Upay Account Balance Check | খুব সহজেই মোবাইল কোড ডায়াল করে উপায় ব্যালেন্স চেক করুন

আজ আমি আপনাদের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি বাংলাদেশের বর্তমানে খুবই জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠানের একটি সংস্থা। যেটির নামের সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত। আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে খুব সহজেই মোবাইলে কোড ডায়াল করে উপায় এর একাউন্ট ব্যালেন্স চেক করা যায়। এর জন্য আপনারা ধৈর্য সহকারে পোস্টটি পড়তে থাকুন।

 

Upay Account Balance Check

উপায় একাউন্ট ব্যালেন্স চেক

বর্তমানে জনপ্রিয় অনেকগুলি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী সংস্থা রয়েছে। এর মধ্যে উপায় অন্যতম। উপায় এর মাধ্যমে খুব সহজেই আপনি আপনার ব্যালেন্স চেক করা থেকে শুরু করে আরো অনেক ধরনের সুযোগ  সুবিধা পেতে পারেন। অনেক সুযোগ সুবিধা থাকার কারণে অনেকেই উপায় ব্যবহার করছে। এই কারনে উপায় ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আরো পড়ুন 

আপেলের বীজ থেকে চারা তৈরি সবচেয়ে সহজ উপায়
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়
টেলিগ্রাম ব্যবহারের সুযোগ সুবিধা গুলি

আপনি নিজেই উপায় অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করুন

মোবাইলে উপায় একাউন্ট ব্যালেন্স চেক করা অনেক সহজ। আপনি নিজেই উপায় একাউন্ট ব্যালেন্স চেক করতে পারেন। এর জন্য অবশ্যই আপনার একটি উপায় অ্যাকাউন্ট থাকতে হবে।

Upay Account Balance Check

১. সর্বপ্রথম আপনাকে মোবাইলে ডায়াল অপশন এ যেয়ে *268# লিখে যে সিমে উপায় অ্যাকাউন্ট খোলা আছে উক্ত সিমে ডায়াল করুন।

২.  যে ইন্টারফেস আসবে, My upay কত নাম্বারে লেখা আছে উক্ত নাম্বারটি cancel লেখার উপরের লাইনে লিখে send এ ক্লিক করবেন।
Note: আমার My upay লেখাটি 7 নাম্বারে আছে। তাই আমি cancel লেখার উপরে লাইনে 7 লিখে send এ ক্লিক করব।

৩. যে ইন্টারফেস আসবে, Check Balance  কত নাম্বারে আছে সেটি cancel লেখার উপরের লাইনে লিখে send এ ক্লিক করবেন।

Note: আমার Check Balance কথাটি 1 নম্বরটিতে আছে। তাই আমি cancel লেখার উপরের লাইনে 1 লিখে send এ ক্লিক করব।

৪. যে ইন্টারফেস আসবে, সেখানে Upay PIN  নাম্বারটি দিয়ে Send এ ক্লিক করবেন।

৫. send এ ক্লিক করার পর আপনি আপনার উপায় ব্যালেন্স দেখতে পারবেন।

এভাবে মূলত উপায় এর ব্যালেন্স চেক করা হয়ে থাকে।



পরিশেষে বলা যায়, উপায় অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা অনেক সহজ। আপনার যদি উপায় অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি নিজেই উক্ত লেখাটি ভালোভাবে যদি পড়েন। তাহলে ব্যালেন্স চেক করতে কোন সমস্যাই হবে না।

 আরো পড়ুন

জামরুলের মোরব্বা

পরাজিত না হওয়া

টেলিটক সিমের প্রয়োজনীয় সকল কোড

my banglalink app login করার সহজ নিয়ম


click here




আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা আবারো আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো অনেক তথ্য আমার সাইটটিতে পাবেন। উক্ত তথ্যগুলি আপনাদেরই উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url