How To Open Nagad Account 2022 | নগদ একাউন্ট খোলার পদ্ধতি

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং রয়েছে তার মধ্যে নগদ অন্যতম।আপনার যদি নগদ একাউন্ট খোলা থাকে তাহলে নগদ ব্যবহারের মাধ্যমে আপনি ওখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিতে পারেন।আজ আমি আপনাদের কিভাবে নগদ একাউন্ট খুলতে হয় এই বিষয়টি শেখাব।এজন্য পোস্টটি পড়তে থাকুন।আশা করি এ বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন।

 

how To Open Nagad Account 2022

নগদ একাউন্ট খোলার পদ্ধতি:

নগদ একাউন্ট খোলা অনেক সহজ। আপনি নিজেই নগদ একাউন্ট খুলতে পারেন। এজন্য আপনাকে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই।


 আরো পড়ুন

 জীবন বদলে দেওয়ার মত বাণী

 থাই জামরুল গাছ চেনার সহজ উপায় 

খুব সহজেই নগদ উপবৃত্তির টাকা দেখুন

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

খুব সহজেই নগদ একাউন্ট খুলুনঃ

১. সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। 


২. Nagad App টি ইন্সটল করে ওপেন করে নিতে হবে।


৩. Open এ ক্লিক করার পর যে ইন্টারফেস আসবে নিচের দিকে রেজিস্ট্রেশন করুন এ ক্লিক করবেন।


৪. যে ইন্টারফেস আসবে, মোবাইল নাম্বার দিতে হবে।


৫. তারপর পরবর্তী ধাপ লেখায় ক্লিক করবেন।


৬. যে ইন্টারফেস আসবে, মোবাইল অপারেটর সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি যে সিমে নগদ একাউন্টটি করতে চান।


৭. তারপর পরবর্তী ধাপে ক্লিক করব।


৮. যে ইন্টারফেস আসবে, জাতীয় পরিচয় পত্র চাইবে অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের সামনের অংশটুকু স্ক্যান করুন লেখা থাকবে।


৯. ওখানে ক্যামেরার যে আইকন রয়েছে ক্লিক করবেন।
১০. allow চাইবে allow তে ক্লিক করবেন।


১১. তারপর সুন্দর করে ছবি তুলব। ছবি তোলার পর নিচের টিক চিহ্নে ক্লিক করব।


১২. আমি টেনে আইডি কার্ড রয়েছে অতটুকু রেখে বাকি অংশটুকু বাদ দিব এবং টিক চিহ্নে ক্লিক করব।


১৩. তাহলে দেখা যাবে এনআইডি কার্ডটি বসে যাবে।


১৪. নিচে যে ক্যামেরা আইকন রয়েছে ক্লিক করে এনআইডি এর উল্টো পাশের অংশ দিয়ে দিব।


১৫. ওখান থেকে সুন্দর করে ছবি তুলে নিব। আবারও টিক চিহ্নে ক্লিক করব। ছবিটি যাতে সুন্দর করে বসানো হয় এবং কোন ঝাপসা না থাকে এদিকে খেয়াল করে ছবি তুলবেন।


১৬. এনআইডি কার্ডের এপিট ওপিট দুইটি দেওয়া হলে নিচের দিকে ডান পাশে পরবর্তী নামক যে বাটন রয়েছে ওখানে ক্লিক করবেন।


১৭. যে ইন্টারফেস আসবে,ওখানে এনআইডি এর যাবতীয় সব কিছু দেখতে পারবেন। নিচের দিকে ডান পাশে পরবর্তী বাটনে ক্লিক করবেন।


