ChatGpt account তৈরি করার সহজ উপায় | ChatGpt | openai সম্পর্কে বিস্তারিত

 আশা করি বন্ধুরা সকলে ভালোই আছেন। আজ আমি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং আলোচিত একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি আপনাদের না জানলেই নয়। আজ আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে খুব সহজেই chatgpt অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এটি ব্যবহার করতে পারেন। এর জন্য লেখাটি মনোযোগ সহকারে সম্পূর্ণ পড়ুন। আপনারা অন্যের সহযোগিতা ছাড়া নিজেরাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনাদেরই উপকারে আসবে।

ChatGpt account তৈরি :

এটি তৈরি করা খুবই সহজ আমার লেখাটি মনোযোগ সহকারে পড়লে আপনারা নিজেরাই এটি তৈরি করতে পারবেন বর্তমান সময়ে এটি খুবই জনপ্রিয় আপনার কোন প্রশ্ন দেখে দিলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জিপিটি কয়েক সেকেন্ডের মধ্যেই দিয়ে দিবে। 

Click here

Html tag in details

Computer keyboard shortcuts A to Z


 খুব সহজেই ChatGpt একাউন্ট খুলুন

১. Chatgpt জিপিটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের google এ যেতে হবে।

২. গুগলে chatgpt লিখে সার্চ দিতে হবে।

৩. Chatgpt লিংটা ক্লিক করব।

৪. ডানদিকে যে ইন্টারফেস দেখতে পারবেন, ওখানে Log in এবং SIgn in লেখা দেখবেন।

৫. যেহেতু নতুন account করবেন সেহেতু sign up এ ক্লিক করব।

৬. আপনার যদি পূর্বে একাউন্ট খোলা থাকে তাহলে লগইনে ক্লিক করতে হবে।

৭. আপনি কোন একাউন্ট দিয়ে কন্টিনিউ করতে চাচ্ছেন, উক্ত একাউন্টে ক্লিক করতে হবে।

৮. আমি যেহেতু গুগলের মাধ্যমে করবো সেহেতু আমি ইমেইল এড্রেস দিয়ে কন্টিনিউ করতে পারি অথবা continue with google এ ক্লিক করব।

৯. continue with google এ ক্লিক করব।

১০. এবার যে ইন্টারফেস দেখতে পাবেন, ওখানে যে ইমেইলটি আছে উক্ত ইমেইলে ক্লিক করবেন অথবা আপনি নতুন অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলে sign out ক্লিক করবেন। তারপর use another account  ক্লিক করবেন।

১১. Email address দিতে হবে। next এ ক্লিক।

১২. এরপর password দিবেন। next এ ক্লিক।

১৩. এরপর ল্যাপটপে যে ইন্টারফেস দেখতে পারবেন, ওখানে আপনার first name, last name এবং Birthday দিয়ে continue তে ক্লিক করবেন।

১৪. Birthday প্রথমে মাস, তারপর দিন, তারপর বছর দিবেন।continue তে ক্লিক।

১৫. তারপর যে ইন্টারফেস দেখতে পাবেন। ওখানে ফোন নাম্বার দিতে হবে।

১৬. যেহেতু মোবাইলে একটি কোড যাবে এবং উক্ত কোডটি ব্যবহার করতে হবে, সেহেতু অবশ্যই আপনার হাতে থাকা ফোন নাম্বারটি দিবেন।

১৭. তারপর send code এ ক্লিক করতে হবে।

১৮. এরপর যে ইন্টারফেস দেখতে পাবেন, এখানে
Begin puzzle ক্লিক করতে হবে।

১৯. ইন্টারফেস দেখতে পারবেন, ওখানে বাম পাশে একটি ছবি এবং ডান পাশের একটি ছবি থাকবে।

২০. বাম পাশের ছবিটি যে ভাবে দেখানো আছে ডান পাশে ওভাবে এরো চিহ্নে ক্লিক করে আপনাকে দেখাতে হবে অর্থাৎ ছবিটি কোন অ্যাঙ্গেলে রয়েছে তা মিলাতে হবে।

২১. এবার submit এ ক্লিক করবেন।

২২. তারপর যে ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক একইভাবে ওই অ্যাঙ্গেলের ছবিটি মেলাতে হবে। আবারও submit এ ক্লিক করবেন।

২৩. আবারো একইভাবে মেলাবেন। Submit এ ক্লিক করতে হবে।

২৪. তিনবার এভাবে মেলানোর পর verification complete! লেখা দেখাবে।

২৫. দেখতে পারবেন Enter code এখানে একটি কোড লিখতে হবে। যে ৬ সংখ্যার code আপনার ফোনে যাবে।

২৬. code দেওয়ার পর chatgpt ওপেন হবে। এরপর একটি pop up দেখতে পাবেন।

২৭. okay, let's go এ ক্লিক করবেন।

২৮. নিচের দিকে সার্চ বার দেখতে পাবেন ওখানে কোন প্রশ্ন লিখতে পারবেন।

২৯. প্রশ্ন লেখার পর ডান পাশে এরো চিহ্নে ক্লিক করবেন।

৩০. তাহলে দেখতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে  chatgpt আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। 



এভাবে খুব সহজেই আপনি এটি ব্যবহার করতে পারেন। যেকোনো প্রশ্নের উত্তর খুব দ্রুত সমাধান পেতে এটি কার্যকরী ভূমিকা রাখে। বর্তমানে তাই এটির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


আরো  পড়ুন

 how to download visual studio code
 How to install canva in laptop

টেলিগ্রাম একাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার উপায়

মোবাইল দিয়ে জিমেইল ফোল্ডার তৈরি

মোবাইল দিয়ে ইমেইল পাঠানোর সহজ উপায়

আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ।







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url