My Banglalink App login করার সহজ নিয়ম | কিভাবে bl app account খুলবেন

আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আজ আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কিভাবে নিজেই My Banglalink App একাউন্ট খুলবেন। অর্থাৎ কিভাবে আপনি খুব সহজেই বাংলালিংক একাউন্টে login করবেন। এর জন্য মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন। আশা করি আপনাদেরই উপকারে আসবে।


 

My Banglalink App login করার সহজ নিয়ম

খুব সহজেই My Banglalink App অ্যাকাউন্ট তৈরি করুন

আপনি যদি বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন। অবশ্যই আপনাদের  মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করা উচিত।কারণ বাংলালিংক apps ব্যবহারের মাধ্যমে সহজেই বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যায়। এছাড়াও ব্যালেন্স চেক করা, বিভিন্ন ইন্টারনেট অফার পেতে, মিনিট ব্যালেন্স পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেটি আপনি এই অ্যাপএ লগইন করার মাধ্যমে উক্ত সুযোগ গুলি পেতে পারেন।

আরো পড়ুন 

দ্রুত শিওর ব্যালেন্স চেক
থাই জামরুল গাছ চেনার সহজ উপায় 
নগদ কাস্টমার কেয়ার নাম্বার
খুব সহজেই উপায় মোবাইল রিচার্জ


মাই বাংলালিংক এ লগইন করার নিয়ম নিম্নরূপঃ 

১. গুগল প্লে স্টোর এ গিয়ে My Banglalink লিখে সার্চ দেবেন।
২. তারপর My Banglalink  অ্যাপটি দেখতে পারবেন।

আপনি নিজেই বাংলালিংক অ্যাপে লগইন করতে পারেন। এটি লগইন করা খুবই সহজ। লগইন করার মাধ্যমে আপনি উক্ত অ্যাপ এর সকল ধরনের সুযোগ সুবিধা পেতে পারবেন।

৩.  এটি ইন্সটল করে Open এ ক্লিক করবেন।

৪. যে ইন্টারফেস আসবে, নিচের দিকে sign up এ ক্লিক করবেন।

৫. যে ইন্টারফেস আসবে, আপনার বাংলালিংক নাম্বারটি দিবেন।

৬. তারপর নিচের দিকে Get PIN এ ক্লিক করবেন।

৭. বাংলালিংক নাম্বারটিতে একটি মেসেজ যাবে।

৮. উক্ত মেসেজে একটি Verify PIN দেখতে পাবেন।

৯. উক্ত Verify PIN টি দিতে হবে।

১০. তারপর নিচে Verify PIN এ ক্লিক করবেন।

১১. যে ইন্টারফেস আসবে, আপনাকে একটি  strong পাসওয়ার্ড দিতে হবে।

১২.  আপনি একটি strong পাসওয়ার্ড দিবেন।

১৩.  দুইটি বক্সে একই পাসওয়ার্ড দিতে হবে।

১৪. পাসওয়ার্ড অবশ্যই ৮ সংখ্যার নিচে হবে না।

Note: পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। কারণ আপনি যদি অন্য কোন মোবাইল থেকে মাই বাংলালিংক অ্যাপটি ওপেন করতে চান। তাহলে অবশ্যই পাসওয়ার্ড চাইবে। এজন্য password টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পাসওয়ার্ড না দেন তাহলে অ্যাপসটি ওপেন করতে পারবেন না।

১৫. পাসওয়ার্ড দেয়ার পর নিচের দিকে sign up এ ক্লিক করবেন।

১৬. যে ইন্টারফেস আসবে, আপনি কি নামে খুলবেন উক্ত নামটি দিবেন। জন্ম তারিখ, ফটো এটা দিয়েও দিতে পারেন। তবে না দিলে কোন সমস্যা নাই। এবার Ok তে ক্লিক করবেন।  

১৭. ক্লিক করার পর এপ্লিকেশনটি ওপেন হবে।

১৮. এখন মাই বাংলালিংকের পুরো ইন্টারফেসটি দেখতে পারবেন।

এখান থেকে আপনার ব্যালেন্স কত আছে, ইন্টারনেট অফার, এমবি অফার, মিনিট প্যাক সহ আরো অন্যান্য বিষয়গুলি দেখতে পারবেন এবং এগুলি ব্যবহারের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন।


পরিশেষে বলা যায়, এভাবেই আপনি খুব সহজেই মাই বাংলালিংক অ্যাকাউন্ট  এ login করতে পারবেন এবং উক্ত অ্যাপের সকল সুযোগ-সুবিধাগুলি পেতে পারবেন।


 আরো পড়ুন

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল  পরিশোধ

how to Banglalink new internet offer
Nagad balance check code 2022


 click here




আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো অনেক বিষয়ে তথ্য আমার সাইটটিতে পাবেন। যে বিষয়গুলো আপনাদের কোন না কোন উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url