Notepad এ code করার নিয়ম | খুব সহজে Notepad এ code করে আউটপুট দেখার নিয়ম

আশা করি সকলে ভালো আছেন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি।বিশেষ করে যারা code করেন তাদের ক্ষেত্রে বিষয়টি খুবই উপকারী। আজ আমি কিভাবে আপনারা notepad  এ code করবেন। এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। লেখাটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে পড়েন তাহলে notepad সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারবেন।


Notepad এ code করার নিয়ম

Notepad এ code করার নিয়ম বিস্তারিত

search bar এ notepad লিখে সার্চ করব।

নোটপ্যাড এ ক্লিক করব, নোটপ্যাড ওপেন হবে।

উপরের দিকে বাম পাশে File লেখা দেখতে পারবো।

File এ ক্লিক করব। save এ ক্লিক করব।

File name দিব। file name এর শেষে অবশ্যই. html লিখতে হবে।

note: আপনি যেখানে ফাইলটি রাখতে চান সেখানে ক্লিক করতে হবে। আমি ডেপটপে ফাইলটি রাখবো তাই ডেস্কটপে ক্লিক করছি।
এবার save এ ক্লিক করতে হবে।

এবার নোটপ্যাডে code করে file এ ক্লিক, তারপর save ক্লিক করব।

এবার নোটপ্যাড মিনিমাইজ করব।

এবার destop এ যে ফাইল নেম লিখে save করেছিলাম।

উক্ত ফাইল নেমে ডাবল ক্লিক করব। তাহলে code এর আউটপুট দেখতে পারবো।


Note :  Notepad এর উপরের দিকে ডান পাশে * আছে। * এ ক্লিক করে কেটে দিয়ে আবার সার্চবারে নোটপ্যাড লিখে সার্চ দিয়ে ওপেন করলে, সেভ করা File name chrome browser টেনে নোটপ্যাডে দিব তাহলে পূর্বের লেখা কোড দেখাবে।



পরিশেষে বলা যায়, আপনারা খুব সহজেই notepad এ code করতে পারেন।


CLICK HERE





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url