টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায় | how to create telegram account easily

আশা করি বন্ধুরা আপনারা ভালোই আছেন। আজ আমি আপনাদের কিভাবে টেলিগ্রাম একাউন্ট খুলবেন এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। টেলিগ্রাম একাউন্ট খোলা খুবই সহজ এবং এটি বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আপনারা যদি এই লেখাটি পড়েন তাহলে এ বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন।

 

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

খুব সহজেই টেলিগ্রাম একাউন্ট তৈরি

টেলিগ্রাম একাউন্ট তৈরি করা খুবই সহজ। আপনি যদি এই লেখাটি খুব ভালোভাবে পড়েন তাহলে আপনি নিজেই টেলিগ্রাম একাউন্ট খুলতে পারবেন। এরজন্য আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না।

আরো পড়ুন  

টেলিগ্রাম ব্যবহারের সুযোগ-সুবিধা গুলি

 Important question of the world cup 2022

 World cup football important matches 2022

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায় নিম্নরূপঃ

টেলিগ্রাম হচ্ছে  গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম গুলোর একটি। শুধুমাত্র যোগাযোগই নয় টেলিগ্রাম একাউন্টের দ্বারা অনলাইন ইনকাম করা, অনলাইনে ক্লাসের ভিডিও পাঠানো প্রভৃতি সম্ভব। তাই টেলিগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন সুযোগ-সুবিধা থাকার কারণে টেলিগ্রাম ব্যবহারকারী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 

১. সর্বপ্রথম Google play store এ গিয়ে Telegram লিখে search দিব।


২. তারপর Telegram install করে open এ ক্লিক করবো।
৩. যে ইন্টারফেস আসবে, Start Messaging লেখায় ক্লিক করব।


৪. Continue তে ক্লিক করব। Permission চাইলে Allow তে ক্লিক করব।

৫. যে ইন্টারফেস আসবে,Choose a country তে ক্লিক করবেন। তারপর আপনি যে দেশের উক্ত country select করে দিবেন।

৬. Choose a Country এর নিচে phone number দিতে হবে। আপনার যে নাম্বারটিতে Telegram account খুলতে চান উক্ত নাম্বারটি 0 বাদে বাকি ১০ ডিজিট লিখে দিবেন।

৭. তারপর নিচের দিকে এরো বাটনে ক্লিক করবেন।

৮. Continue তে ক্লিক করবেন।

৯. Allow তে ক্লিক করবেন। একটু load নিবে। অপেক্ষা করতে হবে।

১০. আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন উক্ত নাম্বারে ডিজিট এর একটি কোড যাবে।

১১. যে ইন্টারফেস আসবে, ওখানে ৫ ভিজিটের কোডটি বসিয়ে দিবেন।

১২. তারপর যে ইন্টারফেস আসবে, সেখানে আপনি প্রথম লাইনে আপনার First Name দিবেন এবং দ্বিতীয় লাইনে Last Name দিবেন।

১৩. বাম পাশের দিকে আপনি ক্যামেরা আইকন দেখতে পারবেন।

১৪. ওখানে ক্লিক করে গ্যালারি থেকে ছবিটি সেট করতে পারেন।

১৫. ছবি না দিলেও কোন সমস্যা নেই।

১৬. গ্যালারি থেকে ছবি আপলোড দিতে চাইলে allow চাইলে দিয়ে দিবেন।

১৭. তারপর নিচের দিকে ডান পাশের অ্যারো চিহ্নে ক্লিক করবেন।

১৮. এবার Continue তে ক্লিক করবেন। তারপর allow তে ক্লিক করবেন।

১৯. উপরের দিকে connecting  লেখা দেখতে পাবেন।

২০. টেলিগ্রাম অ্যাকাউন্ট connecting এর জন্য একটু অপেক্ষা করবেন।

২১. এবার টেলিগ্রামের ইন্টারফেস দেখতে পাবেন।

২২. আপনার যদি কন্টাক্ট এ যে নাম্বারগুলি save আছে। তারা যদি কেউ টেলিগ্রাম ব্যবহার করে থাকে। তাহলে তাদের প্রোফাইল দেখতে পাবেন।

২৩. টেলিগ্রামের উপরের দিকে বাম পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংসহ আরো অন্যান্য অপশনগুলি ওখান থেকে সেট করে নিতে পারবেন।


পরিশেষে বলা যায়, আপনি চাইলে খুব সহজেই এভাবে টেলিগ্রাম একাউন্টটি খুলতে পারবেন এবং টেলিগ্রাম ব্যবহারের মাধ্যমে টেলিগ্রামের সকল সুযোগ-সুবিধাগুলি পেতে পারবেন।

 

আরো পড়ুন

 FIFA world cup football 2022

 My Banglalink app login করার সহজ নিয়ম

 বিকাশ একাউন্ট ডিলিট করার সঠিক নিয়ম

 মোবাইলে কোড ডায়াল করে বিকাশ পিন পরিবর্তন

 

click here



আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমার সাইটটিতে আমি লিখে থাকি। আশা করি সেগুলি পড়লে আপনাদের অনেক উপকারে আসবে।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url