থাই জামরুল গাছ চেনার সহজ উপায় | থাই লাল জামরুল গাছের পরিচর্যা

বর্তমানে জামরুল গাছের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রজাতির যে গাছটি সেটি হলো থাই লাল জামরুল গাছ। আপনি এই গাছটি আপনার বাড়ির আঙ্গিনায় অথবা ছাদে টবে লাগাতে পারেন। এই গাছটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং অনেক ফল ধরে খেতেও অনেক সুস্বাদু। আজ আমি থাই লাল জামরুল গাছ চেনার সহজ উপায়গুলি নিয়ে আলোচনা করব। আপনি যদি সঠিকভাবে গাছটি চিনতে পারেন। তাহলে গাছ কেনার সময় আপনি ঠকবেন না। এর জন্য মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন। আপনাদেরই অনেক উপকারে আসবে।


থাই জামরুল গাছ চেনার সহজ উপায়


থাই লাল জামরুল গাছ চেনার সহজ উপায় :

বর্তমানে জামরুল এর বিভিন্ন ধরনের জাত রয়েছে। এর মধ্যে থাই জামরুল অন্যতম। এটি দেখতে যেমন চমৎকার খেতেও তেমনি সুস্বাদু। তাই দিন দিন এর চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে। বসতবাড়িতে লাগানোর পাশাপাশি বর্তমানে অনেকের ছাদে থাই জামরুল টপে লাগাতে দেখা যায়। জামরুল প্রচুর পরিমাণ হয়ে থাকে। থাইল্যান্ডের এ প্রজাতির ফল এবং ওখান থেকে নিয়ে আসার কারনে এটির নাম হয়েছে থাই জামরুল

আরো পড়ুন

জামরুলের মোরব্বা

আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়

থাই লাল জামরুল গাছ চেনার সহজ উপায় নিম্নরূপঃ

থাই লাল জামরুল চেনা অত্যন্ত সহজ। কারণ এর আলাদা কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যে বৈশিষ্ট্য গুলো দ্বারা আপনি খুব সহজেই চিনতে পারবেন কোনটি থাই জামরুলের গাছ।


১. থাই জামরুলের কচি পাতাগুলি লালচে রঙের হয়ে থাকে।

২. পাতা আকৃতি লম্বা ধরনের এবং কম চওড়া বিশিষ্ট হয়ে থাকে।

৩. দেশি জামরুলের তুলনায় পাতা ছোট  আকৃতির হয়ে থাকে।

৪. বিভিন্ন প্রজাতির কলমের জামরুল গাছগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি সম্পন্ন গাছ হচ্ছে থাই জামরুল।

৫. গুটি কলমের গাছ দ্রুত মোটা হয় এবং ফলও বেশি ধরে।

৬. জোড়া কলপ ব্যবহার করা গাছে বিভিন্ন প্রকার রোগ দেখা যায়। ডাল চিকন হওয়ার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।


৭. যখন গাছ কিনবেন তখন লক্ষ্য রাখবেন, গোড়া থেকে ৫-৬ ইঞ্চি পর্যন্ত কোন ডাল যেন না থাকে।

৮.  জামরুল কয়েকটি রং এর হয়ে থাকে। যেমন : লাল, সাদা, সবুজ ইত্যাদি।

৯.  সবচেয়ে খেতে সুস্বাদু থাই লাল জামরুল।

১০. বর্ষার সময় থাই লাল জামরুল গাছ লাগালোর উপযুক্ত সময়। তবে অন্য সময়ও লাগানো যেতে পারে।

১১. কলপের গাছ কেনার সময় আপনারা সব সময় ফল ধরা গাছ দেখে কেনার চেষ্টা করবেন।

 

পরিশেষে বলা যায়, থাই জামরুল গাছ দ্রুত বৃদ্ধি সম্পন্ন গাছ এবং এর ফল দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু। আপনি স্বল্প পরিসরে এ গাছটি লাগাতে পারেন। জামরুল গাছে অধিক পরিচর্যার প্রয়োজন হয় না।


Click here

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

থাই লাল জামরুল গাছে ফুল ও ফল না আসার কারণ

জামরুলের উপকারিতা

থাই জামরুল গাছে কলম করার সহজ উপায় 
 


click here




আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম নানা বিষয়ে তথ্য আমার সাইটটিতে পাবেন। আশা করি সেগুলি আপনাদের ভাল লাগবে এবং উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url