Windows 10 laptop সঠিকভাবে অন বা অফ করার নিয়ম | Windows 10 laptop

আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমি Windows 10 Laptop কিভাবে অন এবং অফ করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা যদি Laptop টি একটি নিয়মে অফ এবং অন করেন। তাহলে ল্যাপটপটি অনেক দিন লাস্টিং করবে। আর তাই এর জন্য মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন।

 

Windows 10 laptop সঠিকভাবে অন বা অফ করার নিয়ম
 

Windows 10 Laptop সঠিক ভাবে অন বা অফ করার নিয়ম:

Windows 10 Laptop সঠিক ভাবে অন এবং অফ করার নিয়ম অনেক সহজ। আপনারা যদি সঠিকভাবে অন এবং অফ করেন তাহলে কম্পিউটারটি অনেকদিন লাস্টিং করবে। তাই এ বিষয়টি শিখে রাখা আপনাদের অত্যন্ত জরুরী। যারা বিশেষ করে Windows 10 Laptop ব্যবহার করে থাকেন।

Windows 10 Laptop সঠিক ভাবে অন করার নিয়ম নিম্নরূপ :

১. ল্যাপটপের কিবোর্ডের একেবারে উপরের লাইনে ডানপাশে পাওয়ার চিহ্ন দেখতে পাবেন।

২. Windows 10 Laptop টি  on করার জন্য Power চিহ্নের উপর ক্লিক করবেন। তাহলে ল্যাপটপটি ওপেন হবে।ল্যাপটপটি ওপেন হতে ১-২ মিনিট সময় লাগতে পারে।

Windows 10 Laptop সঠিক ভাবে অফ করার নিয়ম :

Windows 10 Laptop অফ করা অনেক সহজ। আপনারা যদি এভাবে অফ করেন তাহলে আপনাদের কম্পিউটারটা অনেকদিন লাস্টিং করবে।

১. Laptop টি ওপেন হওয়ার পর ল্যাপটপের বাম পাশের নিচের দিকে start মেনু দেখতে পাবেন।

২. Start মেনুতে ক্লিক করবেন।

৩. যে ইন্টারফেস আসবে, ওখান থেকে  Power অপশনে ক্লিক করবেন।

৪. যে ইন্টারফেস আসবে, shut down এ  ক্লিক করবেন। তাহলে ল্যাপটপটি অফ হবে।


পরিশেষে বলা যায়, এভাবে খুব সহজেই আপনার ল্যাপটপটিও অন বা অফ করতে পারেন।


আরো পড়ুন

জীবন বদলে দেওয়ার মতো বাণী
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়
আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়
Windows 10 computer দিয়ে Wi-Fi চালানোর সহজ উপায়




click here

আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারো আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার সাইটে আমি পোস্ট করে থাকি। আশা করি, পোস্টগুলি পড়লে আপনাদেরই অনেক উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url