জিমেইল একাউন্ট ডিলিট করার করণীয় বিষয়গুলি | how to delete gmail account easily

আজ আমি আপনাদের কিভাবে জিমেইল একাউন্ট ডিলিট করতে হয় এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা আশা করি বিষয়টি খুব সহজেই বুঝতে পারবেন।


জিমেইল একাউন্ট ডিলিট করার করণীয় বিষয়গুলি

Gmail account delete করার জন্য করণীয় বিষয়গুলিঃ

১.সর্বপ্রথম আপনাকে Google play store এ যেতে হবে।

২. Google play অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করব।

৩. তারপর উপরের দিকে ডান পাশে একটি প্রোফাইল আইকন দেখতে পারবো।

৪. প্রোফাইল আইকনটিতে ক্লিক করতে হবে।

৫. তারপর যে ইন্টারফেস আসবে, আপনাকে প্রথমে দেখতে হবে কোথায় কোন অপশানটিতে অনেকগুলি জিমেইলে লগইন করা আছে।

৬. দেখার জন্য উপরের দিকে যে জিমেইল দিয়ে লগইন করা আছে ওই জিমেইলের ডান পাশে একটি  চিহ্ন দেখতে পাবেন। ওই চিহ্নটিতে ক্লিক করবেন।

৭. তারপর আপনার ফোনে থাকা সকল জিমেইল একাউন্ট দেখতে পাবেন।

৮.এখান থেকে আপনি যে জিমেইল একাউন্টটি স্থায়ীভাবে ডিলিট করতে চাচ্ছেন উক্ত জিমেইল একাউন্টের উপরে ক্লিক  করবেন।

৯. তারপর google প্লে স্টোরে চলে আসবেন।

১০. এবার প্লে স্টোর এর উপরে ডান পাশে যে প্রোফাইল পিকচারটি আছে ওখানে ক্লিক করবেন।

১১. এটা কিন্তু সেই gmail যেটি আপনি ডিলিট করতে চাচ্ছেন।

১২. জিমেইল আইডির নিচে দেখতে পাবেন,
Manage your Google Account লেখা।উক্ত লেখায় ক্লিক করবেন।

১৩. তারপর যে ইন্টারফেস দেখতে পারবেন, প্রথমে Home তারপর Personal Info তারপরে Data & Privacy, Sequrity তারপর আরো অপশনগুলি।

১৪. Google Account ডিলিট করার জন্য Data & Privacy তে ক্লিক করব।

১৫. এখান থেকে একেবারে নিচের দিকে Delete your Google Account লেখায় ক্লিক করবেন।

১৬. যে ইন্টারফেস দেখতে পাবেন, আপনি যে জিমেইল একাউন্টটি delete করতে চাচ্ছেন উক্ত একাউন্টটি Verify করার জন্য আপনাকে gmail টির পাসওয়ার্ড দিতে হবে।

১৭. তারপর Next এ ক্লিক করবেন।

১৮. কোন কারনে জিমেইলে পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড recover করে নিতে হবে।

১৯. তারপর যে ইন্টারফেস দেখতে পারবেন, সেখানে কিছু লেখা দেখতে পাবেন। অর্থাৎ আপনার জিমেইলটি ডিলেট করে ফেললে আপনি কি কি তথ্যগুলি হারিয়ে ফেলবেন এই বিষয়ের উপর বিস্তারিত লেখা।

২০. গুগল ফটোতে যে ছবিগুলি আছে যদি ওখানে উক্ত gmail ব্যবহার করে থাকেন তাহলে ফটোগুলো থাকবে না।google ড্রাইভে যদি জিমেইল ব্যবহার করে থাকেন তাহলে যাবতীয় তথ্য হারাবেন।  যদি জিমেইলটি দিয়ে ইউটিউব চ্যানেল খোলা থাকে তাহলে চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। এরকম আরো অনেক তথ্যগুলি যেগুলি সম্পর্কে অবগত হতে পারবেন যে তথ্যগুলি আপনারা পড়ে নিতে পারবেন।

২১. এবারে নিচের দিকে আসবেন সেখানে দুইটি শর্ত দেখতে পারবেন, আপনি সবকিছু বুঝেই উক্ত জিমেইলটি ডিলিট করতে চাচ্ছেন।

২২. তার নিচের শর্তে লেখা আছে, আপনি স্থায়ীভাবে একাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন।

২৩. উক্ত দুইটি শর্তেই টিক দিবেন। তারপর ডিলেট একাউন্টে ক্লিক করবেন।

২৪. তারপর ১টি message পাবেন। Your Google account and all it's data have been deleted. অর্থাৎ আপনার জিমেইল একাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে।

২৫. ভুল করে একাউন্ট ডিলিট করে ফেললে গুগলের  Account Support এর সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে হেল্প করবে একাউন্টটি ফিরে পেতে।

আপনারা এখন থেকে এভাবেই অপ্রয়োজনীয় gmail account  ডিলিট করতে পারেন।

 

আরো পড়ুন

  মোবাইল দিয়ে ইমেইল পাঠানোর সহজ উপায়


click here



আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা আবারও আমার সাইটে ভিজিট করবেন। আপনারা এরকম আরো বিভিন্ন ধরনের তথ্য আমার সাইটটিতে পাবেন। আশা করি আপনাদের কোন না কোন উপকারে আসবে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url