Inspect css download করবেন কিভাবে | How to Inspect css download

 আশাকরি বন্ধুরা আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনাদের মধ্যে যারা ওয়েব ডিজাইন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বিষয়টি খুবই উপকারী। এর জন্য ধৈর্য সহকারে পোস্টটি পড়তে থাকুন। তাহলে উক্ত বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন।

 

Inspect css download করবেন কিভাবে

Inspect CSS download :

যেকোনো ওয়েবসাইটের বিভিন্ন তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে Inspect CSS গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে Inspect CSS এর মাধ্যমে আপনি খুব সহজেই ওয়েবসাইটে কি কি ইমেজ ব্যবহার করা হয়েছে তা দেখতে পারেন এবং ডাউনলোড করতে পারেন এছাড়াও কতটুকু প্যাডিং ও মার্জিন কতটুকু দেওয়া আছে আপনি কালার করে কপি করতে পারেন এরকম বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেতে পারেন এটি ব্যবহারের মাধ্যমে।

নিম্নে কিভাবে Inspect CSS ডাউনলোড করবেন এটি আলোচনা করা হলোঃ

১. গুগলে গিয়ে Inspect CSS লিখে সার্চ দিতে হবে।

২. যে ইন্টারফেস দেখতে পাবেন, Inspect CSS লেখার উপরে https://Chrome.google.com লেখা লিংকে ক্লিক করবেন।

৩. তারপর যে ইন্টারফেস দেখতে পাবেন, উপরের দিকে ডান পাশে Add to chrome লেখায় ক্লিক করবেন।

৪. এরপর উপরের দিকে একটি পপ আপ এসেছে দেখবেন। ওখান থেকে Add extension এ ক্লিক করবেন। তাহলে আপনার এক্সটেনশন টি এড হবে।

Note: আপনি চাইলে এই এক্সটেনশন টি PIN করে রাখতে পারেন কাজের সুবিধার জন্য।


পরিশেষে বলা যায়, এটি extension অনেক ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে অনেক উপকারী যেটি ব্যবহারের মাধ্যমে আপনার ওয়েব ডিজাইনের কাজকে অনেক সহজ এবং দ্রুততম করতে পারেন।

 

 আরো পড়ুন,

 টেলিগ্রাম একাউন্ট তৈরি করার উপায়

 মোবাইল দিয়ে জিমেইল ফোল্ডার তৈরি

 how to create gmail account without mobile number

  

click here


আমার সাইটে ভিজিট করার জন্য সকলকে ধন্যবাদ। আমার সাইটে আবারো আপনারা ভিজিট করবেন।আশা করি আপনাদের অনেক উপকারে আসবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url