how to download visual studio code | how to install visual studio code easily
বন্ধুরা সকলে ভালো আছেন। আজ আমি visual studio code কিভাবে ডাউনলোড করবেন এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি, আপনাদের লেখাটি ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। তাই ধৈর্য ধরে লেখাটি পড়তে থাকুন।
visual studio code
১. সর্বপ্রথম আপনাকে গুগলে যেতে হবে। গুগলে সার্চবারে vs code লিখে সার্চ করবেন।
২. প্রথম যে লিংকটি দেখতে পারবেন এটিতে ক্লিক করবেন। এটি ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল লিংক।
৩. Download for windows এ ক্লিক করবেন।
৪. নিচের দিকে বাম পাশে সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে দেখবেন।
৫. ওখানে একটি চিহ্ন দেখতে পারবেন। download শেষ হলে উক্ত চিহ্নে ক্লিক করবেন। show in folder ক্লিক করবেন।
৬. show in folder এ ক্লিক করার পর আপনাকে ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। ওখান থেকে আপনি vs code এ ক্লিক করবেন।
৭. Accept the Agreement এ টিক চিহ্ন দিবেন।
৮. Next এ ক্লিক করবেন।
৯. Next এ ক্লিক করবেন।
১০. Next এ ক্লিক করবেন।
১১. এখানে পাঁচটি বক্স দেখতে পাবেন। প্রথম বক্স এবং শেষ দুটি বক্সে টিক দিয়ে next এ ক্লিক করবেন।
১২. এবার install এ ক্লিক করবেন।
১৩. যে ইন্টারফেস দেখতে পাবেন, launch visual studio code বক্সে টিক দিয়ে Finish এ ক্লিক করবেন।
১৪. এবার desktop skin এ আসবেন।
১৫. সার্চবারে visual studio code লিখে সার্চ দিবেন।
১৬. Visual studio code এ ক্লিক করবেন। তাহলে vs code এর ইন্টারফেস দেখতে পারবেন। আপনি Visual studio code এ খুব সহজেই কাজ করতে পারবেন।
আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারো আমার সাইটে ভিজিট করবেন। এরকম নানা ধরনের তথ্য আমার সাইটটিতে পাবেন।আশা করি, আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে।