Windows 10 Computer দিয়ে Wi-Fi চালানোর সহজ উপায় | How to connect Wi-Fi

আশা করি বন্ধুরা সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় শেখাতে যাচ্ছি।আজ আমি কিভাবে windows 10 computer দিয়ে wifi চালাতে পারেন। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন।

 

Windows 10 Computer দিয়ে Wi-Fi চালানোর সহজ উপায়

Windows 10 Computer দিয়ে Wi-Fi চালানোর সহজ উপায়ঃ

Windows 10 Computer দিয়ে wi-fi চালানো অনেক সহজ। এর জন্য আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য করলেই হবে। আপনি খুব সহজে নিজেই এ কাজটি করতে পারেন। আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই।

Windows 10 Computer দিয়ে Wi-Fi চালানোর সহজ উপায় নিম্নরূপ :

১. কম্পিউটার ওপেন করার পর নিচের দিকে ডান পাশে পৃথিবী মানচিত্রের মত একটি আইকন দেখতে পারবেন।

২. উক্ত আইকনটিতে ক্লিক করবেন।

৩. ক্লিক করলে যেগুলি আপনার কানেক্ট করা আছে সেগুলি দেখতে পাবেন।

৪. এর মধ্য থেকে যেটিতে আমরা কানেক্ট করতে চাই ওইটিতে আমরা ক্লিক করব।

৫. যে ইন্টারফেস আসবে, সেখানে Connect automatically তে টিক মার্ক দিবেন।

৬. টিক মার্ক দিবেন এবং connect লেখায় ক্লিক করবেন।

Note: প্রথমবার টিক দেওয়ার পর দ্বিতীয়বার যখন কম্পিউটার ওপেন করবেন। তখন  automatically connect হবে।

৭. যে ইন্টারফেস আসবে, Enter the network security key তে password টি লিখে দিবেন।

 
Note: আপনি যদি পাসওয়ার্ডটি দেখতে চান। তাহলে পাসওয়ার্ড এর লাইনে ডান পাশে চোখের আইকন আছে।  ওখানে ক্লিক করলে দেখতে পারবেন।

৮. পাসওয়ার্ড দেওয়ার পর Next এ ক্লিক করবেন।

৯. যে ইন্টারফেস আসবে, একটি মেসেজ দেখতে পাবেন।

১০. বাসাতে বা কাজের জায়গায় হলে Yes দিতে পারেন।

১১. এবার connect sequire দেখাচ্ছে।

১২. অর্থাৎ wi-fi Network এ যুক্ত হয়ে গিয়েছে।

১৩. এবার আপনি চেক করার জন্য যে কোন ব্রাউজার এ গিয়ে সার্চ দিবেন।

১৪. তাহলে আপনি বুঝতে পারবেন wi-fi network এ যুক্ত হয়ে গিয়েছে।

Note : তারপর আপনি নিচের দিকে ডান পাশে একটি চিহ্ন দেখতে পাবেন। উক্ত চিহ্ন দেখলে ও বুঝতে পারবেন Wi-fi Network এ যুক্ত হয়েছে।


Click here

 What is an Html Tag 

 How to find out Wi-Fi password

 

ক্লিক ভিডিও  


আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url