Important question of the world cup football 2022 | ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল

 আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। ২০ শে নভেম্বর থেকে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ শুরু হচ্ছে এবং ফাইনাল ১৮ ডিসেম্বর। স্বাগতিক দেশ কাতার। মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ। মোট ৩২ টি দল অংশগ্রহণ করছে। আজ আমি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর জন্য আপনারা মনোযোগ সহকারে পোস্টটি পড়তে থাকুন। তাহলে আপনারা এ বিষয়ে সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন।

 

Important question of the world cup football 2022

 Important question of the world cup football 2022

ফুটবল প্রেমীদের কাছে বিশ্বকাপ ফুটবল মানে অন্য রকম আনন্দ। কারণ প্রত্যেকেই একটি স্বতন্ত্র দল পছন্দ করে থাকে। সকলের মনেই কৌতূহল থাকে কোন দল জয়ী হবে। যে, যে দলটি সিলেক্ট করে সে চায় তার পছন্দের দলটি বিজয়ী হোক।

আরো পড়ুন

Examples of past perfect tense 
Degree English grammar 
Tense definition and classification
FIFA world cup football 2022

২০২২ সালের বিশ্বকাপ ফুটবল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিম্নরূপঃ

বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ - কাতার

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ - ৮টি

বিশ্বকাপ ফুটবলের সময়কাল শুরু - ২০ নভেম্বর,২০২২

বিশ্বকাপ ফুটবল ফাইনাল - ১৮ ডিসেম্বর,২০২২

বিশ্বকাপ ফুটবল ম্যাচ  - ৬৪টি

বিশ্বকাপ ফুটবলের দল -৩২টি

মধ্যপ্রাচ্যের দেশগুলির  মধ্যে প্রথম বিশ্বকাপ - কাতারে

বিশ্বকাপ ফুটবলের ভেন্যু - ৮টি

বিশ্বকাপ ফুটবলের থিম সং -  Hayya Hayya (Better Together)

রোনালদো কোন দেশের খেলোয়াড় - পর্তুগাল

বিশ্বকাপে রেফারির সংখ্যা - ৩৬ জন

বিশ্বকাপে সহকারী রেফারির সংখ্যা - ৬৯ জন

বিশ্বকাপে নারী রেফারি - ৩ জন

বিশ্বকাপে সহকারী নারী রেফারি - ৩ জন

করোনা নিয়ন্ত্রণ বিষয়টি বিবেচনা রেখে বিশ্বকাপে খরচ হবে - ২২,৬৪,০০০ কোটি টাকা।

কাতার বিশ্বকাপে অংশ নিচ্ছে মুসলিম দেশ - ৬ টি

কাতার বিশ্বকাপের মোট প্রাইজমানি - ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার

বিশ্বকাপের সময় বন্ধ রাখা হবে- দেশের সকল বিশ্ববিদ্যালয়

সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে - লুসাইল আইকনিক স্টেডিয়ামে

লুসাইল আইকনিক স্টেডিয়ামে কয়টি মেচ অনুষ্ঠিত হবে - ১০ টি

লিওনেল মেসি কোন দেশের খেলোয়াড় - আর্জেন্টিনা


আরো পড়ুন
world cup football important matches 2022
টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়
দ্রুত শিওর ব্যালেন্স চেক করুন
 

 

Click here


আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমার সাইটটিতে আমি লিখে থাকি। আশা করি সেগুলি পড়লে আপনাদের অনেক উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url