টেলিটক সিম 4G করার নিয়ম 2022 | How to migrate teletalk sim 3G to 4G very easily

টেলিটক 3G সিমকে 4G করা অনেক সহজ। এর জন্য আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারেন। খুব সহজেই কিভাবে টেলিটক 3G সিমকে 4G করা যায়। এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি করতে থাকুন।


টেলিটক সিম 4G করার নিয়ম 2022

টেলিটক 3G সিমকে 4G করার উপায়ঃ

টেলিটক সিমের সুযোগ সুবিধা অনেক বেশি। টেলিটক সিম 4G করা অত্যন্ত সহজ। আপনি নিজেই ঘরে বসেই টেলিটক 3G সিমকে 4G করতে পারেন।

আরো পড়ুন
Upay account balance check

আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়

নোয়াল ফলের উপকারিতা

টেলিটক 3G সিমকে 4G করার উপায় নিম্নরূপঃ

১. আপনার টেলিটক সিম কি 3G থেকে 4G হবে কিনা সেটি দেখার জন্য প্রথমে আপনি মেসেজ অপশনে যাবেন।

২. মেসেজ অপশনে গিয়ে ckh লিখে 157 নাম্বারে send করবেন।

৩. সাথে সাথে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে আপনার সিমটি 4G হবে কিনা।

৪. সিম 4G করা গেলে মেসেজে লেখা থাকবে, 4G enable করতে বলবে এবং 111  number এ send করতে বলবে।

৫. 4G চালু করার জন্য মেসেজ অপশনে গিয়ে 4G লিখে 111 number এ send করব।

৬. Send করার পর আপনাকে একটি successfully  message দিবে।

৭. মেসেজটি পড়েই আপনি বুঝতে পারবেন আপনার সিমটি এখন 3G থেকে 4G হয়ে গেছে।

৮. এরপর মোবাইলটি রিস্টার্ট দিবেন।

৯. মোবাইলটি Restart দেয়ার পরে আপনি দেখতে পারবেন সিমটি এখন 4G দেখাচ্ছে। অর্থাৎ আপনার সিমটি এখন 3G থেকে 4G হয়ে গেছে।

 

পরিশেষে বলা যায়, টেলিটক সিমের অনেক সুযোগ-সুবিধা থাকার কারণে অধিকাংশ মানুষই এখন টেলিটক ব্যবহার করছেন। টেলিটক সিম থ্রিজি থেকে ফোরজি করা যেমন সহজ তেমনি ইন্টারনেটেরও বিভিন্ন অফারগুলি রয়েছে যেগুলি অল্প টাকায় আপনি অফারটি নিতে পারেন।


আরো পড়ুন
টেলিটকে ১৭ টাকায় ২ জিবি অফার 

খুব সহজেই উপায় মোবাইল রিসার্জ
নগদ কাস্টমার কেয়ার নাম্বার
টেলিগ্রাম ব্যবহারের সুযোগ-সুবিধা গুলি


click here



আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো অনেক বিষয় এর তথ্য আমার সাইটটিতে পাবেন। আশা করি আপনাদের উপকারে আসবে


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url