দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন | how to check sure balance in mobile

 আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আজ আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমি শিওর ক্যাশের ব্যালেন্স চেক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা অনেকেই শিওর ক্যাশ সম্পর্কে কমবেশি জানেন। আর যারা জানেন না তারা এই লেখাটি পড়লে কিভাবে শিওর ক্যাশের ব্যালেন্স চেক করতে হয় এ বিষয়ে সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন। এতে করে আপনাদেরই উপকারে আসবে।

দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন

 দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন

শিওর অ্যাকাউন্ট করা থাকলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেগুলি আপনি খুব সহজে পেতে পারেন। উপবৃত্তি টাকা উঠানোর ক্ষেত্রে শিওর ক্যাশের বিকল্প নাই। কারণ এই উপবৃত্তি টাকা আসে শিওর ক্যাশের মাধ্যমে। এছাড়াও শিওর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। তাই অবশ্যই আপনার একটি একাউন্ট খোলা আবশ্যক। তাহলে আপনি ব্যালেন্স চেক করা থেকে শুরু করে আরও অন্যান্য ধরনের সুযোগ-সুবিধাগুলি নিতে পারবেন।শিওর সাধারণত ছয়টি ব্যাংকের আন্ডারে করা যায়। তবে রূপালী ব্যাংকের আন্ডারেই সবাই করে থাকে।
 

 আরো পড়ুন

Merchant bkash app payment 
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়
আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায় 
বিকাশে টাকা পাঠানোর দুইটি উপায়

থাই জামরুল গাছ চেনার সহজ উপায়

  শিওর ব্যালেন্স চেক করার পদ্ধতি নিম্নরূপ

১. সর্বপ্রথম আপনাকে মোবাইলের ডায়ালে এ গিয়ে *495# লিখে ডায়াল করবেন যে সিমে শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স রয়েছে।

২. যে ইন্টারফেস আসবে,  My account  লেখাটি কত নং এ আছে সেটি cancel লেখার উপরের লাইনে লিখে  send এ ক্লিক করবেন।

Note: আমার My account লেখাটি 5 নং এ আছে। তাই আমি cancel লেখার উপরের লাইনে 5 লিখে send এ ক্লিক করব।

৩. যে ইন্টারফেস আসবে, check balance  কত নাম্বারে আছে সেটি cancel লেখার উপরের লাইনে লিখে send এ ক্লিক করবেন।

Note: আমার check balance কথাটি 1নং লেখা আছে। তাই আমি cancel লেখার উপরের লাইনে 1 লিখে send এ ক্লিক করব।

৪. যে ইন্টারফেস আসবে, সেখানে আপনার শিওর ক্যাশ একাউন্টের PIN নাম্বারটি দিয়ে send এ ক্লিক করবেন।

 send এ ক্লিক করার পর আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটি দেখতে পারবেন।

 

 পরিশেষে বলা যায় শিওর ব্যালেন্স চেক করা অনেক সহজ। আপনি নিজেই ব্যালেন্স চেক করতে পারেন আপনার যদি শিওর একাউন্ট খোলা থাকে এবং এর থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে পারেন।


আরো পড়ুন

How to open Nagad account 2022
বিকাশ একাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম

খুব সহজেই নগদ উপবৃত্তির টাকা দেখুন

how to Banglalink new internet offer



আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আমার সাইটে আমি লিখে থাকি। আশা করি আপনারা ভিজিট করলে উক্ত লেখাগুলি পড়তে পারবেন এবং উক্ত লেখাগুলি আপনাদের কোন না কোন উপকারে আসবে। আপনাদের ভাল লাগলে ও উপকারে আসলেই আমার লেখার সার্থকতা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url