how to change gmail password quickly | খুব সহজেই জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন

আশা করি বন্ধুরা ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে জানেন না। আজ আমি আপনাদের শেখাবো খুব সহজেই কোন ঝামেলা ছাড়াই কিভাবে    আপনি আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ডটি  পরিবর্তন করতে পারেন।

 

how to change gmail password quickly

কিভাবে জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন

জিমেইল আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়ে থাকে। জিমেইল অ্যাকাউন্টে ছবি ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেভ করা, ফাইল ডকুমেন্ট পাঠানো থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার জন্য জিমেইল খুবই নিরাপদ। কিন্তু কোন কারনে আপনার জিমেইলের পাসওয়ার্ডটি যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনি খুব সহজেই সেটি করতে পারেন।

খুব সহজেই জিমেইল একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন

১. সর্বপ্রথম গুগল প্লে স্টোরে গেলে জিমেইল আইকন দেখতে পাবেন।

২. উপরের দিকে ডান পাশে ছবির আইকন দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন।

৩. যে ইন্টারফেস দেখতে পারবেন, ওখান থেকে Manage your Google account লেখায় ক্লিক করবেন।

৪. তারপর যে ইন্টারফেস আসবে, ওখানে personal info লেখায় ক্লিক করবেন।

৫. তারপর যে ইন্টারফেস দেখতে পাবেন, একটু নিচের দিকে PASSWORD লেখায় ক্লিক করবেন।

৬. তারপর যে ইন্টারফেস দেখতে পাবেন, Enter your password লেখার বক্সে আগের যে জিমেইল পাসওয়ার্ডটি ছিল উক্ত পাসওয়ার্ডটি দিবেন।

৭. তারপর  Next এ ক্লিক করবেন।

৮. যে ইন্টারফেস দেখতে পাবেন, new password লেখার ওখানে আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিবেন তাহলে পুরানো পাসওয়ার্ডটি বাতিল হবে এবং নতুন পাসওয়ার্ডটি সেভ হবে।

৯. Confirm Password এখানে উপরের পাসওয়ার্ডটি আবারো দিয়ে দিবেন।

১০. তারপর নিচের দিকে ডান পাশে CHANGE PASSWORD লেখায় ক্লিক করবেন।

১১.যে ইন্টারফেস দেখতে পাবেন, ওখানে password change successfully লেখা দেখাবে।

১২. এরূপ লেখা দেখালে, আপনাকে বুঝতে হবে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে।

১৩. এবার  Get started লেখায় ক্লিক করবেন।

১৪. যে ইন্টারফেস দেখতে পাবেন, নিচে Get started your google account এ ক্লিক করবেন।


এভাবে আপনি খুব সহজেই আপনার জিমেইলের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন।

আরো পড়ুন,

পরাজিত না হয়

মাগুরা পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার

Click here

 




আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি আপনারা আবারো আমার সাইটটি ভিজিট করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url