ও পুষ্টিগুণ।

আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আজ আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমি পাট শাকের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে বিষয়গুলি জানলে আপনারা নিজেরাই অবাক হবেন।এর জন্য ধৈর্য সহকারে পোস্টটি পড়তে থাকুন।

পাট শাকের উপকারিতা

পাট শাকের উপকারিতা ও পুষ্টিগুণঃ

বাংলাদেশে অনেক ধরনের শাক রয়েছে তার মধ্যে পাট শাক অন্যতম। এদেশের পাটকে বলা হয় সোনালী আঁশ। বাংলাদেশের অনেক অঞ্চলে পাট চাষ করা হয়ে থাকে। অনেক ধরনের পুষ্টিগুনে ভরপুর পাট শাক অনেকের কাছেই পছন্দের তালিকায় থাকে।পাট শাক খেতে যেমন সুস্বাদু তেমনি সহজলভ্য।বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পাট চাষ করা হয়। পাটের কচি পাতা আমরা শাক হিসেবে খেয়ে থাকি। পাট পাতা সাধারণত ভাজি করে খাওয়ার পাশাপাশি তরকারি রান্না করতেও ব্যবহার করা হয়ে থাকে। গর্ভাবস্থায় পাট শাকের পাতার উপকারিতা অনেক।


আরো পড়ুন

My Banglalink app login করার সহজ নিয়ম

থাই সফেদা গাছে বেশি ফলন খেতে করণীয়

মাকাল ফলের উপকারিতা

নোয়াল ফলের উপকারিতা


পাট শাকের উপকারিতা বা পুষ্টিগুণ নিম্নে বিস্তারিত আলোচনা করা হলোঃ

১.  হাড় গঠন ও ক্ষয়পূরণ :
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে :
৩.  হৃদরোগ কমাতে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে:
৪. কোষ্ঠকাঠিন্য দূর করতে:
৫. ত্বকের উজ্জ্বলতা:
৬. হজম শক্তি বৃদ্ধিতে:
৭. কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণ:     
৮. পুষ্টিহীনতা কমাতে:
৯. ঔষধি হিসেবে:
১০. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে:
১১. রক্তে হিমোগ্লোবিন তৈরিতে:
১২. শিশুর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বৃদ্ধিতে:
১৩.  রক্তচাপ নিয়ন্ত্রণ:
১৪.খাবারের রুচি বৃদ্ধিতে:
১৫. মুখের ঘা দূর করতে :
১৬. নিদ্রাহীনতা দূর:
১৭. বাত ব্যথা দূর করতে:
১৮. চুলের জন্য উপকারী:

               স্বাস্থ্যের জন্য পাট শাকটি খুবই উপকারী। হাড় গঠন ও ক্ষয়পূরণ করতে সহায়তা করে থাকে। তাই গর্ভবতী মহিলাদের জন্য এই  খুবই উপকারী।

           দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে থাকে।

            হৃদরোগের ঝুকি কমাতে ও দৃষ্টি শক্তি বাড়াতে খুবই উপকারী।

            পাট শাক মূলত আশযুক্ত খাবার।তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে এটির কার্যক্ষমতা অনেক বেশি।

          ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে। পাটশাক নিয়মিত খেলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

          এই পাট শাকে আছে ভিটামিন সি ও ফাইবার যা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকে।

             কোলেস্টরলের মাত্রা কমাতে এর গুরুত্ব অপরিসীম।

           প্রতিদিন যদি আপনি পাট শাক খান তাহলে পুষ্টিহীনতার কিছুটা হলেও অভাব কমে।

             পাট শাক বিভিন্ন ঔষধি হিসেবে কাজ করে থাকে।

            পাট শাকে অধিক পরিমাণে খনিজ লবণ থাকে। খনিজ লবণ যেমন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন ফসফরাস সহ অনেক উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

            পাট শাক রক্তে হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

                পাট শাকে অধিক মাত্রায় ম্যাগনেসিয়াম থাকার কারণে শিশুর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বৃদ্ধিতে সহায়তা করে।

                 উচ্চরক্ত সঞ্চালন ও রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে।

                  খাবারের রুচি বৃদ্ধিতে সহায়তা করে থাকে। অর্থাৎ হজম ক্রিয়া সচল করে।

 প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে মুখের ঘা দূর করতে সাহায্য করে।

           নিদ্রাহীনতা দূর করে থাকে। যাদের ঘুম খুব কম। তারা যদি নিয়মিত পাট শাক খান তাহলে নিদ্রাহীনতা দূর হবে।

             বাত ব্যথা দূর করতে পাট পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

              পাট পাতা চুলের জন্য খুবই উপকারী। পাট পাতা বেটে চুলে কিছুসময় রেখে শ্যাম্পু করলে চুলের বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

 

পরিশেষে বলা যায় পাট পাতা বিভিন্ন ধরনের উপকার রয়েছে। আপনি যদি প্রতিদিন পাট পাতা খান তাহলে উক্ত উপকারগুলি পেতে পারেন।আপনি চাইলে সারা বছরই পাট পাতা খেতে পারেন। এজন্য আপনাকে যখন পাট গাছ লাগানো হয় তখন কিছু পাতা ছিড়ে রোদ্রে শুকিয়ে বয়ামে করে রাখতে পারেন।এটি মাছ দিয়ে ঝোল রান্না করে খেতে পারেন। এতে উপকারিতা কোন অংশে কমে না সাদটাও অনেক ভালো লাগে।


আরো পড়ুন

থাই জামরুল গাছে কলম করার সহজ উপায় 

থাই জামরুল গাছ চেনার সহজ উপায়

শাকের পরিচিতি

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়


click here




আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারো আমার সাইটটি  ভিজিট করবেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে আমার সাইটটিতে আমি পোস্ট করে থাকি। আমার সাইটে ভিজিট করলেই উক্ত পোস্টগুলি আপনারা দেখতে পারবেন।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url