খুব সহজেই নগদ উপবৃত্তির টাকা দেখুন | নগদ প্রাইমারি উপবৃত্তির টাকা দেখার নিয়ম

আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আজ আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।এটি হল মোবাইলে ডায়াল করে কিভাবে আপনি নগদ এর মাধ্যমে খুব সহজেই উপবৃত্তির টাকা দেখবেন।আপনি যদি মনোযোগ সহকারে পোষ্টটি পড়েন তাহলে আপনি নিজেই নগদ ব্যালেন্স চেক এর মাধ্যমে এটি দেখতে পারবেন।

 

খুব সহজেই নগদ উপবৃত্তির টাকা দেখুন

খুব সহজেই নগদ উপবৃত্তির টাকা দেখুনঃ

 আরো পড়ুন

খুব সহজেই উপায় মোবাইল রিচার্জ
দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

১. নগদ উপবৃত্তি টাকা দেখা অনেক সহজ। আপনি নিজেই নগদ একাউন্ট এর মাধ্যমে টাকা দেখতে পারেন।

২. সর্বপ্রথম আপনাকে মোবাইলের ডায়াল অপশন এ গিয়ে *167# লিখে ডায়াল করবেন। অর্থাৎ যে সিমে নগদ একাউন্ট খোলা আছে।

৩. যে ইন্টারফেস আসবে, My Nagad লেখাটি কত নাম্বার অপশনে আছে সেটি cancel লেখার উপরের লাইনে লিখে send এ ক্লিক করবেন।

Note: My Nagad লেখাটি 7 নম্বর এ রয়েছে। তাই cancel লেখার উপরে 7 লিখে send এ ক্লিক করব।

৪. যে ইন্টারফেস আসবে, যেহেতু আমরা উপবৃত্তির টাকা দেখতে চাই সেহেতু Balance Enquiry লেখা যে নাম্বারটিতে আছে উক্ত নাম্বারটি cancel লেখার উপরে লিখে send এ ক্লিক করব।

Note: আমার 1.BalanceEnquiry লেখাটি 1 নাম্বারটিতে রয়েছে। সেহেতু cancel লেখার উপরে লাইনে 1 লিখে send এ ক্লিক করব।

৫. যে ইন্টারফেস আসবে, Enter PIN এখানে নগদে দেওয়া পিন নাম্বার দিয়ে send এ ক্লিক করব।

৬. যে ইন্টারফেস আসবে, আপনি ব্যালেন্স দেখতে পারবেন। অর্থাৎ উপবৃত্তি কত টাকা এসেছে সেটি দেখতে পারবেন।

৭. Main Manu তে ফিরে যেতে, cancel লেখার উপরে 0 লিখে send এ ক্লিক করলে Main Manu তে ফিরে যেতে পারবেন।


পরিশেষে বলা যায়, এভাবেই আপনি খুব সহজেই উপবৃত্তির টাকা নগদ একাউন্টের মাধ্যমে দেখতে পারবেন। যদি আপনার নগদ একাউন্ট খোলা থাকে।

 

আরো পড়ুন
How to open Nagad account 2022
Nagad balance check code 2022

নগদ কাস্টমার কেয়ার নাম্বার
আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়


আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটে ভিজিট করবেন। এ রকম আরো অনেক বিষয়ে তথ্য আমার সাইটটিতে পাবেন। আশা করি,সেগুলি আপনাদেরই উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url