Pantheon site খুব সহজেই তৈরি করুন | Wordpress pantheon site

WordPress সাইট তৈরি করা খুবই সহজ। আপনারা যদি মনোযোগ সহকারে পোস্টটি পড়েন তাহলে খুব সহজেই আপনি সাইট তৈরি করতে পারবেন। এজন্য আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। আজকের লেখাটি পড়ার পর অবশ্যই আপনি একটি সাইট তৈরি করবেন।

 

Pantheon site খুব সহজেই তৈরি করুন

WordPress

WordPress বর্তমানে খুবই জনপ্রিয় CMS এর মধ্যে একটি। এটি ব্যবহার করে আপনি খুব সহজেই ব্লগিং থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া মার্কেটিং সহ আরো অনেক ধরনের সুযোগ-সুবিধা খুব সহজেই পেতে পারেন। যা গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করা সম্ভব। বর্তমানে অনেক কেনাকাটা মাধ্যম গুলি অনলাইন ভিত্তিক হচ্ছে।

১. যে কোন ব্রাউজারে গিয়ে Pantheon.io লিখে সার্চ দিব।

২. প্রথম যে লিংকটি দেখতে পারবো ওই লিংকে ক্লিক করব।

৩. যে ইন্টারফেস আসবে, ওখানে উপরের দিকে ডান পাশে লগইন লেখা দেখতে পাবেন।

৪. log in লেখায় ক্লিক করব।

৫. এরপর নিচের দিকে Create New Site লেখায় ক্লিক করব।

৬. তারপর যে ইন্টারফেস আসবে, সেখানে wordPress লেখায় ক্লিক করব।

৭.  এবার যে ইন্টারফেস আসবে, সেখানে site name দিব। আপনি আপনার পছন্দ মত একটি নাম দিবেন।

৮. তারপর যে ইন্টারফেস আসবে, continue  লেখায় ক্লিক করবেন।

৯. Deploying wordPress লেখা দেখবেন।
অর্থাৎ Deploying cms তৈরি হচ্ছে।

১০. কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে তারপর Complete লেখা দেখাবে।

১১. তার নিচে Visit your panthon site dashboard লেখায় ক্লিক করবেন।

১২. তারপর যে ইন্টারফেস দেখতে পাবেন, Visit Development Site এ ক্লিক করবেন।

১৩. যে ইন্টারফেস আসবে, continue তে ক্লিক করবেন।

১৪. এরপর যে ইন্টারফেস আসবে, সেখানে আপনার সাইটের জন্য একটি টাইটেল দিবেন অর্থাৎ site title দিবেন।

১৫. প্রথম অবস্থায়  user name টি admin দিবেন।

১৬. Password টি admin দিবেন।

১৭. Confirm password  লেখা বক্সে এ টিক দিবেন।

১৮. Your email লেখায় আপনার ইমেইলটি দিবেন।
১৯. Search engine visibility লেখা বক্সটিতে টিক দিবেন।

২০.  সর্বশেষ আপনাকে Install wordPress লেখায় ক্লিক করবেন।

২১. তারপর যে ইন্টারফেস আসবে, সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি লিখে লগইনে ক্লিক করবেন।

২২. এরপর আপনি Dashboard দেখতে পাবেন। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন।


পরিশেষে বলা যায়, আপনি যদি এই লেখাটি খুব মনোযোগ সহকারে পড়েন এবং এভাবে আপনি খুব সহজে একটি সাইট তৈরি করতে পারবেন। 



click here 



আমার সাইট ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি, আপনারা আমার  সাইটটি আবারো ভিজিট করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url