Present Continuous Tense Structure & Examples

আজ আমি আপনাদেরকে Present Continuous Tense সম্পর্কে সহজ ভাবে আলোচনা করব মনোযোগ দিয়ে পোস্টটি পড়তে থাকুন। তাহলে এ বিষয়ে সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন।


present continuous tense structure & examples

Present Continuous Tense( ঘটমান বর্তমান কাল):

               বর্তমান কালে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝালে Present continuous tense হয়। অর্থাৎ কোন কাজ বর্তমানে চলছে এখনো শেষ হয়নি এরূপ বোঝাতে এ tense ব্যবহার করা হয়। Present Continuous Tense এর অপর নাম Present progressive.

                 Now, right now, at this moment, rapidly, Gradually, currently,  occasionally, frequently, increasingly etc থাকলে present continuous tense হয়।


 আরো পড়ুন 

How to open Nagad account 2022

টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

 My Banglalink app login করার সহজ নিয়ম


 বাংলায় চেনার উপায়:

                 বাংলা ক্রিয়ার শেষে তেছি,তেছ, তেছেন,ছি, চ্ছি,চ্ছ,ছেন,চ্ছেন ইত্যাদি চিহ্ন থাকে।


উদাহরণ :
   আমি আগামীকাল ঢাকা যাচ্ছি( I am going to Dhaka tomorrow.)

 এখন আমি একটি চিঠি লিখছি( I am writing a letter now.)



Structure : Subject + am/ is/are + মূল verb এর সাথে ing + extension (পরিপূরক অংশ)


উদাহরণ:

       Meta is working.
       Kaya is sleeping.
       They are learning English.
       They are playing  cricket.
       Now he is learning English.


 
Subject third person singular number হলে -  
                             I  থাকলে  - am
He, she, Kamal(নাম),  it    -     is   হয়।

Plural subject এর ক্ষেত্রে,
          You, we, they থাকলে - are  



কিছু উদাহরণের মাধ্যমে আপনারা আরো সুন্দর করে বুঝতে পারবেন :

I am flying kite - আমি ঘুড়ি উড়াচ্ছি।
I am going to khulna tomorrow. আমি আগামীকাল খুলনা যাচ্ছি।
I am going to College. আমি কলেজে যাচ্ছি।
My father going to dentist. আমার বাবার ডেন্টিস্টের কাছে যাচ্ছেন।
I am writing a letter. আমি একটি চিঠি লিখছি।
I am watching Youtube. আমি ইউটিউব দেখতেছি।
You are studying. তুমি পড়াশোনা করছো।
We are going to  America. আমরা আমেরিকা যাচ্ছি।
She is writing  an easy. সে রচনা লিখিতেছে।

I am playing football.  আমি ফুটবল খেলিতেছি। 

Love, hate, taste, see, hear, like, dislike, believe,  remember, hope, want, smell etc  এই জাতীয় অনুভূতিপূর্ণ verb গুলির Present continuous form  হয় না।

 
      এই ধরনের verb গুলিকে বলে stative verb বা non continuous verb.


নিচে উদাহরণ প্রয়োগের মাধ্যমে বোঝানো হলো:


    I love.  ( correct)
    I am loving.(incorrect)
 
    I hate. (correct)
    I am hating.(incorrect)

    l taste.(correct)
    l am tasting.(incorrect)
 
Present continuous form না হওয়ার কারণে এগুলি Present indefinite tense  করতে হবে।

 

পরিশেষে বলা যায়, এই মুহূর্তে কোন কাজ বা ঘটনা এখন হচ্ছে বা এখন চলছে এরূপ বোঝাতে Present Continuous Tense  ব্যবহার করতে হয়।

 

 আরো পড়ুন

 Important question of the world cup football 2022
 Present continuous tense examples
 Windows 10 computer দিয়ে Wi-Fi চালানোর সহজ উপায়
 what is an Html Tag


click here


আমার সাইটটি ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আমার পোস্টটি পড়ে আপনাদের অনেক ভাল লাগবে এবং অনেক উপকারে আসবে। আপনাদের ভালো লাগাটাই আমার লেখার সার্থকতা। আমি আশা করি, আবারো আপনারা আমার সাইটটি ভিজিট করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url