Present Indefinite Tense Definition, Structure & Exercise in bangla

আজ আমি আপনাদের সহজভাবে  Present Indefinite Tense নিয়ে আলোচনা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে লেখাটি পড়তে থাকুন।


Present indefinite tense definition, structure & exercise

Present Indefinite Tense (সাধারণ বর্তমান কাল):

 বর্তমানকালে যে কাজ হয়ে থাকে অর্থাৎ যে verb এর কাজ বর্তমানকালে সম্পন্ন হয়েছে বোঝালে তাকে Present indefinite tense বলে।

          আবার অভ্যাসগত বা নিত্যনৈমিত্তিক কাজ, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, ঐতিহাসিক সত্য ঘটনা প্রভৃতি বোঝাতে Present indefinite tense ব্যবহার করা হয়।


Click here

Present Perfect Continuous Tense Examples

Positive, Comparative and Superlative degree details

Past Indefinite Tense Examples

Future Perfect Tense Examples


Structure : Subject + মূল Verb+ Object.


উদাহরণ:
   
       1. I eat rice. আমি ভাত খাই।
       2. He eats rice. সে ভাত খায়।

       3. She reads the book - সে বইটি পড়ে।

       4. He helps me - সে আমাকে সাহায্য করে। 

       5. Lita reads novel  -  লিটা উপন্যাস পড়ে। 

প্রথমে Subject,তারপর verb এবং সর্বশেষ  object বসেছে।



লক্ষ্য করি,

        ১ নং  উদাহরণ- verb-এর সাথে s/es বসেনি কারণ  উদাহরণটির subject  first person.
এবার লক্ষ্য করি,
       ২নং উদাহরণ ২নং এর Verb সাথে s যুক্ত হয়েছে কারণ Subject third person singular number.



একটি লক্ষণীয় বিষয়:
 Subject যদি  third person singular number হয় সেক্ষেত্রে verb-এর শেষে s/es  যোগ করতে হয়।


আরো কয়েকটি উদাহরণ:
He goes to school everyday - সে প্রতিদিন স্কুলে যায়।
He works hard - সে কঠোর পরিশ্রম করে।
He reads English -  সে ইংরেজি পড়ে।
He drinks milk - সে দুধ পান করে।



মনে রাখার বিষয়:
I ,We - First person - আমি, আমরা
You, Your - Second person - তুমি, তোমরা
He, She, It এবং সকল নাম - Third person

             অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাকি সব third person হবে।


 

Present indefinite tense বাংলায় চেনার উপায়:

বাংলা ক্রিয়ার শেষে এ, ও ই,অ,আ,এন,এস, আন etc থাকে।ই,এ,য়,ও,এন অর্থাৎ করি, যাই,পড়ি, কর,পড়েন etc থাকবে।



মনে রাখার বিষয়:

          I - am
He, she, it, Name - is
বসবে।



আরো কিছু উদাহরণের মাধ্যমে Present indefinite tense আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার জন্য।



‌* বর্তমানকালে সম্পন্ন কাজ:
            আমি ভাত খাই-I eat rice.
        আমি বাজারে যাই- I go to market.   
        সে নাচে-  She dances.



* চিরন্তন সত্য বা Universal truth:

              The sun rises in the east. সূর্য পূর্ব দিকে উদিত হয়।
         The earth moves round the sun. পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে।
         The moon gives us light. চাঁদ আমাদেরকে আলো দেয়।



* ঐতিহাসিক সত্য:
    
       Shah Jahan builds the Taj.
          শাহজাহান তাজমহল তৈরি করেন।



* নিকট ভবিষ্যত :

         
The exam starts on the10th.
         পরীক্ষা ১০ তারিখে শুরু হবে।   

         He comes on the 10th of this month.
         মে মাসের 2 তারিখে আসবে।



Note:  
everyday, daily, regularly, often, always, hardly, seldom, scarcely etc থাকলেও Present indefinite tense হয়।

She exercises regularly.
সে নিয়মিত ব্যায়াম করে।
He goes to school everyday.
সে প্রতিদিন স্কুলে যায়।
 

পরিশেষে বলা যায়, বর্তমানকালে সম্পাদিত কাজকে মূলত present indefinite tense বলে।


 click here


এটি আমার প্রথম  Post, আশা করি সকলের ভাল লাগবে এবং উপকারে আসবে। লেখাটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা আবারও আমার সাইটটি ভিজিট করবেন। প্রত্যেকটি Tense নিয়েই উদাহরণসহ বিস্তারিত আলোচনা আছে। আশা করি আমার সাইটে আসলে খুব সহজেই প্রত্যেকটি Tense সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন 
 
   

Next Post
No Comment
Add Comment
comment url