১৮. যে ইন্টারফেস আসবে, পুরুষ না মহিলা সিলেক্ট করে দিবেন।


১৯. লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত দিব।


২০. পেশা চাকরিজীবী দিব।

 
২১. মুনাফা গ্রহিতা অ্যাকাউন্ট না দিলেও সমস্যা নেই।

 
২২. নিচের দিকে ডান পাশে পরবর্তী বাটনে ক্লিক করব।


২৩. যে ইন্টারফেস আসবে, আপনার ছবি তুলতে হবে।


২৪. অবশ্যই আপনাকে চোখের পলক ফেলতে হবে। চোখের পলক না ফেললে ছবি উঠবে না। চোখে যদি আপনার চশমা থাকে সেটা খুলে রাখবেন।


২৫. ডান পাশে পরবর্তী নামে লেখায় ক্লিক করবেন।


২৭. যে ইন্টারফেস আসবে, ট্রেড লাইসেন্স থাকলে দিতেও পারেন নাও দিতে পারেন।


২৮. এক্ষেত্রে স্কিপ করুন বাটনে ক্লিক করবেন।


২৯. যে ইন্টারফেস আসবে, আপনাকে স্বাক্ষর দিতে হবে। মোবাইলের যে স্ক্রিনটি আসবে ওখানে আপনাকে হাতে লিখে সাক্ষ্য দিতে হবে।


৩০. উপরে লেখা দেখা যাবে কি কি শর্তাবলী রয়েছে এগুলি ভালোভাবে পড়ে নিবেন। তারপর নিচের লাইনে টিক চিহ্ন দিবেন।


৩১. পরবর্তী বাটনে ক্লিক করবেন।


৩২. যে ইন্টারফেস আসবে, ওখানে ছবি এনআইডি স্বাক্ষর সবকিছুই দেখাবে।


৩৩. ওখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করবেন।


৩৪. যে ইন্টারফেস আসবে, সবকিছু দেখাবে আবারো আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন।


৩৫. এবার আপনার ফোনে একটি কোড যাবে।


৩৬. আপনি যে ফোন থেকে নগদ একাউন্ট খুলেছেন সেই ফোনে অবশ্যই সিমটি থাকতে হবে।


৩৭. অন্য ফোনে থাকলে কোড গেলে কোডটি  বসবে না।


৩৮. আপনাকে কোডটি বসাতে হবে না। অটোমেটিক কোডটি বসে যাবে। 


৩৯. তারপর পিনের অপশন চলে আসবে। পিন দিবেন।


৪০. উপরে যে পিন নাম্বার দিয়েছেন নিচেও দিয়ে দিবেন।


৪১. তারপর Submit বাটনে ক্লিক করবেন।


৪২. আপনার অ্যাকাউন্ট এখনই তৈরি হয়ে যাবে।


৪৩. যে ইন্টারফেস আসবে, সেখানে নগদ অ্যাপে স্বাগত লেখা দেখাবে।


৪৪. আপনি এটা দেখে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে।


৪৫. এবার নগদের পুরো ইন্টারফেসটি দেখতে পাবেন।


৪৬. ব্যালেন্স দেখতে পারবেন শূন্য টাকা আছে।


৪৭. নিচের দিকে ডান পাশে যে চিহ্ন দেখবেন ওখানে ক্লিক করে আপনি নাম ভাষা বা অন্যান্য বিষয়গুলি সেট করতে পারেন।


৪৮. নামের পাশে পেন্সিল আইকনে ক্লিক করে নাম লিখে save এ ক্লিক করবেন।


৪৯. আপনি যদি আরও অপশন সেট না করতে পারেন তাহলে সমস্যা নাই। 

 

পরিশেষে বলা যায়, আপনি এভাবেই নগদ একাউন্ট ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনি নগদ একাউন্টের সকল সুযোগ সুবিধা গুলি পেতে পারেন।


আরো পড়ুন

Merchant bkash app payment 
থাই জামরুল গাছ চেনার সহজ উপায় 
বিকাশ একাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম
টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড
How to check GP minute balance


click here



আমার সাইটে ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারো আমার সাইটে  ভিজিট করবেন। এরকম অনেক বিষয়ের তথ্য আমার সাইটে পাবেন। আশাকরি আপনাদেরই উপকারে আসবে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url